Malda Extra Marital Affairs: ‘জিলে আপনি জিন্দেগি…’, পরকীয়ার সালিশি সভায় প্রেমিকের হাতেই স্ত্রীকে তুলে দিলেন স্বামী – malda husband allow wife to marry her lover


Extra Marital Affairs: মৈত্রেয়ী দেবীর বিখ্যাত ‘ন হন্যতে’-এর ছায়ায় তৈরি ‘হাম দিল দে চুকে সনম’ সিনেমার আংশিক প্রতিচ্ছবির দেখা মিলল মালদায়। নিজের বিবাহিতা স্ত্রী নন্দিনীর সম্পর্কের কথা জানতে পেরে তাঁর প্রেমিক সমীরের সঙ্গে দেখা করাতে সুদূর ইটালিতে নিয়ে গিয়েছিলেন স্বামী বলরাজ। ভারতীয় সংস্কৃতিতে বিয়ের মূল্যবোধকে মান্যতা দিয়ে যদিও সিনেমার শেষে নন্দিনী অর্থাৎ ঐশ্বর্য অভিনীত চরিত্র ফিরে এসেছিলেন তাঁর স্বামী বলরাজ অর্থাৎ অজয় দেবগণের কাছে। তবে মালদাতে ঘটেছে প্রেমের মধুরেণ সমাপয়েৎ।

পরকীয়া সম্পর্কে প্রতিবেশী যুবকের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন স্ত্রী। এমনকী প্রেমিকের হাত ধরে পালিয়েও যান স্ত্রী। ফিরে আসার পর সালিশি সভাতে দাঁড়িয়ে কোনও সাজার বদলে স্বামী নিঃশর্তে স্ত্রীকে তুলে দিলেন প্রেমিকের হাতে। প্রতিবেশী যুবকের সঙ্গে রাজমিস্ত্রির স্ত্রীয়ের পরকীয়া বিষয়টি জানাজানি হতেই ভরা সালিশি সভায় প্রতিবেশী যুবকের সঙ্গে নিজের স্ত্রী’র বিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন হরিশ্চন্দ্রপুরের পেশায় রাজমিস্ত্রি স্বামী। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার তুলসীহাটা গ্রামে। পেশায় কলমিস্ত্রি যুবক তাপস সিংহ ও ওই রাজমিস্ত্রি মতিলাল সিংহয়ের স্ত্রী স্বপ্না সিংহকে নিয়ে নতুন করে সংসার বেঁধেছেন।
Uttar 24 Parganas News : ঘরেই স্ত্রীকে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ, পিজি হাসপাতালের চিকিৎসকের কাণ্ডে চাঞ্চল্য

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় আট বছর আগে সিংহ ও মতিলাল সিংহের বিয়ে হয়েছিল প্রায় ৮ বছর আগে। ৮ বছর সংসার জীবন কাটানোর পর সেই স্ত্রী ভালোবাসার জালে জড়িয়ে পড়েন প্রতিবেশী গ্রামের এক কল মিস্ত্রির সঙ্গে। এরপর একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়ে কাউকে কিছু না জানিয়ে প্রেমিক তাপস সিংহের হাত ধরে পালিয়ে যান স্বপ্না সিংহ। মালদা থেকে সোজা দিল্লি। সেখানে এক মাস থাকার পর কয়েকদিন আগে নিজেদের বাড়িতে তাঁরা ফিরে আসেন। তারা পালানোর পর এলাকায় পরকীয়ার কথা জানাজানি হয়। তাই তারা ফিরতেই গ্রামে বসে সালিশি সভা। এরপর স্বামী মতিলাল সিংহ সালিশি সভায় দাঁড়িয়ে শনিবার রাতেই প্রেমিকের হাতেই স্ত্রী স্বপ্নাকে তুলে দিয়েছেন।
Rajasthan Love Story : আবার অঞ্জু-কাণ্ড! স্বামী-সন্তানকে ফেলে প্রেমিকের সঙ্গে বিদেশ চম্পট গৃহবধূ

স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, ওই মহিলার প্রথম পক্ষের স্বামী মতিলাল সিংহ পেশায় একজন রাজ মিস্ত্রী। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর থানার গৌরীপুর গ্রামে। প্রায় ৮ বছর আগে বিয়ে করে ছিলেন বিহারের আবাদপুর থানার লক্ষীটোলা গ্রামের বাসিন্দা স্বপ্না সিংহকে। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তান হয়। যার বর্তমান বয়স ৫ বছর। কিন্তু, বেশ কিছুদিন ধরে মতিলাল সিংহ লক্ষ্য করেন যে, তার স্ত্রী গোপনে কারও সঙ্গে ফোনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলছে, এরপর ফোনটি নিয়ে নেয় স্বামী। কিন্তু তাতেও তার স্ত্রীর ভালোবাসায় এতটুকু ভাটা পড়েনি। নানা বিষয়ে অশান্তি লেগেই থাকত তাদের মধ্যে। পরে মতিলাল সিংহ তার স্ত্রীর পরকীয়া সম্পর্কের কথা জানতে পারে। তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের প্রতিবেশী দুর্গাপুর গ্রামের বাসিন্দা কল মিস্ত্রী তাপস সিংহের প্রেমে পড়েছে স্বপ্না বলে জানতে পারেন তাঁর স্বামী।
Uttar 24 Parganas News : ‘প্রিয়তমা’ স্ত্রীকে গুলি, থানায় ফোন স্বামীর! নারায়ণপুরের ঘটনায় শোরগোল

এদিন মতিলাল সিংহ জানিয়েছেন, তার স্ত্রী স্বপ্না মাঝেমধ্যেই দিদির বাড়ি যাওয়ার নাম করে প্রেমিক তাপসের সঙ্গে হোটেল, রেস্টুরেন্ট ও পার্কে আড্ডা ঘুরে বেড়াত। বহুবার চেষ্টা করেও স্ত্রীকে দ্বিতীয় ভালোবাসা থেকে ফিরিয়ে আনতে পারেননি। অবশেষে সংসারের শান্তির কথা ভেবে ৮ বছরের সংসার জীবনের ভালোবাসা ভুলে নিজের স্ত্রীকে সালিশি সভায় তার প্রেমিকের হাতে তুলে দিয়েছেন। স্বামী মতিলাল সিংহ স্পষ্ট জানিয়েছেন, স্বপ্নাকে নিয়ে তিনি আর ঘর সংসার করতে চান না। তাদের বিয়েতে মতিলালের কোনও আপত্তি নেই। তবে সরকারিভাবে এখনই মতিলালকে ডিভোর্স দিতে রাজি হননি স্বপ্না।
Crime News : সেক্সে বাধা, প্রেমিকাকে স্ক্রু ড্রাইভার দিয়ে খুঁচিয়ে জখম প্রেমিকের!

আরও জানা গেছে, কল মিস্ত্রি তাপস সিংহও প্রায় ১৯ বছর আগে গ্রামের মেয়েকেই ভালোবেসে বিয়ে করেছিলেন। তার বাড়িতে রয়েছে স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে। তারমধ্যে আবারও তাপস সিংহ দ্বিতীয় বিয়ে করায় গ্রামের একাংশ বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। যদিও এ প্রসঙ্গে তাপস সিংহ এবং গৃহবধূ স্বপ্না সিংহ কোনও মন্তব্য করেননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *