Kavi Subhash To Ruby Metro : রুবি থেকে নিউ গড়িয়া পৌঁছে যাবেন আরও সহজে! সর্বোচ্চ গতিতে সফল ট্রায়াল রান মেট্রোর – kavi subhash to ruby metro station trial run done in new garia airport metro corridor


তৎপরতার সঙ্গে চলছে মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ। আজ বুধবার সম্পন্ন হল কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি এলাকা) মেট্রো স্টেশনের মধ্যে ট্রায়াল রান। এই সম্পর্কে কর্তৃপক্ষের তরফে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রায়াল রানে উপস্থিত ছিলেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। গোটা বিষয়টি নিজে দাঁড়িয়ে থেকে দেখেন তিনি। ট্রায়াল রানের পর সন্তোষ প্রকাশ করতে দেখা যায় মেট্রোর জেনারেল ম্যানেজারকে।

এদিনের ট্রায়াল রানে ফেরার সময় হেমন্ত মুখোপাধ্যায় থেকে যাত্রা শুরু হয় ১টা ২৪ মিনিটে। ট্রেনটি কবি সুভাষ স্টেশনে পৌঁছায় ১টা ৩২ মিনিটে। এই সময় মেট্রোর গতি ছিল ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে। অর্থাৎ মাত্র ৮ মিনিটেই হেমন্ত মুখপাধ্যায় থেকে কবি সুভাষ পৌঁছে যায় মেট্রোটি। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই লাইনে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ছুটতে পারবে মেট্রো রেল।

Kolkata Metro : কলকাতা মেট্রোয় অভিনব সিস্টেম, আর কখনওই উলটোদিকে খুলবে না দরজা
এদিনের ট্রায়াল রানে পি উদয় কুমার রেড্ডির পাশাপাশি উপস্থিত ছিলেন মেট্রোর অন্যান্য বিভাগীয় প্রধান এবং রেল বিকাশ নিগম লিমিটেডের ঊর্ধ্বতন কর্তারা। মেট্রোর জেনারেল ম্যানেজার এদিন বিভিন্ন স্টেশনে যাত্রী পরিষেবার ব্যবস্থা এবং ব্লু লাইন ও অরেঞ্জ লাইনের মধ্যে যাত্রী সংযোগের বিষয়টিও পরিদর্শন করে দেখেন। ট্রায়াল রানে সন্তোষ প্রকাশ করেছেন তিনি। অন্যদিকে এদিন মেট্রোর উত্তর-দক্ষিণ শাখার পার্কস্ট্রিট থেকে কবি সুভাষ পর্যন্তও যাতায়াত করেন উদয় কুমার রেড্ডি। যাত্রাকালে সাধারণ যাত্রীদের সঙ্গে কথাও বলেন তিনি।

Kolkata Airport Metro : বিমানবন্দর থেকে কবে চালু মেট্রো? দিনক্ষণ ঘোষণা জেনারেল ম্যানেজারের
এর আগে মঙ্গলবার কবি সুভাষ থেকে জয় হিন্দ (বিমানবন্দর) স্টেশন পর্যন্ত অরেঞ্জ লাইনের সম্পূর্ণ কাজ পরিদর্শন করেন পি উদয় কুমার রেড্ডি। তিনি আশাপ্রকাশ করেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত পৌঁছান সম্ভব হবে। তারপর আগামী বছরের জুন মাসের মধ্যে সেক্টর ফাইভের আইটি পার্ক পর্যন্ত এগিয়ে যেতে পারে কাজ। সেখানেই মিলিত হচ্ছে ইস্ট-ওয়েস্ট ও এয়ারপোর্ট লাইন। তারপর ডিসেম্বরের মধ্যে মেট্রোর কাজ সিটি সেন্টার টু পর্যন্ত এগিয়ে যাবে বলে আশাপ্রকাশ করেন তিনি। আর ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে এয়ারপোর্ট পর্যন্ত এগিয়ে যাবে মেট্রো।

Kolkata Metro : ব্যাটারিতেও মেট্রো ছোটানোর প্রক্রিয়া চলছে জোরকদমে, সিস্টেম পরিদর্শনের পর সন্তুষ্ট জিএম
অন্যদিকে কবি সুভাষ থেকে দমদম হয়ে বিমানবন্দর পর্যন্ত লাইনটি আগামী বছরের ডিসেম্বরের মধ্যে হয়ে যাবে বলেও আশাপ্রকাশ করে মেট্রোরেল কর্তৃপক্ষ। গোটা প্রকল্পটি সম্পন্ন করতে সমস্ত পক্ষের সহযোগিতার আবেদন জানিয়েছেন পি উদয় কুমার রেড্ডি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *