Chandrayaan 3 Landing News: ‘চুরি যেতে পারে ইসরোর চন্দ্রযান-৩-এর কীর্তি’, আশঙ্কা প্রকাশ ফিরহাদের – firhad hakim take a dig on prime minister narendra modi when commenting on chandrayaan 3 mission


গোটা বিশ্বে ইতিহাস তৈরির দুয়ারে দাঁড়িয়ে চন্দ্রযান ৩। সাফল্য শুধু নয়, ল্যান্ডার বিক্রম চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রপৃষ্ঠ স্পর্শ করলেই সৃষ্টি হবে নজির। ISRO-এর দীর্ঘ দিনের গবেষণা ও পরিশ্রমের ফসল চন্দ্রযান ৩। চাঁদের দক্ষিণ মেরু যেখানে এখনও পর্যন্ত পৌঁছতে পারেনি পৃথিবীর কোন দেশই, সেখানেই মাইল ফলক বসাতে চলেছে ভারতবর্ষ। সেই ক্ষণের অপেক্ষায় রয়েছে গোটা দেশবাসী। চলছে ইসরোর সাফল্য কামনা। ইসরোকে শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে তাঁদের সাফল্য চুরি যাওয়ার আশঙ্কা করছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর আবেদন, ‘কেউ যেন বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম ও গবেষণার কৃতিত্ব আবার কেড়ে না নেন।’
Chandrayaan-3 Narendra Modi : উৎক্ষেপণেও ছিলেন না থাকবেন না অবতরণেও! চন্দ্রযান ৩-এর সাফল্যের সময় বিদেশে মোদী

ইতিহাস গড়ার সন্ধিক্ষণে ভারত। গর্বিত ভারতবাসী হিসেবে দেশের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো ও তাঁর বিজ্ঞানী গবেষকদের সাফল্য কামনা করেন তৃণমূল বিধায়ক-মন্ত্রীও। একইসঙ্গে নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ ফিরহাদের। হাওড়ার এক অনুষ্ঠানে এসে চন্দ্রযান ৩ নিয়ে তিনি বলেন, ‘ভারতের গৌরব আমাদের সকলের গৌরব। ইসরোর বিজ্ঞানীদের কঠোর পরিশ্রম ও সাফল্যের জন্য অভিনন্দন। তাদের ধন্যবাদ। আমাদের সকলের গৌরব। বিজ্ঞানী ও গবেষকদের গৌরব। সেই গৌরব যেন একা কেউ কেড়ে না নেয়।’
Chandrayaan 3 Latest Update: ‘…যেন থাকে দুধে ভাতে’, চন্দ্রযান ৩ মিশনের অন্তিম মুহূর্তে সাফল্য কামনায় যজ্ঞ কোচবিহারে

কেন এই গৌরব চুরির আশঙ্কা? সেই প্রসঙ্গে বলতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘কারণ একজন আছেন, যিনি সবসময় সব কিছুতে নিজের কথাই টানেন। একজন মহাকাশ বিজ্ঞানী বা একটা সায়েন্স প্রজেক্ট পাঁচবছর বা দশ বছরেই তৈরি হয় না বা চাঁদে যায় না। এর জন্য দীর্ঘদিনের গবেষণা পরিকল্পনা, এর জন্য ২০ বছর ধরে বিভিন্ন জায়গায় গবেষণার পর এটা তৈরি। সবাই শুধু সেই সময়ে প্রচার করে নিলাম আর বলে দিলাম এটা আমি করেছি। এটা ঠিক নয়।’ চন্দ্রযান-৩ মিশনেও মোদীকে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূল নেতা।
Chandrayaan-3 Landing Time : কত পথ হলাম যে পার! ল্যান্ডিংয়ের ১০ ঘণ্টা আগে চাঁদ থেকে কত দূরে চন্দ্রযান-৩?

বুধবার সন্ধ্যাবেলা ভারতীয় সময় ৬ টা বেজে ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে পা রাখার কথা রয়েছে চন্দ্রযান-৩-এর। সবকিছু ঠিকঠাক থাকলেই নির্ধারিত সময়ের মধ্যেই চন্দ্রপৃষ্ঠে পা রাখবে ল্যান্ডার বিক্রম তাহলেই ইতিহাস গড়বে ভারত। এই সোনালি বিরল মুহূর্তের সাক্ষী হবে গোটা পৃথিবী। উল্লেখ্য, জোহানেসবার্গ থেকেই ভার্চুয়ালি ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে ভারতের চন্দ্রযান-৩-এর চন্দ্রপৃষ্ঠ স্পর্শের সাক্ষী থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। চন্দ্রযান-২ এর অভিযানের সময় ইসরোর হেড কোর্য়াটারেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *