Shyamnagar News Today : শ্যামনগরে ভাঙল রেলগেট, ধীরে চলছে ট্রেন! কল্যাণী এক্সপ্রেস ওয়েতে পৌঁছতেও ভোগান্তি – level crossing rail gate breakdown near shyamnagar station in sealdah main line


বেপরোয়া বাইকের ধাক্কায় রেলগেট ভেঙে বিপত্তি। ঘটনাটি ঘটেছে শিয়ালদা-নৈহাটি লাইনের শ্যামনগর স্টেশন সংলগ্ন ২৩ নম্বর রেলগেটে। ঘটনার জেরে ভেঙে যায় রেলগেটটি। ফলে ওই লেভেল ক্রসিংয় দিয়ে বন্ধ হয়ে যায় যান চলাচল। অসুবিধায় পড়েন সাধারণ মানুষ। এদিকে এই ঘটনার জেরে ওই এলাকায় ধীরে চলছে ট্রেনও।

জানা গিয়েছে, নৈহাটি-শিয়ালদা লাইনের শ্যামনগর স্টেশন সংলগ্ন এলাকাতেই রয়েছে ২৩ নম্বর রেলগেটটি। অভিযোগ, সেই রেলগেটেই ধাক্কা মারে বেপরোয়া গতির একটি বাইক। যার জেরে ভেঙে যায় ওই রেলগেটটি। দ্রুত খবরটি ছড়িয়ে পড়ে এলাকায়। খবর যায় রেল কর্তৃপক্ষের কাছেও। যে কোনওরকম দুর্ঘটনা এড়াতে ওই রেলগেট দিয়ে বন্ধ রাখা রয়েছে লাইন পারাপার। ফলে ৮৫ নম্বর রুট থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে পৌঁছতেও হচ্ছে সমস্যা। যার জেরে হয়রানির মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষকে। এদিকে রেলগেট ভেঙে যাওয়ায়, ওই জায়গা গিয়ে ট্রেন চলাচলও হচ্ছে ধীর গতিতে।

এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, ‘এ আর নতুন কী! এই নিয়ে বোধ হয় ১০-১২ বার হল। বারবার আমরা এটা নিয়ে বলেছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তাদের টনক নড়েনি, আগামীতে আরও দেখতে হবে। তাঁর আরও অভিযোগ, ‘ছোট জায়গা, অতিরিক্তি যানজট, মানুষের ভোগান্তিত, রেল কর্তৃপক্ষ নড়েচড়ে না বসলে আগামীদিনে আরও হবে।’

বিস্তারিত আসছে…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *