জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীর্ঘ টালবাহানর পর এশিয়া কাপের ভেন্য়ু (Asia Cup 2023) ও দিনক্ষণ চূড়ান্ত করেছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিল। এশিয়া কাপ শুরু ৩১ অগস্ট থেকে। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। চ্যাম্পিয়নশিপের ইতিহাসে এই প্রথমবার হাইব্রিড মডেলে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে টুর্নামেন্ট। ভারত, পাকিস্তান, শ্রীলংকা, বাংলাদেশ, আফগানিস্তান ও নেপাল অংশ নেবে এশিয়া কাপে। যুগ্মভাবে এশিয়ার সেরা হওয়ার লড়াই আয়োজন করবে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও এশিয়া কাপের মূল আয়োজক পাকিস্তান। পাকিস্তানে হবে চারটি ম্যাচ ও দ্বীপরাষ্ট্রে হবে ন’টি ম্যাচ। গ্রুপ পর্যায়ের ম্যাচের পর খেলা গড়াবে সুপার ফোরে। সেখান থেকে ফাইনালে দুই দল। বিশ্বকাপের কথা মাথায় রেখেই এবার এশিয়া কাপ পঞ্চাশ ওভারের ফরম্যাটে।
আরও পড়ুন: Shikhar Dhawan: ফেরার দরজা বন্ধ হল নক্ষত্র ওপেনারের! রোহিতকে পাশে বসিয়েই আগরকরের চরম রায়
দেখে নিন এশিয়া কাপের বিস্তারিত সূচি, জানুন খেলা দেখার সব রাস্তা
৩০ অগস্ট, পাকিস্তান বনাম নেপাল, মুলতান
৩১ অগস্ট, বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, পাল্লেকেলে
২ সেপ্টেম্বর, পাকিস্তান বনাম ভারত, পাল্লেকেলে
৩ সেপ্টেম্বর, বাংলাদেশ বনাম আফগানিস্তান, লাহোর
৪ সেপ্টেম্বর, ভারত বনাম নেপাল, পাল্লেকেলে
৫ সেপ্টেম্বর, শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, লাহোর
৬ সেপ্টেম্বর, সুপার ফোরের প্রথম ম্যাচ, এওয়ান বনাম বিটু, লাহোর
৯ সেপ্টেম্বর, সুপার ফোরের দ্বিতীয় ম্যাচ, বিওয়ান বনাম বিটু, কলম্বো
১০ সেপ্টেম্বর, সুপার ফোরের তৃতীয় ম্যাচ, এওয়ান বনাম এটু, কলম্বো
১২ সেপ্টেম্বর, সুপার ফোরের চতুর্থ ম্যাচ, এটু বনাম বিওয়ান, কলম্বো
১৪ সেপ্টেম্বর, সুপার ফোরের পঞ্চম ম্যাচ, এওয়ান বনাম বিওয়ান কলম্বো
১৫ সেপ্টেম্বর, সুপার ফোরের ষষ্ঠ ম্যাচ, এটু বনাম বিটু, কলম্বো
১৭ সেপ্টেম্বর, মেগা ফাইনাল, কলম্বো
মুলতানে খেলা হবে মুলতান ক্রিকেট স্টেডিয়ামে
পাল্লেকেলে খেলা হবে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে
লাহোরে খেলা হবে গদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে
কলম্বোতে খেলা হবে আর প্রেমাদাসা স্টেডিয়ামে
গ্রুপ পর্যায়ে ভারতের ম্যাচ দুপুর একটা থেকে শুরু। টিভিতে Star Sports ও অনলাইনে Disney+Hotstar -এ স্ট্রিম করে দেখা যাবে ম্যাচগুলি।
ভারতের এশিয়া কাপের দল: রোহিত শর্মা , শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিশান, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি , মহম্মদ সিরাজ , কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণা। স্ট্যান্ড-বাইতে রয়েছেন সঞ্জু স্যামসন।
আরও পড়ুন: India Asia Cup 2023 Squad: দুই মহারত্নের প্রত্যাবর্তনেই কাপযুদ্ধের আগুনে স্কোয়াড ভারতের