JU Ragging Case: সিসিটিভি নিয়ে সিদ্ধান্ত অমীমাংসিত, র‌্যাগিং রুখতে একগুচ্ছ পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের – jadavpur university will take multiple steps to protect students from ragging


JU Hostel Case: র‌্যাগিং অভিযোগে বিদ্ধ পাঁচতারা বিশ্ববিদ্যালয় যাদবপুর। প্রথম সারির অভিজাত এই বিশ্ববিদ্যালয়ের সিভি থেকে কলঙ্কের কালি মুছতে এবার বৈঠকে একগুচ্ছ নয়া সিদ্ধান্ত। র‌্যাগিং রুখতে এ বার কুইক রেসপন্স টিম তৈরির সিদ্ধান্ত কর্তৃপক্ষের। সোমবার বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‌্যাগিং কমিটির বৈঠকে একাধিক সিদ্ধান্ত।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের বাংলা অনার্সের ছাত্রের মৃত্যুতে খুলে গিয়েছে প্যান্ডোরার বক্স। ছাত্রের মৃত্যুতে উঠেছে র‌্যাগিংয়ের অভিযোগ। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে ২০১৭ সালে ইউজিসি ও আদালতের নির্দেশ না মানার অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, প্রথম বর্ষের পড়ুয়া সহ বিশ্ববিদ্যালয়ের সুরক্ষায় নজর কর্তৃপক্ষের। ভবিষ্যতে যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢেলে সাজানো হচ্ছে অ্যান্টি-র‌্যাগিং কমিটি। তৈরি হচ্ছে কুইক রেসপন্স টিম। যাতে কোনও হস্টেলে কোনও ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে পৌঁছতে পারে কুইক রেসপন্স টিম।
Jadavpur University Hostel: ‘আতঙ্কপুরী’ মেন হস্টেলে যেতে নারাজ সিনিয়ররাও, স্থানান্তরের নোটিশ আসতেই প্রতিবাদ জানিয়ে চিঠি

এছাড়াও পড়ুয়াদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা, মেন্টরদের সঙ্গে নিয়মিত আলোচনা ছাড়াও আবাসিক পড়ুয়াদের অভিভাবকদের উদ্বেগ নিরসনে বৈঠকে বসবে কর্তৃপক্ষ। প্রথম বর্ষের ছাত্র মৃত্যুর ঘটনায় সবথেকে বেশি সমালোচিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অ্যান্টি র‌্যাগিং কমিটির ভূমিকা। তাই এবার আরও জোরদারভাবে এই কমিটিকে গড়তে চাইছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ে ২ কিমি এলাকার মধ্যে থাকবে এই টিম। যাতে যেকোনও দরকারে সঙ্গে সঙ্গে পৌঁছতে পারে এই রেসপন্স টিম। র‌্যাগিংয়ের মতো কোনও ঘটনা ঘটছে কিনা তা জানতে নিয়মিত অভিভাবকদের সঙ্গেও কথা বলবে এই কমিটি। অভিযোগ পেলেই এবার তৎক্ষণাৎ কড়া পদক্ষেপ।
Ragging Complaint on UGC: র‍্যাগিংয়ের শিকার হলে সহজেই কীভাবে UGC-তে অভিযোগ জানাবেন? রইল বিশদে সব তথ্য

এদিনের বৈঠকে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু। ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় প্রধানেরাও। এই রবিবারই উপাচার্য পদে দায়িত্ব নিয়েছেন বুদ্ধদেব সাউ। তিনি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক।
Jadavpur University Ragging Case : প্রাণের বিনিময়ে বোধদয়, একগুচ্ছ নির্দেশিকা জারি যাদবপুরে

এদিন বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলে পৌঁছয় কলকাতা পুলিশের ফরেনসিক ডিপার্টমেন্ট। কী ঘটেছিল ৯ অগাস্ট রাতে, সেই ঘটনার তদন্ত এদিন হয় পুর্ননির্মাণ। তিনতলার বারান্দা থেকে নিহত পড়ুয়ার সমান ওজন ও সমান উচ্চতার একটি ডামি পুতুলকে ফেলে দেখেন বিশেষজ্ঞরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *