Road Accident : ফিরল বেহালার স্মৃতি! ফের সড়ক দুর্ঘটনায় আহত বেশ কিছু পড়ুয়া – nimpith sarada ashram vidya bhavan for girls primary 4 students injured in road accident


বেহালায় পুলকার দুর্ঘটনার রেস কাটতে না কাটতে এবার নিমপীঠে পথ দুর্ঘটনার শিকার হল কয়েকজন স্কুল ছাত্রী। মঙ্গলবার নিমপীঠে একটি পথ দুর্ঘটনায় আহত হয়ে চারজন স্কুল ছাত্রী ভর্তি হাসপাতালে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে নিমপীঠ সারদা আশ্রম বিদ্যাভবন ফর গালর্সের প্রাথমিক বিভাগের ছুটির পরে স্কুল গাড়ি (মোটর ভ্যান) ১৫ থেকে ২০ জন প্রাথমিক বিভাগের ছাত্রীদের বাড়িতে নিয়ে যাচ্ছিল।

যাওয়ার পথে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রম মোড়ে অন্য একটি মোটর ভ্যান স্কুলের ছাত্রীদের নিয়ে যাওয়ার মোটর ভ্যানে সজোরে ধাক্কা মারে। আর এই ঘটনায় আহত হন বেশ কয়েকজন শিশু পড়ুয়া। স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে নিমপীঠ রামকৃষ্ণ গ্রামীন হাসপাতালে ভর্তি করায়। সেখানে প্রাথমিক চিকিৎসা করার পর কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়।

New Town Accident Today : ‘বারবার ফোন আসছিল…!’ কানে মোবাইল, ডিভাইডারে পুলকার তুললেন চালক
বর্তমানে দুজন শিশু ভর্তি আছে এখানে। ভর্তি থাকা দুজন শিশু হল জুলাইকা পাইক (১২) ও রোহানা শেখ (৬)। দুজনেরই বাড়ি বকুলতলা থানার সাহাজাদাপুর পঞ্চায়েতের হানারবাটি এলাকায়। গুরুতর আহত দুজনকে বারুইপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত দুজন হল মুসাটিকা সরদার (৭)। বাড়ি বকুলতলা থানার পশ্চিম রঘুনাথপুর ও সারুমা লস্কর (৫), বাড়ি বকুলতলা থানার হানারবাটি বাড়ি এলাকায়। গুরুতর আহতদের বর্তমানে চিকিৎসা চলছে বারুইপুর মহকুমা হাসপাতালে।

Student Missing : ২৪ ঘণ্টা পরও খোঁজ নেই স্কুল ফেরা নাবালিকার, থানার দ্বারস্থ পরিবার
ঘটনার খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ মোটর ভ্যান দুটিকে আটক করেছে এবং মোটর ভ্যান চালককেও আটক করেছে। আর এই ঘটনায় স্কুল ছাত্রীদের নিরাপত্তার ঘাটতি আবার সামনে এসে গেল। সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ।

এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ধাক্কা মারা মোটর ভ্যানটি যথেষ্ট জোরে আসছিল। এসেই নিয়ন্ত্রণ না রাখতে পেরে ওই ছাত্রীদের ভ্যানে ধাক্কা মারে। আর এর ফলে ভিতর থেকে কিছু ছাত্রী বাইরে পড়ে যায়। যার ফলে তাঁদের গুরুতর আঘাত লাগে। আমরা সঙ্গে সঙ্গে সবাইকে উদ্ধার করি, আর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। খবর পেয়ে পরে পুলিশ আসে।’

Siliguri Student Murder Case: স্কুল ইউনিফর্ম পরা ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে শোরগোল শিলিগুড়িতে, বন্ধুদের জিজ্ঞাসাবাদ
ওই গাড়িতে থাকা এক স্কুল ছাত্রী বলে, ‘আমরা রোজ এই ভ্যানে করেই যাতায়াত করি। কোনোদিন কোনও দুর্ঘটনা হয়নি। এরই প্রথম এরকম ঘটনা ঘটল।’ এই ঘটনার পরেই আতঙ্কে ভুগতে শুরু করেছেন ছাত্রীদের অভিভাবকরা। কোন মাধ্যমে স্কুলে পাঠাতে বাচ্চারা নিরাপদে থাকবে, সেটাই ভাবছেন সকলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *