Jadavpur University: ক্যাম্পাসে নিষিদ্ধ নকশালপন্থী ছাত্র সংগঠন: শঙ্কু, ভারত বিরোধীদের প্রশ্রয় নয় : ধর্মেন্দ্র প্রধান


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যাদবপুরকাণ্ডে এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দ্বারস্থ বিজেপি। ধর্মেন্দ্র প্রধানের কাছে ব্যবস্থা নিতে আর্জি বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার। দেখা করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে লিখিত চিঠি শঙ্কুদেবের। ক্যাম্পাসে নিষিদ্ধ নকশালপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিন। চিঠিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর কাছে আর্জি শঙ্কুদেবের। কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিকে ব্যবহার করে ব্যবস্থা নেওয়ার আর্জি তাঁর। চিঠিতে নাগরিক নকশালপন্থীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তাঁর দাবি, ক্যাম্পাসে দল পাঠিয়ে তদন্ত করুক ইউজিসি।

ওদিকে খুঁটি পুজোর উদ্বোধনে গিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান মুখ খুলেছেন যাদবপুর প্রসঙ্গে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী বলেন, ‘Ragging-এর কারণে মৃত্যু। আদালতকে হস্তক্ষেপ করতে হয়েছে। রাজ্য সরকার অসহায়। ইউজিসি-র সঙ্গে আমার কথা হয়েছে। অ্যান্টি Ragging কমিটি কী করছিল। সিসিটিভি কেন ছিল না। কেন আগের উপাচার্যের সময়কার সিসিটিভি খোলা হল। বহিরাগত কী করে ক্যাম্পাসে ঢোকে? পুলিস কেন ব্যবস্থা নেয় না? ইউজিসি পদক্ষেপ করছে। ইউজিসি কালকেও রিভিউ করেছে। ইউজিসি সহমত নয় রিপোর্টের সঙ্গে।’ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘রাজ্যপাল আচার্য হিসেবে ঠিক কাজ করেছেন। রাজ্য সরকার নিজে দায়িত্ব থেকে পালাতে পারে না। ব্যবস্থা নিতে হবে। ভারত বিরোধী যারা কাজ করছে, তাদের এখানে প্রশ্রয় দেওয়া যাবে না।’

প্রসঙ্গত, গণিত বিভাগের অধ্যাপক বুদ্ধদেব সাউকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য পদে নিয়োগ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। শনিবার সন্ধের পর ওই মর্মে নির্দেশিকা জারি করেন রাজ্যপাল। ৯ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেইন হস্টেলের ৩ তলার বারান্দা থেকে পড়ে মৃত্যু হয় প্রথমবর্ষের এক পড়ুয়ার। সেই ঘটনার ১০ দিন পর এই নিয়োগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার বলছিল, যেহেতু কোনও উপাচার্য নেই, তাই ওইসব কাজ সামলানোর ক্ষেত্রে সমস্যা হচ্ছে। নির্দিষ্ট কিছু  নির্দেশ কেউ দিতে পারছে না। সিসিটিভি কোথায় বসবে, তার অর্থ কোথা থেকে আসবে সেরকম কিছু নির্দেশিকা দেওয়ার ক্ষেত্রে ঢিলেমি হচ্ছে। যাদবপুরের কোর্ট মেম্বাররা সম্প্রতি রাজ্যপালের সঙ্গে দেখা করেছিলেন। সেখানেও তাঁরা উপাচার্য নিয়োগের দাবি করেন। তারপরই শনিবার সন্ধেয় নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল। 

দায়িত্ব পাওয়ার পরদিনই এদিন সকালে ক্যাম্পাসে আসেন বুদ্ধদেব সাউ। একাধিক ভাবনা ও পরিকল্পনার কথা জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন অন্তর্বর্তীকালীন উপাচার্য। তবে ক্যাম্পাসে সিসিটিভি বসানো তিনি আবশ্যিক মনে করছেন না। বরং ক্যাম্পাসের অভ্যন্তরে সিসিটিভি বসানোর বদলে গেটে নজরদারি জোরদার করার কথা বলছেন তিনি। তাঁর কথায়, ‘বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার করতে হবে। শুধু সিসিটিভি বসানো লক্ষ্য নয়। ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তাতেই জোর দিতে হবে। সেটাই মূল লক্ষ্য।  নজরদারি আরও বাড়াতে হবে। সেটা সিসিটিভি না দিয়েও অন্য পন্থা হতে পারে। কোথায় সমস্যা খুঁজে দেখতে হবে। পাশাপাশি, সুস্থ চিন্তাভাবনার পরিবেশ রক্ষা করাও লক্ষ্য।’ ইতিমধ্যে ছাত্রমৃত্যুর ঘটনায় প্রাক্তনী ও বর্তমান মিলিয়ে মোট গ্রেফতার ১৩।

আরও পড়ুন, Jadavpur University: পূর্ণ আবাসিক হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়? Exclusive বুদ্ধদেব সাউ

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *