Student Death : স্কুল ছাত্রীকে খুনের ঘটনার প্রতিবাদ মিছিল, উত্তেজনা শিলিগুড়িতে – school girl murder case protest rally in siliguri


স্কুল ছাত্রীকে খুনের ঘটনায় শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ ঘিরে ঘটল ঝামেলার ঘটনা। এদিকে বৃহস্পতিবার শিলিগুড়ি শহরে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। সোমবার বিকেলে মাটিগাড়া থানা এলাকার খাপরাইল মোড়ের কাছে একাদশ শ্রেণীর এক স্কুল ছাত্রীর দেহ উদ্ধার হয়। সেই ঘটনায় একজনকে গ্রেফতারও করা হয়েছে।

এদিকে ঘটনার প্রতিবাদে শহরের বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল ঘিরে অশান্তির ঘটনা ঘটছে। বুধবার শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকা থেকে একটি মিছিল বের করা হয়। বিশ্ব হিন্দু পরিষদের তরফে এই মিছিল বের করা হয়েছিল। মিছিলটি দার্জিলিং মোড় থেকে মাল্লাগুড়ি, জংশন হয়ে মহাত্মা গান্ধী মোড়ে পৌছায়।

Siliguri News Today : যৌন নির্যাতনে বাধা দিতেই হত্যা? শিলিগুড়িতে স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার যুবক
সেখানে মিছিল শেষ হয়ে যায়। কিন্তু ফের মিছিল সেবক রোডের দিকে যাওয়া শুরু করে। সেসময় পুলিশ আটকাতেই ঝামেলা শুরু হয়ে যায়। শেষে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এমনকি পুলিশকে লক্ষ্য করে এদিন ঢিলও ছোড়া হয়েছে বলে অভিযোগ। বেশ কয়েকজন নেতা কর্মীকে আটক করে শিলিগুড়ি থানার পুলিশ।

অন্যদিকে গতকাল রাতে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর করা হয়। মাটিগাড়ার লেনিন কলোনিতে অভিযুক্ত যুবকের বাড়িতে ভাঙচুর করে কিছু যুবক। আগুন লাগানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে মাটিগাড়া থানার বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌছায়। সেখানে বুধবারও বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে।

Hooghly Love Story: ‘ভালোবেসে ছিলাম…’, ১৫ বছরের ‘প্রেমিকা’কে অপহরণে অভিযুক্ত বিবাহিত প্রেমিক, তারপর…
অন্যদিকে ছাত্রীকে খুনের ঘটনায় আগামীকাল ১২ ঘণ্টার শহর বনধের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের উত্তরবঙ্গের সম্পাদক লক্ষণ বনসল বলেন, ‘আগামীকাল শহরে সকাল সাড়ে ৬ টা থেকে ১২ ঘণ্টার বনধের ডাক দেওয়া হয়েছে। সমস্ত স্কুল কলেজ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে বনধ করার কথা বলা হবে।’

বৃহস্পতিবার সকালে ফের বিশ্ব হিন্দু পরিষদের তরফে একটি মৌন মিছিল বের করা হবে বলে জানা গিয়েছে। তিনি আরও বলেন, ‘এই খুনের ব্যাপারে পুলিশ উদাসীন। সঠিকভাবে তদন্ত হচ্ছে না। শুধু একজনকে গ্রেফতার করেই তদন্তে ইতি টানার চেষ্টা চলছে। যা আমরা সফল হতে দেব না। এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

Siliguri Student Murder Case: স্কুল ইউনিফর্ম পরা ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে শোরগোল শিলিগুড়িতে, বন্ধুদের জিজ্ঞাসাবাদ
প্রসঙ্গত সোমবার বিকেলে একাদশ শ্রেণীর এক ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টা করা হয় বলে অভিযোগ। বাধা পেতেই ওই ছাত্রীকে মাথা থেতলে খুন করে এক যুবক, এমনই অভিযোগ উঠেছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *