Hooghly Love Story: ‘ভালোবেসে ছিলাম…’, ১৫ বছরের ‘প্রেমিকা’কে অপহরণে অভিযুক্ত বিবাহিত প্রেমিক, তারপর… – hooghly man arrested for allegedly abducting minor school girl


Hooghly News: নাবালিকা স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ। গ্রেফতার পেশায় বাউন্সার যুবক। জিজ্ঞাসাবাদে সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। ১৫ বছরের নাবালিকা কিশোরীর সঙ্গে বছর তিরিশের যুবকের মধ্যে তৈরি হয়েছিল প্রেমের সম্পর্ক। অভিযুক্ত ব্যক্তির সঙ্গে শুধু বয়সের বিরাট ফারাকই চাঞ্চল্যকর কারণ নয়, বরং দাবি ওই যুবক বিবাহিত হওয়া সত্ত্বেও ওই নাবালিকার সঙ্গে সম্পর্কে জড়ান। একথা প্রকাশ্যে আসার পরই ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

কিশোরী রবীন্দ্রনগর কলোনির বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় আলাপ হওয়া দ্বিগুণ বয়সের যুবকের প্রেমে গত কয়েক মাস ধরে হাবুডুবু খাচ্ছিলেন ওই কিশোরী বলে খবর। মেয়ের এই প্রেমের খবর প্রথমে ঘুণাক্ষরেও টের পায়নি তাঁর পরিবার। পরে জানতে পেরে বাড়িতে ব্যাপক অশান্তি হয়। সেই অশান্তির জেরে ঘর ছাড়ার সিদ্ধান্ত নাবালিকার।
Malda Extra Marital Affairs: ‘জিলে আপনি জিন্দেগি…’, পরকীয়ার সালিশি সভায় প্রেমিকের হাতেই স্ত্রীকে তুলে দিলেন স্বামী

রবিবার বিকালে বাড়ি থেকে কাউকে কিছু না বলে বেড়িয়ে যায় রবীন্দ্রনগর কলোনির বাসিন্দা ক্লাস টেনের ওই ছাত্রী। সন্ধ্যার পরেও বাড়ি না ফেরায় পরিবার খোঁজাখুজি শুরু করে। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় নাবালিকার পরিবার।পরে চুঁচুড়া থানায় নাবালিকার মা লিখিত অভিযোগ দায়ের করেন গৌরব বিশ্বাস ওরফে ছোটকা নামে বাউন্সারের বিরুদ্ধে। ঘটনার তদন্ত নেমে পুলিশ দু’ঘণ্টার মধ্যেই নাবালিকাকে উদ্ধার করে ।
Murder : স্ত্রীর শাড়ি চুরির শাস্তি! প্রতিবেশীকে গুলিতে ঝাঁঝরা ব্যক্তির

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবীন্দ্রনগর কলোনীর বাসিন্দা ক্লাস টেনের ছাত্রীর সঙ্গে ফেসবুকে সাত মাস আগে আলাপ হয় চুঁচুড়া মিয়ারবেড় পীরতলার বাসিন্দা গৌরব বিশ্বাসের।বছর তিরিশের গৌরব বিবাহিত। তাঁর স্ত্রী ছাড়াও এক সন্তানও রয়েছে।পেশায় সে বাউন্সার।পার্কস্ট্রিটের একটি বারে কাজ করতেন গৌরব।বাড়িতে জানতে পেরে ছাত্রীর পরিবার আপত্তি করে।পরে চুঁচুড়া থানায় নাবালিকার মা লিখিত অভিযোগ দায়ের করেন ওই বাউন্সারের বিরুদ্ধে।এরপরেই তৎপরতার সঙ্গে তদন্ত শুরু করে চুঁচুড়া থানার পুলিশ।চুঁচুড়ার একটি শপিং মলের কাছ থেকে গৌরবকে আটক করে নাবালিকাকে উদ্ধার করে পুলিশ।থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে গ্রেফতার করা হয়।
Uttar 24 Parganas News : ‘প্রিয়তমা’ স্ত্রীকে গুলি, থানায় ফোন স্বামীর! নারায়ণপুরের ঘটনায় শোরগোল

ধৃতের বিরুদ্ধে 363,364,365 ধারায় মামলা রুজু করে পুলিশ।আজ অভিযুক্ত কে চুঁচুড়া আদালতে পেশ করা হয়। নাবালিকাকে হোমে পাঠানো হবে জানা গেছে পুলিশ সূত্রে। অভিযুক্ত গৌরবের দাবি, সে ওই কিশোরীকে ভালোবেসে ছিল, মোটেও নিয়ে পালিয়ে যায়নি। ওই নাবালিকা নিজে তার কাছে এসেছিল।এমনকী, গৌরব বিবাহিত সেটা ওই নাবালিকা জেনেই মেলামেশা করেছিল বলে দাবী তার।নাবালিকার বয়স মাত্র পনেরো সেটা জেনেও কেন এই সম্পর্ক? প্রশ্ন করায় অভিযুক্ত বলেন, ভুল হয়ে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *