Purba Medinipur News : ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়েই ফোন সুইচড অফ! পরে উদ্ধার হল তৃণমূল নেতার দেহ – dead body of a trinamool leader is recovered from mahishadal


নিখোঁজ তৃণমূল নেতার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল মহিষাদলের চাঁপিতে। বুধবার সকালে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার চাঁপি গ্রামে রহস্যজনক ভাবে মৃত্যু হয়েছে এক যুবকের। মৃত যুবকের নাম শেখ আহমেদ (৩৬)। তাঁর দেহটি গ্রামেরই একটি বাড়ির পিছনে পড়ে ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। খবর পেয়ে মহিষাদল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে আসে । মৃত যুবক স্থানীয় লক্ষ্যা ২ অঞ্চলে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য। তাঁর স্ত্রীও সদ্য বিদায়ী পঞ্চায়েতের সদস্যা ছিলেন। তবে ঠিক কি কারণে ওই যুবকের মৃত্যু তা নিয়েই রহস্য দানা বেঁধেছে।

Cooch Behar News : বিয়ে ঠিক প্রেমিকার, ‘শেষ দেখা’-য় গিয়ে মর্মান্তিক পরিণতি! রাজীবের মৃত্যুতে তোলপাড়
মহিষাদল থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহটিকে ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্তে নেমে মৃত যুবকের এক সঙ্গী শেখ রকিবুলকে আটক করে আনা হয়েছে। তবে ঠিক কোন কারণে মৃত্যু তা ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। মৃতের পরিবারে তাঁর বাবা, মা, স্ত্রী ও ৩ সন্তান বর্তমান। ঘটনার খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার। কী ভাবে এমন ঘটনা তা নিয়ে তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। স্থানীয় বাসিন্দা বিজয় কুমার মণ্ডল জানান, ‘যে বাড়ির পিছনে মৃত দেহটি উদ্ধার হয়েছে সেখানে আমার বৃদ্ধ বাবা ও মা থাকেন।

Bankura News Today : নৃশংস! বউমার গলার নলি কেটে দেহ গোবর গ্যাসের ট্যাঙ্কে ফেলল শ্বশুর-শাশুড়ি
আজ সকালে মা ও বাবা বাড়ির পিছনে গিয়ে ওই যুবককে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে আমরা ছুটে আসি’। তিনি বলেন, ‘মৃত যুবকের বাইকটি রাস্তার পাশে অস্বাভাবিক ভাবে পড়ে ছিল। বাইকে রক্তের সামান্য ছিটেও লেগে ছিল। কিন্তু বাইকের থেকে কিভাবে অতটা দূরে আমার বাড়ির পিছনে ওই যুবক পৌঁছল তা নিয়েই সন্দেহ ছড়াচ্ছে।

Bankura News : শ্বশুর বাড়িতে ডেকে জামাইকে খুনের অভিযোগ! চাঞ্চল্য বাঁকুড়ায়
কী ভাবে এই ঘটনা তার প্রকৃত তদন্তের দাবি জানাচ্ছি’। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলে তদন্ত চালানোর সময় জানা যায় স্থানীয় যুবক শেখ রকিবুল গতকাল রাত প্রায় ১২টা পর্যন্ত আহমেদের সঙ্গে কাটিয়েছিল। কিন্তু তারপর কী ভাবে এই মৃত্যু তা জানা নেই বলে রকিবুলের দাবি। এরপরেই পুলিশ রকিবুলকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে। মৃতের স্ত্রী মানোয়ারা বিবি বলেন, ‘গতকাল বিকেল ৪টে নাগাদ বাড়ি থেকে নগদ প্রায় ৫০ হাজার টাকা নিয়ে বেরিয়েছিল আহমেদ।

Uttar 24 Parganas News : ঘরেই স্ত্রীকে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ, পিজি হাসপাতালের চিকিৎসকের কাণ্ডে চাঞ্চল্য
মহিষাদলের একটি দোকানে রাখা সোনার গহনা ছাড়ানোর উদ্দেশ্যে এই টাকা নিয়ে যায় সে। এরপর রাতে জানিয়েছিল দোকান থেকে গহনাগুলি বুধবার দেওয়া হবে। রাত সাড়ে ১১টা পর্যন্ত ফোনে যোগাযোগ হলেও তারপর থেকে আহমেদের ফোন সুইচ অফ হয়ে যায়’। এদিন মৃতদেহ উদ্ধারের সময় আহমেদের পকেটে টাকা বা সোনার গয়না কিছুই ছিল না বলে খবর। মৃতের মুখে গাঁজলা দেখে পুলিশের প্রাথমিক অনুমান অতিরিক্ত নেশার কারণেও এমনটা হতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *