Jadavpur Univeristy Student Death : ক্যাম্পাসে কবে CCTV? ধোঁয়াশা বজায় রেখে উপাচার্যের জবাব, ‘UGC যা বলেছে…’ – jadavpur university vice chancellor buddhadeb shau says cctv camera will be installed


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পডু়য়ামৃত্যুর ঘটনার পর ক্যাম্পাসের নিরাপত্তা ও কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। UGC-র গাইডলাইন থাকা সত্ত্বেও কেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি থাকবে না, সেই নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে একাধিক প্রশ্নের উত্তর দিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ। যদিও ক্যাম্পাসে সিসিটিভি বসানো নিয়ে কোনও সদুত্তর দেননি বিশ্ববিদ্যালের উপাচার্য।

চাপের মুখে সিসিটিভি বিরোধিতা করে অবস্থানে নামা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ পূর্বের অবস্থান থেকে খানিক নরম হয়েছেন। সেই প্রসঙ্গে বুদ্ধদেবকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘সবসময়ই গণতান্ত্রিক সিদ্ধান্ত নিতে হয়। ইউজিসিক গাইডলাইনে যা বলা রয়েছে তা তো মানতেই হবে। কিন্তু এক্সিকিউটিভ কাউন্সিলেরও মতামত নেওয়া হবে। শীঘ্রই ইসির বৈঠক ডাকা হবে। বিভিন্ন বিষয় দেখে দ্রুত ইসির বৈঠক ডাকা হবে।’

Jadavpur University News : ক্যাম্পাসে কেন নেই CCTV? পুলিশের প্রশ্নে চাঞ্চল্যকর দাবি ডিন অব স্টুডেন্টসের
সদ্য দায়িত্বপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য ‘হিউম্যান সারভেলেয়েন্স’ বা নজরদারি পক্ষেও সওয়াল করছেন বুদ্ধদেব। তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, সিসিটিভি ছাড়াও দৈহিকভাবে নজরদারি চালাতে হবে। এমন অনেক জায়াগা রয়েছে যেখানে সিসিটিভি লাগিয়েও কোনও লাভ হবে না। সেই জায়গায় নজরদারি চালাতে হবে। যেখানে সিসিটিভি প্রয়োজন, সেখানে তা লাগাতে হবে। আমরা নিরাপত্তা বিশেষজ্ঞদের মতামত নেব। আগেও পরিকল্পনা হয়েছিল বলে শুনেছিলাম। সেই কাগজপত্র দেখে সিদ্ধান্ত নিতে হবে। হস্টেলের মেইন গেট ও বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যাম্পাসের মেইন গেটে বসানো হবে। বিশ্ববিদ্যালয়েরও একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে।’

Jadavpur University News Update : যাদবপুরকাণ্ড থেকে শিক্ষা! নিরাপত্তা সুনিশ্চিত করতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ‘কঠোর’ পদক্ষেপ
যাদবপুরের পড়ুয়ামৃত্যুর ঘটনায় উঠেছে এসে র‌্যাগিং তত্ত্ব। মৃত পড়ুয়াকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের একাধিক দাবি সামনে এসেছে। পুলিশি তদন্তেও সেই তথ্য উঠে এসেছে। মঙ্গলবার এই ঘটনায় ধৃতদের আদালতে পেশ করে র‌্যাগিংয়ের ধারা যুক্ত করার আবেদন করেন বিশেষ সরকারি আইনজীবী। উল্লেখ্য, পড়ুয়ামৃত্যুর ঘটনায় প্রাক্তনী ও বর্তমান ছাত্র মিলিয়ে এখনও অবধি ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।

Jadavpur University News : ‘যাদবপুরকে বাঁচাতে হবে…’, মুখ খুললেন ‘হোক কলরব’ খ্যাত প্রতিবাদী মুখ গীতশ্রী
উল্লেখ্য, মঙ্গলবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়েন বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক অরিত্র মজুমদার ওরফে আলু। দীর্ঘসময় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে এদিন তাঁকে ডেকে পাঠায় বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি। সেখানে অরিত্রকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে অরিত্র বলেন, ‘দোষীদের শাস্তি চাই। তদন্ত চলছে, তাই আমি বাইরে এই নিয়ে কিছু বলব না।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *