Student Missing : ২৪ ঘণ্টা পরও খোঁজ নেই স্কুল ফেরা নাবালিকার, থানার দ্বারস্থ পরিবার – suri five class girl student missing way home from school


স্কুল থেকে বাড়ি ফেরার পথেই নিখোঁজ হয়ে গেল পঞ্চম শ্রেণির এক ছাত্রী। আর ২৪ ঘণ্টা পেরোলেও এখনও মিলল না কোনও সন্ধান। এই ঘটনার তদন্তে নেমেছে সিউড়ি থানার পুলিশ। সিউড়ির মিউনিসিপ্যালিটি গার্লস হাই স্কুল থেকে নিখোঁজ হয়েছে পঞ্চম শ্রেণির ওই ছাত্রী। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার অভিযোগ দায়ের হয়েছে সিউড়ি থানায়।

ইতিমধ্যেই এলাকার CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। জানা গিয়েছে, সিউড়ি ভট্টাচার্যপাড়ার বাসিন্দা ওই ছাত্রী। সে সিউড়ির মিউনিসিপাল গার্লস হাই স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল ১০ টা নাগাদ মেয়েটি স্কুল যায়।

Siliguri News Today : যৌন নির্যাতনে বাধা দিতেই হত্যা? শিলিগুড়িতে স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার যুবক
এরপর দুপুর তিনটে পনেরো নাগাদ তাঁর স্কুল থেকে ছুটি হয়। কিন্তু তারপর সে বাড়ি ফেরেনি। তাতেই চিন্তার ভাঁজ পড়েছে পরিজনদের কপালে। পরিবারের লোকজন জানান, ওইদিন বিকেলে তাঁরা খবর পান যে মেয়েকে পাওয়া যাচ্ছে না। এরপরেই তাঁরা খোঁজাখুজি শুরু করেন। ঘটনার প্রেক্ষিতে তাঁরা সিউড়ি থানার দ্বারস্থ হন।

পুলিশও খবর পাওয়া মাত্র তড়িঘড়ি তদন্ত শুরু করে। এই নিয়ে নিখোঁজ ছাত্রীর মা বলেন, ‘আমি কাউকে দোষ দিচ্ছি না। আমি কেবল মেয়েকে ফিরে পেতে চাই।’
তাঁর সংযোজন, ‘দু একদিন আগে বলছিল যে একবার বাড়ির রাস্তা ভুল করেছিল। এবার কি হয়েছে কিছুই বুঝতে পারছি না।’

Hooghly Love Story: ‘ভালোবেসে ছিলাম…’, ১৫ বছরের ‘প্রেমিকা’কে অপহরণে অভিযুক্ত বিবাহিত প্রেমিক, তারপর…
স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বলেন, ‘ওঁদের ছুটি হয় তিনটে পনেরোতে। গতকালও সেই সময় ওই ছাত্রী স্কুল থেকে বেরিয়েছে। আমরা খবর পাওয়া মাত্র স্কুল ক্যাম্পাস খুঁজে দেখি৷ কিন্তু ওঁকে পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে। আমরাও চাই মেয়েটি দ্রুত বাড়ি ফিরে আসুক।’

একজন নাবালিকা একা একা কোথায় যেতে পারে, সেই নিয়েই সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। এর নেপথ্যে অন্ন কোনও কারণ বা অপহরণের গল্প আছে কিনা, সেই বিষয়েই খোঁজখবর করতে শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, ২০২২ সালের সেপ্টেম্বর মাসে শান্তিনিকেতন থানার মোলডাঙ্গা গ্রামে পাঁচ বছরের বাচ্চা শিবম ঠাকুরকে অপহরণ করে খুন করা হয় বলে অভিযোগ ওঠে।

Siliguri Student Murder Case: স্কুল ইউনিফর্ম পরা ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে শোরগোল শিলিগুড়িতে, বন্ধুদের জিজ্ঞাসাবাদ
মোলডাঙা গ্রামের বাসিন্দা পাঁচ বছরের শিবম রায় বিস্কুট কিনতে গিয়ে বাড়ির কাছেই মুদির দোকানে গিয়েছিল। তার পর থেকে নিখোঁজ হয়েছিল বাচ্চা ছেলেটি।
থানায় অভিযোগও দায়ের হয়েছিল। ২ দিন ধরে পরিবারের লোক এবং পুলিশ তন্নতন্ন করে খুঁজেছিল তাকে। কিন্তু খোঁজ পাওয়া যায়নি শিবমের। ২ দিন পরে শিবমদের প্রতিবেশী রুবি বিবির বাড়ির ছাদ থেকে বাচ্চাটির দেহ উদ্ধার হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *