Jadavpur University News: ‘ক্যাম্পাসে ধূমপান বা মদ্যপান সমর্থন করি না’, বিবৃতি যাদবপুরের ইঞ্জিনিয়ারিং ছাত্র সংসদের – jadavpur university student union fetsu issues declaration opposing smoking drinking in campus


JU Ragging Case: যাদবপুরের বাংলা অনার্সের প্রথম বর্ষের পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে যেন খুলে গিয়েছে প্যান্ডোরার বক্স। র‌্যাগিংয়ের মতো গুরুতর অভিযোগ, দেশের প্রথম সারির পাঁচতারা বিশ্ববিদ্যালয়ের উজ্জ্বল সার্টিফিকেটে ফেলেছে কলঙ্কের ছায়া। প্রথম বর্ষের ছাত্রের মর্মান্তিক পরিণতিতে তোলপাড় গোটা রাজ্যে। পড়ুয়ার মৃত্যুতে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে বৈঠকে বসেন যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংগঠন ‘ফেটসু’। বৈঠকের পর একগুচ্ছ সিদ্ধান্ত নিয়ে বিবৃতি জারি করেছে যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদ।
JU Ragging Case: সিসিটিভি নিয়ে সিদ্ধান্ত অমীমাংসিত, র‌্যাগিং রুখতে একগুচ্ছ পদক্ষেপ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের

স্পষ্ট ভাষায় সেই বিবৃতিতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধূমপান, মদ্যপান, মাদক সেবন কোনওভাবেই সমর্থনযোগ্য নয়। কোনও ছাত্র বিশ্ববিদ্যালয় চত্বরে মদ্যপান, ধূমপান বা অন্যান্য মাদক সেবন করতে গিয়ে ধরা পড়লে ইউনিয়ন কোনওভাবে তাঁকে আড়াল করবে না। এই হুঁশিয়ারিরও পরও কেউ যদি এমন কাজ করে তা তাঁর নিজের দায়িত্ব, বিষয়টি কোনওভাবেই সমর্থনযোগ্য নয় বলে জানিয়েছে ফেটসু (FETSU)।
Jadavpur University News : র‌্যাগিং ছাড়াও আর‌ এক কারণ? যাদবপুরে ছাত্র মৃত্যু ঘিরে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে

সাত দফা বক্তব্যের মধ্যে বিবৃতিতে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর দ্রুত ও স্বচ্ছ তদন্তের দাবি তোলা হয়েছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ফেটসু। ক্যাম্পাসকে র‌্যাগিং মুক্ত করতে ফেটসু সমস্ত পক্ষের কাছে শীঘ্র বৈঠকের আর্জি জানিয়েছে। বিভাগীয় নবীনবরণ-সহ বিভিন্ন অনুষ্ঠানে নবাগত পড়ুয়াদের র‌্যাগিংয়ের মুখে পড়তে হয় বলে যে অভিযোগ উঠেছে, তা যাদবপুরের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংগঠন কোনওভাবে সমর্থন করে না তা বিবৃতিতেও তাঁরা জানিয়েছে। এছাড়া ফেটসু-এর বিবৃতিতে সোশ্যাল মিডিয়ায় পদত্যাগের কথা বলা ছাত্রনেতাদের সঙ্গে সমস্ত যোগসূত্র ছিন্ন করার কথা বলা হয়েছে।
Jadavpur University Ragging Case : ‘ক্যাম্পাসে নেশা করা আমার অধিকার’! যাদবপুরের পড়ুয়ার মন্তব্যে নিন্দার ঝড়

ক্যাম্পাসে লাগামছাড়া মদ্যপান ও মাদক সেবন ও ধূমপান নিয়ে সমালোচনার মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সোশ্যাল মিডিয়ায় পড়ুয়াদের একাধিক ভাইরাল ভিডিয়ো ঘিরে ওঠে প্রশ্ন। সেই বিতর্ক এড়াতেই বিবৃতিতে কড়া ভাষায় ক্যাম্পাসে ধূমপান, মদ্যপান ও মাদক সেবনের বিরোধিতা করা হয়েছে। প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে হস্টেলে র‌্যাগিংয়ের পাশাপাশি সিনিয়রদের বিরুদ্ধে মদ-গাঁজার আসর বসানোরও অভিযোগ ওঠে।
Ragging In Jadavpur University : যাদবপুরের ছাত্র মানেই কি খারাপ? ‘দাগিয়ে’ দেওয়া নিয়েও উঠছে প্রশ্ন

অন্যদিকে, যাদবপুরে প্রথম বর্ষের পড়ুয়া মৃত্যুতে উঠে এসেছিল আলু বলে এক সিনিয়রের নাম। জানা যায়, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গবেষণারত পড়ুয়া অরিত্র মজুমদারই আবাসিকদের কাছে ‘আলু’ বলে পরিচিত। FETSU-র প্রভাবশালী ছাত্রনেতা বলে জনপ্রিয় সে। বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র সংসদ ‘ফেরার’ বলে দাবি করে বিরোধী রাজনৈতিক দলগুলি। মঙ্গলবার সকালে দেখা মেলে তাঁর। সন্ধেতেই তাঁর ভূমিকা ছাত্র মৃত্যুতে খতিয়ে দেখতে ডেকে পাঠাল যাদবপুর থানা। কাশ্মীরে ট্রেকিং করে শহরের ফেরার দাবি করলেও ঘটনার দিন হস্টেল রেজিস্ট্রারে তাঁর সই মিলেছে বলে খবর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *