Nadia News : জুয়ার ঠেক চলাকালীন ছাদ থেকে পড়ে মৃত্যু, নদিয়ার ঘটনায় রহস্য – a man died after suddenly falling from the roof during a gambling session in nadia


বেআইনি জুয়ার আসর চলাকালীন ছাদের উপর থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ১ ব্যক্তির। মৃত ব্যক্তির নাম কৃষ্ণপদ মণ্ডল। তাঁর বাড়ি নদিয়া জেলার হাঁসখালি থানার বগুলা হঠাৎপাড়া এলাকায়। অভিযোগ, রবিবার রাতে শাসক দলের স্থানীয় এক নেতা পিন্টু বিশ্বাস ওরফে কার্তিক নামে এক ব্যাক্তির বাড়ির ছাদে অবৈধভাবে জুয়ার আসর বসে। সেখানেই ছাদ থেকে নিচে পড়ে গিয়ে মৃত্যু হয় কৃষ্ণপদ মণ্ডলের। মৃত ব্যক্তি পেশায় একজন ইমারতি ব্যবসায়ী ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাটি জনাজানি হতেই সোমবার সকালে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে এই অভিযোগে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। পাশাপাশি অর্থের বিনিময়ে পুলিশের মদতে এলাকার একাধিক জায়গায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে জুয়ার ঠেক, মদের আসর চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন স্থানীয়রা।

Uttar 24 Pargana : প্রাক্তন প্রেমিকার বাড়ির পিছনে যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার! কারণ নিয়ে ধন্দে পুলিশ
এছাড়াও পিন্টু বিশ্বাস ওই এলাকার শাসকদলের নেতা তথা তৃণমূলের প্রাক্তন প্রধান ও বর্তমান অঞ্চল সভাপতি পলাশ বিশ্বাসের ঘনিষ্ঠ বলে খুনের অভিযোগ ঢাকা দেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রশাসন বলেও অভিযোগ স্থানীয়দের। এমনকি গ্রামবাসীদের বিস্ফোরক অভিযোগ খুন হয়ে যাওয়ার পর রক্তের চিহ্ন লোপাটের জন্যই পুলিশ প্রশাসন নিজে জল দিয়ে মুছে ফেলার চেষ্টা করেছে। মৃত ওই ইমারত ব্যবসায়ীর কাছ থেকে টাকা আদায় করার লক্ষ্যে তাঁকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

Uttar 24 Parganas News : ‘প্রিয়তমা’ স্ত্রীকে গুলি, থানায় ফোন স্বামীর! নারায়ণপুরের ঘটনায় শোরগোল
স্বামীকে খুন করা হয়েছে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই বলে দাবি করেন মৃত কৃষ্ণপদ মণ্ডলের স্ত্রী আরতি মণ্ডল। তিনি বলেন, ‘আমার স্বামীকে ওই তৃণমূল নেতা মাঝেমধ্যেই টাকা দেওয়ার কথা বলত। আমার স্বামী টাকা দিয়েছেনও তাঁকে। কিন্তু তারপর আরও বেশি বেশি টাকা চাইতে থাকে। উনি কোনও জুয়ার ঠেকের সঙ্গে জড়িত ছিলেন না। ওনাকে পরিকল্পনা করে ওই জায়গায় ডেকে নিয়ে গিয়ে ঠাণ্ডা মাথায় হত্যা করা হয়েছে। আমি এই খুনের বিচার চাই’।

Uttar 24 Parganas News : ঘরেই স্ত্রীকে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ, পিজি হাসপাতালের চিকিৎসকের কাণ্ডে চাঞ্চল্য
এই ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বগুলা নোনাগঞ্জ মোরে দীর্ঘক্ষন টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে আন্দোলনকারীরা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘পুলিশ আসল দোষী। পুলিশ এই হত্যা ধামাচাপা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে।

সেই কারণেই এই বিক্ষোভ’। তৃণমূলের অঞ্চল সভাপতি পলাশ বিশ্বাস এই বিষয়ে বলেন, ‘দুঃখজনক ঘটনা। তবে ওখানে সেই সময় জুয়ার ঠেক চলছিল যে সেই বিষয়ে নির্দিষ্ট প্রমাণ নেই। অনেক সময়েই অভিযোগ ওঠে। পুলিশ তদন্ত করে দেখবে’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *