যাদবপুরের পর বিশ্বভারতীতে ‘ব়্যাগিং’! ৩ পড়ুয়ার বিরুদ্ধে পদক্ষেপ কর্তৃপক্ষের


যাদবপুরের পর এবার বিশ্বভারতী। ব়্যাগিংয়ের অভিযোগ উঠলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে। অভিযোগ পেয়েই তিন ছাত্রের বিরুদ্ধে তড়িঘড়ি সক্রিয় হয়েছে কর্তৃপক্ষ। এই ঘটনা ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতীতে। যদিও ঘটনায় এখনও পর্যন্ত থাানায় লিখিত কোনও অভিযোগ দায়ের হয়নি। এমনকী ঘটনা প্রসঙ্গে কোনওরকম মুখ খুলতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও।

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, তিন ছাত্রের বিরুদ্ধে এক ছাত্রকে ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে। অভিযুক্ত ৩ ছাত্রের নাম শুভজ্যোতি সরকার, অঙ্কিত কুমার ও মণিশ কুমার। তাদের বিরুদ্ধে হস্টেলে থাকা অপর এক ছাত্রকে ব়্যাগিংয়ের অভিযোগ উঠেছে। ঘটনায় বিশ্বভারতী কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান ওই ছাত্রের অভিভাবক। একইসঙ্গে অভিযোগ জানান হয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনেও। অভিযোগের প্রেক্ষিতে তৎপর হন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। অভিযুক্ত দুই ছাত্রকে নিয়ে যাওয়া হয় বিশ্বভারতীর সেন্ট্রাল অফিসে। অভিযোগের ভিত্তিতেই বিশ্বভারতী ওই তিন ছাত্রের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করতে পারে বলেও সূত্রের খবর।

Jadavpur University News : ‘কলকাতা ছাড়া উচিত হয়নি…’, যাদবপুরকাণ্ডে নাম জড়ানো নিয়ে মুখ খুললেন ‘আলু’
এখানেই শেষ নয়, এই ঘটনার পরই অন্যান্য হস্টেলগুলিও পরিদর্শন করে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আর কোথাও কোনও ব়্যাগিয়ের ঘটনা ঘটেছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে কর্তৃপক্ষের তরফে। আর এই ঘটনা ঘিরেই চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্বভারতীতে। তবে ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি শান্তিনিকেতন থানায়। পাশাপাশি ঘটনায় সরকারিভাবেও এখনও কোনওরমক মুখ খোলেনি কর্তৃপক্ষ।

এদিকে যাদবপুরের ঘটনাতেও সামনে এসেছে বড়সড় আপডেট। যাদবপুরকাণ্ড এখনও পর্যন্ত প্রাক্তনী ও বর্তমান পড়ুয়া মিলিয়ে মোট ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তদন্তে উঠে আসছে আরও অনেকের নাম। তাদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়া অরিত্র মজুমদার ওরফে ‘আলু’কে নিয়ে প্রথম থেকেই চর্চা তুঙ্গে। বিশেষত ঘটনার পর তাঁর ‘গায়েব’ হয়ে যাওয়া নিয়ে আরও বেশি করে দানা বাঁধতে থাকে রহস্য। কেউ কেউ দাবি করেন ‘আলু’ পলাতক। কারও আবার দাবি, শাসকদলের প্রভাবশালী নেতার মদতে ভিনরাজ্যে গা ঢাকা দিয়েছে সে। অবশেষে প্রকাশ্যে সেই ছাত্র। ফেসবুকে এক লম্বা পোস্ট করে ‘আত্মপক্ষ সমর্থন’ করেছে অরিত্র। একইসঙ্গে তার বিরুদ্ধে ওঠা একের পর এক অভিযোগকে কার্যত ‘ভিত্তিহীন’ বলেই দাবি করেছে সে।

Visva Bharati University : ‘বাঙালিরা ভণ্ড’, দুর্গাপুজো নিয়েও কটূক্তি! বিশ্বভারতীর র‌্যাগিং-বিবৃতি নিয়ে নিন্দার ঝড়
ফেসবুক পোস্টে ওই ছাত্রের দাবি, ঘটনার দিন ও তার আগেও বেশকিছুদিন সে হস্টেলে যায়নি। মাঝের এই সময়টায় সে তার পূর্ব নির্ধারিত ট্রেকে গিয়েছেল বলেই দাবি অরিত্রর। নিজের বক্তব্যের সপক্ষে প্রমাণ পত্রও তুলে ধরেছে সে। এমনকী গোটা বিষয়ে আইনি লড়াইয়ের হুঁশিয়ারিও দিয়েছে অরিত্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *