Kolkata Metro : নিক্কোপার্ক এলাকার জট ছাড়ল! আরও একধাপ এগোল নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর কাজ – new garia to airport metro corridor project one more step advance after solving nicco park area problem


মেট্রো যাত্রীদের জন্য সুখবর। নিউ গড়িয়া-বিমানবন্দর ভায়া রাজারহাট মেট্রো প্রকল্পের জন্য নিক্কোপার্ক এলাকায় ৩৭৭ থেকে ৩৮২ নম্বর পিয়ারের মধ্যে সেগমেন্ট লঞ্চিংয়ের কাজ শুরু করেছে রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএল। রবিবার মেট্রো রেলের তরফে জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। এর আগে কিছু শর্ত-সহ ট্রাফিক ডাইভারশানের এনওসি দেওয়া হয়েছিল। যেহেতু এই অঞ্চলটির এক দিকে খাল, অপর দিকে নিক্কোপার্ক, তাই গ্রাউন্ড সাপোর্টিং সিস্টেম তৈরির জন্য রাস্তার মাঝে থাকা আড়াই মিটার চওড়া বাগান, রাস্তার বাতিস্তম্ভ ও আরও কিছু সৌন্দর্যায়নের জিনিস ভাঙতে হয়। পরিবর্তে বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়। এরপর গত মার্চ মাসে বিধাননগরের পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন আরভএনএল-এর আধিকারিকেরা। তারপর ট্রাফিক ডাইভারশানের জন্য এনওসি জারি করা হয়।

ওই জায়গায় ভায়াডাক্ট নির্মাণের জন্য সেগমেন্ট লঞ্চিং কাজ শুরু করতে পিয়ার নম্বর ৩৭৭ থেকে ৩৮২ পর্যন্ত রাস্তার মাঝখানে ১০.৫ মিটার প্রসারণের প্রয়োজন হওয়ায় এই ডাইভারশনটি প্রয়োজন। এছাড়া ট্রাফিক বিভাগের অনুরোধে সাধারণ মানুষের সুবিধার জন্য নিক্কো পার্কের কাছে পিয়ার নম্বরে ৩৭৪-এর কাছে একটি বাস স্ট্যান্ডও তৈরি করে দিয়েছে আরভিএনএল। কাজ শুরুর অনুমতি পাওয়ার পর আর সময় নষ্ট না করে নিক্কো পার্কের কাছে বহু প্রতীক্ষিত এই কাজটি শুরু হয়েছে। প্রস্তাবিত নলবন স্টেশনে যাওয়ার জন্য ভায়াডাক্টের এই নির্মাণ কাজ তিন মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা হচ্ছে।

Kolkata Metro : ব্যাটারিতেও মেট্রো ছোটানোর প্রক্রিয়া চলছে জোরকদমে, সিস্টেম পরিদর্শনের পর সন্তুষ্ট জিএম
প্রসঙ্গত একের পর এক প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি মানুষকে আরও ভাল পরিষেবা দিতেও বদ্ধ পরিকর মেট্রো কর্তৃপক্ষ। এছাড়া মেট্রো রেল সবসময়ই যাত্রীদের নিরাপত্তার উপরেও বিশেষ জোর দেয়। যাত্রাপথে যাত্রীদের নিরাপত্ত যাতে আরও বেশি করে সুনিশ্চিত করা যায়, তার জন্য একের পর এক উদ্ভাবনী ব্যবস্থা গ্রহণ করে থাকে। সেই ধারা অব্যাহত রেখে এবার উত্তর-দক্ষিণ শাখায় ট্রেন কন্ট্রোল ম্যানেজমেন্ট সিস্টেমের (TCMS) সঙ্গে প্যাসেঞ্জার ইনফরমেশান সিস্টেমকে (PIS) লিঙ্ক করার পদক্ষেপ করল কলকাতা মেট্রো।

Kolkata Metro : কলকাতা মেট্রোয় অভিনব সিস্টেম, আর কখনওই উলটোদিকে খুলবে না দরজা
এই দু’টি সিস্টেমের সংযোগ সম্পন্ন হলে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা অবস্থায় উলটো দিকের দরজা খুলে যাওয়া বা প্ল্যাটফর্মের বাইরে যে কোনও দিকের দরজা খোলার সম্ভাবনা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এর মধ্যে দিয়ে মেট্রো যাত্রীদের নিরাপত্তা আরও বেশি করে সুনিশ্চিত করতে চলেছে কর্তৃপক্ষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *