Kolkata Metro : কবি সুভাষ থেকে বেলেঘাটা অরেঞ্জ লাইন চালু ডিসেম্বরেই, দাবি মেট্রোর জিএমের – the orange line from kabi subhash to beleghata is about to open for the public said the general manager of metro rail


এই সময়: শহরের বিভিন্ন প্রান্তে কলকাতা মেট্রোর একাধিক প্রকল্পে কাজ যে গতিতে এগোচ্ছে, তাতে আগামী তিন বছরের মধ্যেই কলকাতার পরিবহণ মানচিত্রে ঢালাও বদল আসতে চলেছে–মঙ্গলবার কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন পরিদর্শন করতে গিয়ে এমনই ঘোষণা করলেন মেট্রোরেলের জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি। তিনি বলেন, ‘এ বছর ডিসেম্বরেই অরেঞ্জ লাইনের কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে।’ এর ছ’মাসের মধ্যে এই লাইনের সল্টলেক সেক্টর-ফাইভ পর্যন্ত অংশে ট্রেন চালানো সম্ভব হবে। অরেঞ্জ লাইনকে সিটি সেন্টার-টু পর্যন্ত সম্প্রসারিত করার ডেডলাইন ২০২৬-এর জুনে রাখা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

Kolkata Airport Metro : বিমানবন্দর থেকে কবে চালু মেট্রো? দিনক্ষণ ঘোষণা জেনারেল ম্যানেজারের
এদিন কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের শুরু থেকে শেষ পর্যন্ত পরিদর্শন করেন উদয়কুমার রেড্ডি। কলকাতা মেট্রোরেলের বিভিন্ন বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক এবং একই সঙ্গে এই লাইন নির্মাণের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের (আরভিএনএল) কর্তাদের নিয়ে লাইন পরিদর্শনে বার হন তিনি।

Kolkata Metro : মেট্রোর কাজের জন্য ইএম বাইপাসে শুরু ট্রাফিক ডাইভারশান, কতদিন চলবে?
ইতিমধ্যেই অরেঞ্জ লাইনের যে স্টেশনগুলোর নির্মাণ পুরোপুরি শেষ হয়ে গিয়েছে, সেগুলোর পাশাপাশি ইএম বাইপাস বরাবর যেখানে মেট্রোর কাজ চলছে, সেই সব জায়গাও পরিদর্শন করেন তিনি। এর মধ্যে রয়েছে টেগোর পার্কের পিয়ার ১৫৬ ও ১৫৭ এবং পিয়ার ২৮৮ ও ২৮৯। এছাড়াও মেট্রোপলিটন ক্রসিংয়ের কাছে যেখানে ২৮৬ ও ২৮৭ নম্বর পিয়ার তৈরির জায়গা চিহ্নিত করা হয়েছে, সেই জায়গাও তিনি ঘুরে দেখেন। চিংড়িঘাটার কাছে যেখানে ৩১১ নম্বর পিয়ারটি তৈরির করা হবে, সেই জায়গাও পরিদর্শন করেন তিনি।

Kolkata Metro : ব্যাটারিতেও মেট্রো ছোটানোর প্রক্রিয়া চলছে জোরকদমে, সিস্টেম পরিদর্শনের পর সন্তুষ্ট জিএম
শহরের বিভিন্ন প্রান্তে মেট্রোর যে প্রকল্পগুলো চলছে, তার প্রতিটা জায়গাতেই মেট্রোরেল কর্তৃপক্ষ প্রয়োজনে রাজ্য সরকারের সাহায্য পেয়েছে। কোথাও জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা, কোথাও উপযুক্ত মাপের চেয়ে ছোট জমি পাওয়ার পর নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি বরাদ্দ, আবার কোথাও বা দুষ্কৃতীদের উপদ্রবে নির্মাণে বাধা – যে কোনও সমস্যাতেই রাজ্য প্রশাসন মেট্রোর পাশে থেকেছে বলে উল্লেখ করে রাজ্য প্রশাসনকে ধন্যবাদ দিয়েছেন কলকাতা মেট্রোর জিএম।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *