হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহের শুরু দিন থেকেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বভাস রয়েছে। শনিবার অবধি বৃষ্টির ঝোড়ো ব্যাটিং চলার সম্ভাবনা রয়েছে। মৌসমী অক্ষরেখার অবস্থানের প্রভাবে এই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হতে পারে। মঙ্গলবার হলুদ সতর্কতা জারি করা হয়েছে বলে জানা গিয়েছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের মতো উপরের দিকের জেলাগুলিতে এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর ও মালদায় বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে, মঙ্গলবার থেকে তুমুল বৃষ্টির সাক্ষী থাকতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির মতো জেলাগুলি। এই জেলাগুলির অধিকাংশ এলাকাতে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে মালদা ও দুই দিনাজপুরেও। সেখানে হলুদ সতর্কতা জারি হয়েছে।
দক্ষিণবঙ্গেও কি ঝেঁপে বৃষ্টি?
উত্তরবঙ্গে তুমুল বৃষ্টির পূর্বভাস থাকলেও নিরাশ হতে হবে দক্ষিণবঙ্গকে। আলিপুর আবহাওয়া দফতের আপডেট অনুযায়ী সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। জানা গিয়েছে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাত হতে পারে বলেই জানা গিয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলি আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?
সোমবার কলকাতার (Kolkata Weather Update) আকাশ আংশিকভাবে মেঘলা থাকবে। হালকা থেতে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। অন্যদিকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯২ শতাংশ হওয়া বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। এখন কবে থেকে শহরে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ে, সেদিকে তাকিয়ে রয়েছে সবাই।