Kolkata Metro : মেট্রোর কাজের জন্য ইএম বাইপাসে শুরু ট্রাফিক ডাইভারশান, কতদিন চলবে? – traffic diversion trial run start near at em bypass metropolitan crossing for new garia airport metro corridor


দ্রুত গতিতে এগোচ্ছে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের কাজ। এবার শুরু হল বেলেঘাটা মেট্রো স্টেশনের কাছে ট্রাফিক ডাইভারশনে ট্রায়াল রান। মেট্রোর তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। আজ থেকেই শুরু হল নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের বেলেঘাটা স্টেশনের কাছে মেট্রোপলিটন ক্রসিংয়ে ট্রাফিক ডাইভারশানের ট্রায়াল রান। এই বিষয়ে গত ১০ তারিখ কলকাতার পুলিশ কমিশনার, প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার, মেট্রো রেল এবং রেল বিকাশ নিগম লিমিটেডের (RVNL) আধিকারিকদের মধ্যে বৈঠক হয়। সেক্ষেত্রে ২৮৬ ও ২৮৭ নম্বর পিয়ার তৈরির জন্য এই সপ্তাহের মধ্যে ট্রাফিক ডাইভারশানের অনুমতি পাওয়া যাবে বলে অনুমান করা গিয়েছিল। এর ফলে প্রায় ২৫০ মিটার সরিয়ে ২৯৬ নম্বর পিয়ারের কাছে করা হয়েছে ডাইভারশানটি। আগামী ২ মাসের মধ্যেই ২৮৬ ও ২৮৭ নম্বর পিয়ার তৈরির কাজ সম্পন্ন হবে বলে আশা করা যাচ্ছে।

এদিকে ট্রাফিক পুলিশের তরফে ভবিষ্যতের উন্নয়ন হিসাবে RVNL-কে বর্তমান মেট্রোপলিটন সেতুর ডান দিকে আরও একটি লোহার সেতু নির্মাণের জন্য অনুরোধ জানানো হয়। সেই মতো লোহার সেতুর কাজ শুরু করেছে RVNL, যা ভবিষ্যতে EM বাইপাসে দুই চাকার যান এবং পথচারীদের চলাচলকে আরও সহজ করবে।

Kolkata Metro : কলকাতা মেট্রোয় অভিনব সিস্টেম, আর কখনওই উলটোদিকে খুলবে না দরজা
অন্যদিকে মেট্রোর এই প্রকল্পেই নিক্কোপার্ক এলাকায় ৩৭৭ থেকে ৩৮২ নম্বর পিয়ারের মধ্যে সেগমেন্ট লঞ্চিংয়ের কাজ শুরু করেছে রেল বিকাশ নিগম লিমিটেড। জানা গিয়েছে, এর আগে কিছু শর্ত-সহ ট্রাফিক ডাইভারশানের এনওসি দেওয়া হয়েছিল। যেহেতু এই এলাকার এক দিকে খাল, অপর দিকে নিক্কোপার্ক, তাই গ্রাউন্ড সাপোর্টিং সিস্টেম তৈরির জন্য রাস্তার মাঝে থাকা আড়াই মিটার চওড়া বাগান, বাতিস্তম্ভ ও আরও কিছু সৌন্দর্যায়নের জিনিস ভেঙে ফেলতে হয়। পরিবর্তে অবশ্য বিকল্প ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এরপর গত মার্চ মাসে বিধাননগরের পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেন আরভএনএল-এর কর্তারা। তারপরেই ট্রাফিক ডাইভারশানের জন্য এনওসি দেওয়া হয়।

Kolkata Metro: বৈদ্যুতিক গোলযোগেও আটকাবে না ট্রেন! নতুন প্রযুক্তি এনে সাড়া ফেলল কলকাতা মেট্রো
জানা গিয়েছে, ওই জায়গায় ভায়াডাক্ট নির্মাণের জন্য সেগমেন্ট লঞ্চিং কাজ শুরু করতে পিয়ার নম্বর ৩৭৭ থেকে ৩৮২ পর্যন্ত রাস্তার মাঝখানে ১০.৫ মিটার প্রসারণের প্রয়োজন। আর সেই জন্যই এই ডাইভারশনটি প্রয়োজন। এছাড়া ট্রাফিক বিভাগের অনুরোধে জনসাধারণের সুবিধার জন্য নিক্কো পার্কের কাছে পিয়ার নম্বরে ৩৭৪-এর কাছে একটি বাস স্ট্যান্ডও তৈরি করে দিয়েছে আরভিএনএল। নলবন স্টেশনে যাওয়ার জন্য ভায়াডাক্টের নির্মাণের এই কাজ আগামী তিন মাসের মধ্যে শেষ হবে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *