এদিন কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত পরিদর্শন করেন উদয়কুমার রেড্ডি। কলকাতা মেট্রোরেলের বিভিন্ন বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক এবং একই সঙ্গে এই লাইন নির্মাণের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) কর্তাদের নিয়ে লাইন পরিদর্শনে বার হন তিনি।
ইতিমধ্যেই অরেঞ্জ লাইনের যে স্টেশনগুলোর নির্মাণ পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, সেগুলোর পাশাপাশি ইএম বাইপাস বরাবর যেখানে মেট্রোর কাজ চলছে, সেই সব জায়গাও পরিদর্শন করেন তিনি। এর মধ্যে রয়েছে টেগোর পার্কের পিয়ার ১৫৬ ও ১৫৭ এবং পিয়ার ২৮৮ ও ২৮৯। এছাড়াও মেট্রোপলিটন ক্রসিংয়ের কাছে যেখানে ২৮৬ ও ২৮৭ নম্বর পিয়ার তৈরির জায়গা চিহ্নিত করা হয়েছে, সেই জায়গাও তিনি ঘুরে দেখেন। চিংড়িঘাটার কাছে যেখানে ৩১১ নম্বর পিয়ারটি তৈরির করা হবে, সেই জায়গাও পরিদর্শন করেন তিনি।
শহরের বিভিন্ন প্রান্তে মেট্রোর যে প্রকল্পগুলো চলছে, তার প্রতিটা জায়গাতেই মেট্রোরেল কর্তৃপক্ষ প্রয়োজনে রাজ্য সরকারের সাহায্য পেয়েছে। কোথাও জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা, কোথাও উপযুক্ত মাপের চেয়ে ছোট জমি পাওয়ার পর নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ, আবার কোথাও বা দুষ্কৃতীদের উপদ্রবে নির্মাণে বাধা – যে কোনও সমস্যাতেই রাজ্য প্রশাসন মেট্রোর পাশে থেকেছে বলে উল্লেখ করে রাজ্য প্রশাসনকে ধন্যবাদ দিয়েছেন কলকাতা মেট্রোর জিএম।