Kuntal Ghosh : কুন্তলের চিঠি মামলায় যৌথ তদন্তের নির্দেশ – alipore court orders joint investigation by kolkata police and cbi on this letter of kuntal ghosh



এই সময়: নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জোর করে তাঁকে দিয়ে বলানোর জন্য ইডির তরফে চাপ দেওয়া হচ্ছে বলে কলকাতা পুলিশ ও আলিপুর আদালতে চিঠি দিয়ে অভিযোগ করেছিলেন জেলবন্দি কুন্তল ঘোষ। এনিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল ইডি। তার প্রেক্ষিতে কেন্দ্রীয় এজেন্সিকে তদন্ত এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেককে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।

Supreme Court: পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুপ্রিম কোর্টে রাজ্যের আর্জি খারিজ, CBI-ED তদন্তে সন্তুষ্ট আদালত
এনিয়ে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিস্তর আইনি যুদ্ধ চলেছে। এবার কুন্তল ঘোষের এই চিঠি নিয়ে কলকাতা পুলিশ ও সিবিআইকে যৌথ তদন্তের নির্দেশ দিল আলিপুর আদালত। সোমবার ধৃত কুন্তলকে আদালতে হাজির করা হয়। সওয়াল-জবাব শেষে কুন্তলের চিঠি প্রসঙ্গে যে নির্দেশ আদালত দিয়েছে তাতে বলা হয়েছে, ইডির দুই অফিসার এবং সিবিআইয়ের একজন অফিসারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

Justice Abhijit Ganguly : প্রাথমিকে নিয়োগ নিয়ে বড় নির্দেশ! বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায় খারিজ ডিভিশন বেঞ্চের
এই অভিযোগ তদন্ত করে দেখবেন সিবিআইয়ের একজন জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার অফিসার এবং কলকাতা পুলিশের জয়েন্ট সিপি (ক্রাইম)। তাঁরা তদন্তের পর একটি রিপোর্ট আদালতে জমা করবেন। এই তদন্ত হবে একজন কোনও ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে। এই তদন্তের প্রয়োজনে কুন্তল ও তাঁর স্ত্রীর অভিযোগগুলি শোনার ব্যাপারেও আদালত নির্দেশ দিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *