Education Minister On Jadavpur University : ‘রাজ্য দায় এড়াতে পারে না, UGC-র নজর রয়েছে…’, যাদবপুরকাণ্ডে বড় মন্তব্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর – central education minister dharmendra pradhan reacts on jadavpur university student death case


এবার যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা নিয়ে বড় মন্তব্য করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাজ্যে পা রাখার পরেই যাদবপুর প্রসঙ্গে একাধিক বড় মন্তব্য করেছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “UGC অ্যাক্টের আওতায় অ্যান্টি র‌্যাগিং সম্পর্কিত একাধিক ব্যবস্থাপনা করতে হয়। বসাতে হয় CCTV ক্যামেরা। যাদবপুরে সেই সমস্তকিছু ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

তিনি আরও বলেন, “UGC-র নিয়ম মানতে বাধ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। হাইকোর্ট যে পরামর্শ দিয়েছে তা লাগু করা এখানের সরকারের দায়িত্ব। স্লোগান দিয়ে দায়িত্ব থেকে সরে গেলে হবে না। যে পরামর্শ দেওয়া হয়েছে সেগুলির বাস্তবায়ন করতে হবে। কোনও মানুষের জীবন অত্যন্ত দামি। তাঁর পরিবারের উপর কী প্রভাব পড়বে! সমাজে কী প্রভাব পড়বে! কারও অধিকার নেই এইভাবে তরুণদের জীবন নিয়ে খেলা করার।”

Sourav Ganguly Jadavpur university Case : ‘ভয়ানক…কড়া আইন আনা প্রয়োজন’, যাদবপুরকাণ্ড নিয়ে মুখ খুললেন সৌরভ
এদিকে ধর্মেন্দ্র প্রধানের মন্তব্যের পালটা সরব হয়েছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তিনি সংবাদ মাধ্যমে পালটা শুভেন্দু অধিকারীকে নিশানা করেছেন। শান্তনু সেন বলেন, “ UGC-র গাইডলাইন মেনে যখন যাদবপুরে CCTV বসাতে যাওয়া হয়েছিল সেই সময় বাম এবং অতি বাম সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয়। শুধু তাই এই বিক্ষোভ চলাচালীন শুভেন্দু অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে বেআইনিভাবে মঞ্চ বেঁধে উসকানি দিয়েছেন।”

Jadavpur University News Arrests : যাদবপুরকাণ্ডে পুলিশের জালে আরও ১, গ্রেফতার জয়দীপ
এদিকে একযোগে রাজ্য এবং কেন্দ্রকে নিশানা করেছেন অধীর চৌধুরী। প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, “UGC কাদের অধীনে। কেন্দ্রের অধীনে। এখানে রাজ্য-কেন্দ্র সকলকে মাথা ঘামাতে হবে। এটা নিয়ে রাজনীতি করার কিছু নেই। এখানে BJP তৃণমূল রাজনীতি শুরু করেছে। পশ্চিমবঙ্গে একটা ফাইভস্টার বিশ্ববিদ্যালয় ছিল। সেটাও উঠে যাবে আগামীদিনে। সেখানে কেন এই ধরনের ঘটনা ঘটল? তা জানতে চাই। উদোর পিণ্ডি বুদোর ঘাড়ে না চাপিয়ে কেন অপরাধীদের গ্রেফতার করা হল না।”

Jadavpur Universitty Student Death : ‘ধৃত কাশ্মীরি পড়ুয়াকে রেসিডেন্সিয়াল দিল কে?’, যাদবপুরকাণ্ডে NIA-CBI টানলেন শুভেন্দু
প্রসঙ্গত, যাদবপুরের প্রথম বর্ষের এক ছাত্রমৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল। এই ঘটনায় র‌্যাগিংয়ের অভিযোগ তুলেছে মৃত ছাত্রের পরিবার। ঘটনার তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কী ভাবে মৃত্যু হল তাঁর? তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ঘটনার পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছিল বিভিন্ন মহলে। ক্যাম্পাসে CCTV-র নজরদারি প্রসঙ্গেও একাধিক তত্ত্ব সামনে আসে। এবার রাজ্যে এসে যাদবপুর প্রসঙ্গে মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *