Durga Puja 2023 : উত্তর-দক্ষিণ ২ বঙ্গের ঠাসা বরাত, নন্দকুমারের গৌরাঙ্গের হাতের জাদুতে সেজে উঠবে একাধিক মণ্ডপ – gauranga quilya of east midnapore has been working to present multi themed pavilions ahead of durga puja 2023


বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসবের বাকি হাতে গোনা কয়েকটা দিন। উত্তর থেকে দক্ষিণবঙ্গে থিমের মণ্ডপ উপহার দিতে রাত দিন এক করে চলছে কাজ। উত্তর থেকে দক্ষিণবঙ্গে সুন্দর সুন্দর থিমের মণ্ডপ উপহার দিতে রাত দিন এক করে কাজ করে চলেছেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্যার কর্মচারীরা। বাংলার বিভিন্ন প্রান্তে প্রায় ১০ টি ওয়ার্কশপ মণ্ডপ তৈরির কাজ চলছে। ২০০০ সালে রাষ্ট্রপতি এ পি জে আব্দুল কালামের হাত থেকে মণ্ডপ সজ্জার জন্য রাষ্ট্রপতি পুরস্কার পান পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার ব্যবত্তাহাট এলাকার বাসিন্দা গৌরাঙ্গ কুইল্যা। বাংলার বিভিন্ন প্রান্তে তাঁর তৈরি মণ্ডপ মানুষের মন কাড়ে।

Kali Puja in Barasat : কেদারের পর এবার বদ্রী! দুর্গাপুজোর আগেই বারাসতে শুরু কালীপুজোর আয়োজন
এই বছর তিনি মোট ১০ টি থিমের মণ্ডপের অর্ডার পেয়েছেন। যার মধ্যে কলকাতার ত্রিধারা, সুরুচি সংঘ যেমন আছে তেমনি উত্তরবঙ্গের ফালাকাটা ও শিলিগুড়িতেও থাকছে থিমের মণ্ডপ। বাংলার অন্যতম পটচিত্র মণ্ডপে ফুটিয়ে তোলার জন্য কলকাতা আর্ট কলেজের পড়ুয়ারা কাজের সঙ্গে যুক্ত হয়েছেন। বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি সহ পূর্ব মেদিনীপুর জেলার শিল্পী ও কর্মীদের নিয়ে শেষ মুহুর্তের কাজ চলছে জোর কদমে। কাজের সঙ্গে প্রায় ২৫০ জন ছেলে মেয়ে যুক্ত রয়েছেন। এই কাজের সঙ্গে যুক্ত থেকে এলাকার ছেলে মেয়েরা মাসে প্রায় ১২ থেকে ১৫ হাজার টাকা উপার্জন করে চলেছে বলে জানা গিয়েছে।

Durga Puja 2023 : শ্রীরামপুরে বৃন্দাবনের মন্দির, ১১০ বছরের প্রাচীন পুজোয় এবার ফাটাফাটি মণ্ডপ
তাদের তৈরি মণ্ডপ দেখতে যখন লাখ লাখ মানুষ ভিড় জমান তখন শিল্পী থেকে কর্মীদের ভীষণ ভালো লাগে বলে জানাচ্ছেন তাঁরা। এই বিষয়ে গৌরাঙ্গ কুইল্যা বলেন, ‘পুজোর আসতে আর বেশি দেরি নেই। জোর কদমে চলছে কাজ। এবার আমাদের হাতে প্রায় ১০ টি মণ্ডপের কাজ চলছে। আরও কিছু আবেদন এসেছিল। কিন্তু সময়ের অভাবে ও কর্মীর অভাবে সেগুলি করা যায়নি’। এক সময় পুজো প্যান্ডেল মানে ছিল বাঁশ ও রঙিন কাপড়ের তৈরি। ধীরে ধীরে সেই বাঁশের সঙ্গে যুক্ত হয়েছে থার্মোকল, চট, প্লাস্টিক, কাঠ, পাট প্লাস্টার অফ প্যারিস, সিমেন্ট আরও কত রকমারি সামগ্রী।

Durga Puja 2023 : ‘সবিনয়ে ফিরিয়ে দিলাম’, ৭০ হাজার অনুদান নিল না কলকাতার নামী পুজো কমিটি
কলকাতার হেভিওয়েট পুজো প্যান্ডেলগুলির পাশাপাশি, ছোটখাটো প্যান্ডেলেও থাকে থিমের নয়া চমক৷ যত দিন যাচ্ছে বেড়ে চলেছে খুঁটি পুজোর চাকচিক্য। আগের পুজো প্যান্ডেলের উদ্বোধনে দেখা যেত তারকা বা রাজনৈতিক ব্যক্তিত্বদের। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে খুঁটি পুজোর দিন থেকে বিভিন্ন তাবড় পুজো প্যান্ডেলগুলিতে বসে আমন্ত্রিত তারকাদের হাট। আর সেই কারণেই এবারও পুজো আসার অপেক্ষায় উদগ্রীব আট থেকে আশি সকলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *