দেশের জার্সিতেও চেনা আইপিএলের মেজাজে! বিধ্বংসী ইনিংসের পর নাইট নক্ষত্র বললেন…


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএল সিক্সটিনের (IPL 2023) ‘সাকসেস স্টোরি’ লেখা হলে, কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ফিনিশার রিঙ্কু সিংয়ের (Rinku Singh) নাম থাকবে। দুরন্ত পারফরম্য়ান্সের সুবাদে জাতীয় দলে শিকে ছিঁড়েছে স্টার ব্যাটার রিঙ্কু সিংয়ের। চলতি ভারত বনাম আয়ারল্যান্ড তিন ম্য়াচের টি-২০ সিরিজে (India tour of Ireland) রিঙ্কু অভিষেক করেছেন নীল জার্সিতে। এশিয়ান গেমসের (Asian Games 2023) দলেও রয়েছেন নাইট নক্ষত্র। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে রিঙ্কু অভিষেক করলেও, ব্যাট করার সুযোগ পাননি। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে মাঠে নেমেই বিস্ফোরণ ঘটিয়েছেন উত্তরপ্রদেশের পঁচিশ বছরের ক্রিকেটার। ২১ বলে ৩৮ রানের বিধ্বংসী ইনিংস খেলে রিঙ্কুই হয়েছেন ম্যাচের সেরা। শিবম দুবের সঙ্গে ২৮ বলে ৫৫ রানের যুগলবন্দি করেছেন তিনি। আইপিএলে ঠিক যেখানে শেষ করেছিলেন, দেশের জার্সিতে যেন সেখান থেকেই শুরু করলেন।

আরও পড়ুন: Asia Cup 2023: ‘দলে কেউ যেন না বলে…’, রোহিতের চমকে দেওয়া নিদানে যুদ্ধের আগেই শুরু মহাপ্রলয়!

ম্যাচের শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে দাঁড়িয়ে রিঙ্কু বলেন, ‘আমার খুব ভালো লাগছে। যা আমি আইপিএলে করেছি, সেটাই এখানে করার চেষ্টা করেছি। আমি খুবই আত্মবিশ্বাসী ছিলাম। শান্ত থাকার চেষ্টা করেছি। বিগত ১০ বছর যে, কঠোর পরিশ্রম করেছি, তারই দাম পাচ্ছি। দেশের হয়ে প্রথমবার ব্যাট করতে নেমেই ম্যান অফ দ্য ম্যাচ পেলাম। এর চেয়ে আনন্দের আর কী হতে পারে!’। গত দুই মরসুমে কলকাতা নাইট রাইডার্সের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেছেন রিঙ্কু। ২০২৩ সালের আইপিএলে ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছিলেন তিনি। সর্বোচ্চ লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ৩৩ বলে অপরাজিত ৬৭ রান। গড় ৫৯.২৫। স্ট্রাইক রেট ১৪৯.৫৩। সঙ্গে ছিল চারটি অর্ধ শতরান। একাধিক প্রাক্তন ভারতীয় বলেছিলেন যে, রিঙ্কুকে অবিলম্বে জাতীয় দলে সুযোগ দেওয়া উচিত।

এশিয়াডে ভারতীয় পুরুষ দল: রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রাহুল ত্রিপাঠী, তিলক বর্মা, রিঙ্কু সিং, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, রবি বিষ্ণোই, আবেশ খান, অর্শদীপ সিং, মুকেশ কুমার, শিবম মাভি, শিবম দুবে ও প্রভসিমরন সিং। স্ট্যান্ড বাইতে আছেন- যশ ঠাকুর, সাই কিশোর, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা ও সাই সুদর্শন।

আরও পড়ুন: Asia Cup 2023: Asia Cup 2023: দল ঘোষণার দিনই বুকে কাঁপুনি ধরানো খবর! বলেই ফেললেন খোদ নির্বাচক প্রধান আগরকর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *