Saree In Cheap Rate: পুজোর আগেই নামমাত্র দামে দারুণ শাড়ি, শুরু মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ‘বাংলার শাড়ি’ – mamata banerjee will inaugurate saree store named banglar sari where everything will be available in cheap rate


Bengal Saree Store: বাংলার শাড়িপ্রেমীদের জন্য সুখবর। পুজোর আগেই মাত্র ৩০০ টাকায় মিলবে উৎকৃষ্ট মানের শাড়ি। ‘উৎকর্ষ বাংলা’ পর্যালোচনা বৈঠকে সস্তায় রাজ্যে তৈরি শাড়ি বিক্রির যে প্রকল্পের পরিকল্পনার কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, পুজোর আগেই খুলছে সেই ‘বাংলার শাড়ি’-এর আউটলেট।

বাংলার প্রতিটি ব্লকে সস্তায় এই সরকারি শাড়ির দোকান খোলার কথা থাকলেও পুজোর আগে আপাতত দুটি জায়গায় খুলছে ‘বাংলার শাড়ি’র বিপণি। বুধবার বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ থেকে ‘বাংলার শাড়ি’র দুই স্টোরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, ‘বাংলার শাড়ি’র প্রথম দুই দোকানের একটি খুলছে ঢাকুরিয়া দক্ষিণাপণে এবং অপরটি খুলছে নিউ দিঘায়। পুজোর আগেই সেখানে মিলবে বাংলার বিভিন্ন জেলায় তৈরি হওয়া দারুণ সব শাড়ি।
Saree : পুজোয় দুঃস্থরাও পাবেন নতুন জামা, ‘দুয়ারে শাড়ি’ কর্মসূচির আয়োজন রাজ্যের মন্ত্রীর

পুজো মার্কেটকে ধরার উদ্দেশেই খুলছে এই স্টোর। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা মতো রাজ্যের ৩৬৫টি ব্লকে ‘বাংলার শাড়ি’-এর আউটলেট । চাইলে নেওয়া যাবে ফ্র্যাঞ্চাইজিও। তাঁত, ধনেখালি বালুচরি, মসলিন থেকে ঢাকাই, বাংলার সমস্ত বিখ্যাত শাড়িই এই স্টোরে মিলবে ন্যূনতম দামে। মাত্র ৩০০ টাকা থেকে শুরু হবে শাড়ির দাম। মিলবে সর্বোচ্চ ১১ হাজার টাকার শাড়ি।
Durga Puja 2023: দুর্গাপুজোর আগে পুরোহিতদেরও ভাতা বৃদ্ধি, মঙ্গলে দিদির মুখে সুখবর শুনতে মুখিয়ে ক্লাব কর্তারা

শুধু শাড়িই নয়, বাংলার তাঁতিদের তৈরি কাপড় দিয়ে বানানো ডিজাইনার সালোয়ার, কুর্তি, শার্ট-প্যান্টও মিলবে ‘বাংলার শাড়ি’ স্টোরে। পুজোর সস্তায় শপিংয়ে ঢুঁ মারতে পারেন দক্ষিণাপণ কিংবা দিঘায়। জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে এখানে সারা রাজ্যের মানুষ অবসর কাটাতে আসেন। কেনাকাটায় তাদের উৎসাহ যোগাবে বাংলার শাড়ি-এর অসাধারণ কালেকশন । সরকারি পরিকাঠামোয় তৈরি এক্সক্লুসিভ শাড়ি মিলবে এখানে। সরকারি ভর্তুকির কারণে কম দামেই উৎকৃষ্ট মানের জিনিস মিলবে।
Kolkata Trending News : কালীঘাট পটচিত্র বঙ্গের শাড়িতে বর্ণালীর হাত ধরে

এই প্রকল্প ঘোষণার সময়ই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, ‘বিশ্ববাংলার শাড়ির দাম একটু বেশি। বাংলার শাড়ি আউটলেটে দাম সাধ্যের মধ্যে রাখতে হবে। এই স্টোরে সর্বনিম্ন ৩০০ টাকা থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত শাড়ি পাওয়া যাবে। বিশ্ব বাংলায় যেমন একলাখ টাকারও শাড়ি পাওয়া যায়। সেখানে সবাই কিনতে পারে না। কিন্তু, এখানে ৩০০ টাকায় অনেক ভালো শাড়ি ও সালোয়ার রাখা হবে। এখানকার জেনারেশন পাতলা ও হালকা শাড়ি ও জিনিস পছন্দ করে। ভারি জিনিস পছন্দ করে না। প্যাটার্ন বদলানো হোক।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *