ক্যাম্পাসে বাবুল ‘হেনস্থা’-র অন্যতম মুখ! যাদবপুরকাণ্ডে ধৃত জয়দীপের ‘দাদাগিরি’-র লম্বা লিস্ট


Jadavpur University- এ ক্যাম্পাসে তৎকালীন BJP সাংসদ বাবুল সুপ্রিয়র হেনস্থার ঘটনায় জড়িয়েছিল নাম। বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী জয়দীপ ঘোষ এবার গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মৃত্যুর ঘটনায়।

Jadavpur University Death : জোর পাচ্ছে মমতার ন্যারেটিভই! যাদবপুর নিয়ে ধন্দে বঙ্গ-বিজেপি
র‍্যাগিং’-এর জেরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনায় গ্রেফতার হল আরও এক প্রাক্তনী। ধৃতের নাম জয়দীপ ঘোষ। তাঁর বাড়ি পূর্ব বর্ধমানের কেতুগ্রামের কাঁদরায়। জয়দীপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ‘আন্তর্জাতিক সম্পর্ক’ বিভাগের ছাত্র ছিলেন। পাস করে যান ২০২১ সালে।
তবু জয়দীপ বিশ্ববিদ্যালয়ে তাঁর দাপট বজায় রেখে ছিলেন। ২০১৯ সালে তৎকালীন সাংসদ বাবুল সুপ্রিয়কে হেনস্থার ঘটনায় জয়দীপের নাম জড়িয়ে ছিল। আর এবার তার বিরুদ্ধে উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যুর ঘটনার দিন হস্টেলের গেট বন্ধ করে দিয়ে পুলিশকে তদন্তে যেতে বাধা দেওয়ার অভিযোগ। যা জেনে স্তম্ভিত কেতুগ্রামের শিক্ষানুরাগী মহল।

Ragging In College : পারেননি র‍্যাগিং সহ্য করতে, ইঞ্জিনিয়ারিং পড়া ছাড়েন সোমনাথ
অনেক স্বপ্ন নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়তে আসা প্রথম বর্ষের ছাত্রের ভয়াবহ মৃত্যুর ঘটনা রাজ্য জুড়ে তোলপাড় ফেলে দিয়েছে। গত ৯ অগাস্ট রাতে ঘটে ওই ভয়াবহ ঘটনা। এর ঠিক দু’দিন পর অর্থাৎ ১২ অগাস্ট কেতুগ্রামের কাঁদরার বাড়িতে চলে আসে জয়দীপ। ১৭ অগাস্ট ইমেলে নোটিশ পাঠিয়ে তাঁকে তলব করে যাদবপুর থানার পুলিশ।

Jadavpur University Ragging News : সৌরভের দাবি, &amp#39;র‍্যাগিং হয়নি, আমাদের সামনে ঝাঁপ দিয়েছে&amp#39;
মেল পেয়ে শনিবার যাদবপুর থানায় যায় জয়দীপ । দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর শনিবার রাতের দিকে পুলিশ জয়দীপকে গ্রেফতার করে। জয়দীপের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের সদ্য প্রাক্তনী মেমারির নাসিম আক্তারকে পুলিশ গ্রেফতার করে।

Public Opinion on JU Incident Video : ‘গরিব বড়লোক জানি না, কঠোর শাস্তি চাই’! বলছে জনতা

এখনও পর্যন্ত যাদবপুর কাণ্ডে মোট ১৩ জন গ্রেফতার হল। কেতুগ্রামের কাঁদরার বাসিন্দা বংশীলাল ঘোষ ও উত্তরা ঘোষের দুই ছেলের মধ্যে ছোট জয়দীপ। বড় ছেলে শুভদীপও যাদবপুরের প্রাক্তন ছাত্র। সে বর্তমানে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা করছে। ছোট জয়দীপ একাদশ দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিশ্বভারতীতে পড়াশুনা করে।
পরে সে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। ২০২১ সালে পড়াশোনা শেষ করে। গ্রামে বংশীলাল ঘোষের একটি মিষ্টির দোকান আছে। পাশাপাশি তিনি চাষবাসও করেন। বংশীলালবাবু রবিবার জানান, আমার ছোট ছেলে যাদবপুর থানার বিক্রমগড়ে ঘর ভাড়া নিয়ে থাকছিল। সেখানে থেকে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল। যাদবপুর কাণ্ডে আমার ছেলে কোনও ভাবেই জড়িত নয়। তাঁর ছেলে নির্দোষ বলে জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *