Digha Tour : দিঘার সমুদ্রের এ কী অবস্থা! স্নান করতে গিয়ে ‘গা ঘিনঘিন’, হতাশ পর্যটকরা – diigha sea water colour suddenly change due to rainfall today


বাঙালির অন্যতম পছন্দের ডেস্টিনেশন দিঘা। সপ্তাহান্তের ছুটি হোক অথবা রোজকার একঘেয়েমি থেকে মুক্তি, আগাগোড়া ভ্রমণ পিপাসু বাঙালির প্রিয় গন্তব্যের তালিকায় প্রথম সারিতে রয়েছে দিঘা। সেই দিঘার সমুদ্র এদিন ঘটল এক অবাক করা ঘটনা। দিঘার সমুদ্রের জলে এদিন বড় বদল চোখে পড়ল পর্যটকদের। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সমুদ্র সৈকতে।

সোমবার দিঘার সমুদ্র স্নান করতে এসে মনমরা হয়ে যায় পর্যটকরা। রবিবারের পর আজও দিঘা সমুদ্রে নীল ও সাদা জলের ঢেউ আর নেই। সমুদ্রের জলের রং বদেল গিয়েছে সম্পূর্ণ। সমুদ্রস্নানে এসে পর্যটকরা দেখতে পান সমুদ্রে কাাদগোলা জলের রমরমা। কালো রঙের জল দেখে ঘেন্না পান অনেকে। নোংরা জলে স্থান না করেই ফিরে যেতে হয় পর্যটকদের। এতে স্বাভাবিকভাবে তাঁরা হতাশ।

Digha News : রাবণের উপর ক্রুদ্ধ হয়ে লঙ্কেশ্বরী আসেন দিঘায়, আজও পূজিত হন মহাসমারোহে
ষদিও বেলা গড়াতে বদলাতে থাকে পরিস্থিতি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কাদা জল হারিয়ে গিয়েয়ে পুরনো ছন্দে ফিরে আসে দিঘার সমুদ্র। ফিরে আসা সমুদ্রের নীল-সাদা রং। যেসব পর্যটকরা স্নান না করে ফিরে গিয়েছিলেন, তাঁরা ফের দিঘার সমুদ্রে ফিরে আসেন। সমুদ্রের জলরাশির এই হাল পরিবর্তন দেখে অবাক সৈকতে আসা সব পর্যটকরাই।

Digha Jagannath Madir: দিঘা জগন্নাথ মন্দিরের কাজ চলছে জোরকদমে, জানা গেল উদ্বোধনের সম্ভাব্য তারিখ
সাধারণত বৃষ্টির সময় জোয়ার আসার আগে ও পরে সমুদ্রের জল মাঝে মাঝে ঘোলাটে হয়ে যায়। যদিও সেই পরিস্থিতি বেশিক্ষন স্থায়ী হয় না। কিছুক্ষণের মধ্যেই সমুদ্রের জল আবার পরিষ্কার হয়ে যায়। কখনও কখনও দীর্ঘ সময় ধরে জল কর্দমাক্ত ও ঘোলাটে থাকে। সমুদ্রের এই হঠাৎ পরিবর্তন কোনও অবাক করার মতো বিষয় নয়। স্বাভাবিক নিয়মে বৃষ্টির কাদা জল মিশে এমনটা হয়। এদিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জল পরিষ্কার হয়ে যাওয়ার পর পর্যটকরা সমুদ্র নামেন।

Hurricane Hilary Updates : ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড়, হ্যারিকেনের দাপটে ধ্বংস হবে কোন কোন শহর?
হাওড়া থেকে দিঘার সমুদ্র স্নান করতে যাওয়া পর্যটক অনিমেশ রায় বলেন, ‘এতদিন ধরে দিঘাতে আসছি, কিন্তু সমুদ্রের এই রূপ আগে কখনও দেখিনি। সকালের পরিবার নিয়ে স্নান করতে এসে দেখি কাদায় সমুদ্রের নীল জল সম্পূর্ণ সাদা হয়ে গিয়েছে। ওই নোংরা জলে স্থান না করার সিদ্ধান্ত নিয়ে আমরা ফিরে যাই। পরে শুনলাম সমুদ্রের জল আবার স্বাভাবিক হয়ে গিয়েছে। ততক্ষনে হোটেলে দিয়ে আমাদের স্নান সাড়া হয়ে গিয়েছে। আরও একটা দিন দিঘাতে রয়েছি। কাল যদি সমুদ্রের অবস্থা স্বাভাবিক থাকে, তবে কালই স্নান করব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *