Jadavpur University News Arrests : যাদবপুরকাণ্ডে পুলিশের জালে আরও ১, গ্রেফতার জয়দীপ – one more person name joydeep ghosh arrested in jadavpur university student death case


West Bengal News যাদবপুরে বাংলার বিভাগের প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় গ্রেফতার আরও ১। এই নিয়ে গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। জানা গিয়েছে, ধৃতের নাম জয়দীপ ঘোষ।

৯ অগাস্ট যাদবপুর মেন হস্টেলের গেট আটকে দেওয়ার অভিযোগ উঠেছিল। সেই সময় পুলিশের কাজে বাধা দেওয়ারও অভিযোগ ওঠে। এই নিয়ে যাদবপুর থানায় দায়ের হয়েছিল একটি অভিযোগ। এই অভিযোগের প্রেক্ষিতেই গ্রেফতার করা হয়েছে জয়দীপকে।

Jadavpur University News : র‌্যাগিং ছাড়াও আর‌ এক কারণ? যাদবপুরে ছাত্র মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে
জানা গিয়েছে, পূর্ব বর্ধমানের কেতুগ্রামে বাড়ি জয়দীপের। ২০২১ সালে ইন্টারন্যাশানাল রিলেশনশিপ নিয়ে যাদবপুর থেকে পাশ করেন তিনি। যাদবপুরের বিক্রমগড় এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন তিনি। কিন্তু, প্রায়ই যাদবপুর হস্টেলে থাকতে দেখা যেত তাঁকে। অভিযোগ, ঘটনার দিন রাতে তিনি কয়েকজনকে নিয়ে হস্টেলের গেট বন্ধ করে দেন। রাতে পুলিশকে ঢুকতে বাধা দেওয়া হয়।
Jadavpur University News : যাদবপুরের পড়ুয়ার রহস্যমৃত্যুতে গ্রেফতার আরও ২
উল্লেখ্য, শনিবার রাতে বুদ্ধদেব সাউকে যাদবপুরের অস্থায়ী উপাচার্য হিসেবে নিয়োগ করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনের তরফে তাঁকে দ্রুত দায়িত্ব সামলানোর কথা বলা হয়েছে। একদিকে যখন যাদবপুরের ছাত্রমৃত্যুর ঘটনায় উঠে আসছে র‌্যাগিং তত্ত্ব, সেই সময় এই পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

নতুন অস্থায়ী উপাচার্য ঘোষণা হওয়ার পরেই বুদ্ধদেব সাউ জানান, CCTV ক্যামেরা নিয়ে আলাদা ভাবে ভেবে লাভ নেই। তা কেবলমাত্র প্রযুক্তি। যে ব্যবস্থা করা হলে সুরক্ষাও বজায় থাকবে এবং সুস্থ মান বদলাবে না তা বেছে নিতে হবে।

Jadavpur University Case: যাদবপুরকাণ্ডে গ্রেফতার আরও ৩ ছাত্র
প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে মৃত্যু হয়েছে এক প্রথম বর্ষের পড়ুয়ার। এই পড়ুয়ার মৃত্যুর পরেই র‌্যাগিং প্রসঙ্গ উঠে এসেছে। ঘটনায় সৌরভ চৌধুরী নামক এক প্রাক্তন পড়ুয়াকে প্রথম গ্রেফতার করা হয়। তাঁর গ্রেফতারির পরই একের পর এক তথ্য উঠে আসতে শুরু করে।

এদিকে যাদবপুরের মতো নামী শিক্ষাপ্রতিষ্ঠানে এই ধরনের ঘটনায় তীব্র নিন্দা বিভিন্ন মহলে। সৌরভ গঙ্গোপাধ্যায় যাদবপুর প্রসঙ্গে বলেন, “এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক। কড়া আইন এনে র‌্যাগিং দমন করা উচিত।

JU Ragging: ব়্যাগিং বিরোধী নির্দেশিকা না মানার অভিযোগ, যাদবপুরের পড়ুয়ায় মৃত্যুতে জনস্বার্থ মামলা হাইকোর্টে
পাশাপাশি মৃত ওই পড়ুয়ার পরিবারের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দোষীদের শাস্তি দেওয়ার জন্য যাবতীয় পদক্ষেপ করা হবে এই আশ্বাস দিয়েছেন তিনি। যাদবপুরকাণ্ডের তদন্তের উপর নিজে নজরদারি চালাচ্ছেন কলকাতার পুলিশ কমিশনার। জানা গিয়েছে, এই ঘটনায় ধৃতদের নিজে জিজ্ঞাসাবাদ করেছেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *