Bankura News : পরিচালন বোর্ড পরিবর্তনের দাবি, স্বনির্ভর গোষ্ঠীর অফিসে ঘরে তালা মেরে বিক্ষোভ মহিলাদের – women protesting lock down the offices of self help groups in bishnupur demanding change of the old management board


স্বনির্ভর গোষ্ঠীর সংঘের পরিচালন বোর্ড পরিবর্তনের দাবিতে বিষ্ণুপুরের অযোধ্যায় সংঘের রুমে তালা বন্ধ করে বিক্ষোভ দেখানো হল। অভিযোগ উঠেছে, সংঘের বর্তমান পরিচালকদের একাংশ সরকারি প্রকল্পের অর্থ নয়ছয় করছেন। তাই সদস্যরা বোর্ড পরিবর্তনের দাবিতে এদিন তালা দিয়ে বিক্ষোভ দেখান। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই প্রসঙ্গে ডিআরডিসি-র বাঁকুড়া জেলা আধিকারিক পার্থ ভৌমিক বলেন, ‘অযোধ্যায় সংঘে তালা দেওয়া নিয়ে আমার কাছে কোনও খবর নেই।

Midnapore News : বোর্ড গঠনের পরেও গড়িমসি! গ্রাম পঞ্চায়েতের গেটে ঝুলল তালা
খোঁজ নিয়ে দেখা হবে’। অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের প্রধান মানস গঙ্গোপাধ্যায় বলেন, ‘শুক্রবার উপসংঘের নেত্রীরা আমার কাছে এই বিষয়ে লিখিত আবেদন জানিয়েছেন। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করা হবে’। স্থানীয় বিশ্বকর্মা উপসংঘের নেত্রী পল্লবি মুখোপাধ্যায় বলেন, ‘স্কুল ড্রেস থেকে শুরু করে ধান কেনা সহ সরকারি নানা প্রকল্প বিষয়ে উপসংঘের নেত্রীদেরকে জানানো হচ্ছে না।

India Post Recruitment: মাধ্যমিক পাশেই ভারতীয় ডাক বিভাগে চাকরি! 30 হাজারের বেশি পদে আবেদনের আজই শেষ দিন
বিভিন্ন খাতে সরকারের পক্ষ থেকে প্রচুর পরিমান টাকা আসে। তার হিসাবও আমাদের দেখানো হচ্ছে না। তাই আমরা চাই ভোটের মাধ্যমে নতুন পরিচালন বোর্ড ঠিক করা হোক’। অগ্নিবীনা উপসংঘের নেত্রী শিল্পী গঙ্গোপাধ্যায় বলেন, ‘অযোধ্যা স্বনির্ভর গোষ্ঠীর সংঘে দুর্নীতির বিষয়ে পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক ও জেলা স্তরে লিখিত আবেদন জানানো হয়েছে।

Jadavpur University Case : এত মারামারি কি ফোকাস ঘোরাতে?
কিন্তু আজ পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। তাই এদিন আমরা তালা দিয়েছি’। এই প্রসঙ্গে অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের সংঘের নেত্রী চায়না কর্মকার বলেন, ‘দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আর সমবায়ের নিয়ম অনুযায়ী নির্বাচনের মাধ্যমে বোর্ড ঠিক করা হয়। এবং তা জেলা প্রশাসনের নির্দেশে নিয়ম অনুযায়ী হয়। ২০১৬ সালের পর তা বন্ধ রয়েছে। তা সত্বেও কিছু উপসংঘের নেত্রী উদ্দেশ্য প্রণোদিত ভাবে সংঘের রুমে তালা দিয়েছেন। প্রশাসনকে তা জানানো হয়েছে’।

WB Police Recruitment 2023: রাজ্য পুলিশে দারুণ কাজের সুযোগ, কোন পদে কী যোগ্যতা প্রয়োজন? জানুন খুঁটিনাটি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিটি গ্রামপঞ্চায়েতের মতো অযোধ্যাতেও স্বনির্ভর গোষ্ঠীদের জন্য একটি সংঘ রয়েছে। তাতে একটি পরিচালন বোর্ড রয়েছে। ২০১২ সাল থেকে ওই বোর্ড চলছে। বোর্ডে ১২ জন সদস্য রয়েছেন। বুথ স্তরে উপসংঘের নেত্রীদের মধ্যে থেকে সংঘের পরিচালন বোর্ড গঠন হয়। সংঘের মাধ্যমে স্কুল ড্রেস, সহায়ক মূল্যে ধান কেনা সহ অন্যান্য সরকারি প্রকল্প চালানো হয়। অভিযোগ, পরিচালন বোর্ডের কয়েকজন সদস্য সংঘে একনায়কতন্ত্র কায়েম করে সরকারি প্রকল্পের টাকা নয়ছয় করছেন।

Bidhannagar Municipal Corporation : ৩ দিন বন্ধ থাকতে চলেছে শহরের এই মেন মার্কেট! জানুন কারণ
তাই তাঁদেরকে পরিবর্তন করে অন্য নেত্রীদেরকে সংঘ পরিচালনার দায়িত্ব নেওয়ার আর্জি জানিয়ে বেশ কয়েকজন উপসংঘের নেত্রী বিক্ষোভ দেখান। এর আগে তাঁরা একই অভিযোগে সংঘের রুমে তালা দিয়েছিলেন। এদিন আবারও তাঁরা তালা দিয়ে বিক্ষোভ দেখান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *