Uttar 24 Pargana : রুট নিয়ে গোলমাল! টোটো-অটো চালকদের অশান্তির জেরে স্তব্ধ শ্যামনগর! – passengers suffer due to trouble of toto auto drivers at shyamnagar chowrangi in uttar 24 pargana


রাজ্যে এখন জায়গায় জায়গায় চলছে অটো ও টোটো। আর এই দুই যানবাহনের মালিক তথা চালকদের মধ্যে রুট নিয়ে সমস্যার জেরে রীতিমতো নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। এমনই সমস্যা দেখা গেল বুধবার উত্তর ২৪ পরগনা জেলার শ্যামনগর চৌরঙ্গী মোড়ে। কাকিনাড়া ভাটপাড়া থেকে টোটো চালকরা তাদের নির্দিষ্ট রুট ছেড়ে দিয়ে শ্যামনগর চৌরঙ্গী কালীবাড়ি মোড় থেকে যাত্রী নিয়ে পিন কল ইছাপুর বোলতা এমনকি ব্যারাকপুর পর্যন্ত চলে আসছে বলে অভিযোগ উঠেছে। যার জেরে নির্দিষ্ট রুটে চলা অটো চালকরা যাত্রী পাচ্ছেন না বলে জানিয়েছেন।

Siliguri Bus Stand : পুজোর আগেই নয়া বাসস্ট্যান্ড পেতে পারে শিলিগুড়ি, বেসরকারি বাস চলবে?
এছাড়াও তাদেরকে নির্দিষ্ট সময়ে ঘোষপাড়া রোডের পিন কল থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত যেতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। ভিতরের গলি দিয়ে ঘুরে অটো নিয়ে যেতে হচ্ছে যে কারণে স্থানীয় বাসিন্দারা আপত্তি জানাচ্ছেন। এই দুই সমস্যা নিয়ে বুধবার সকাল ১১টা নাগাদ পথ অবরোধ করেন অটো চালক ও মালিকরা। ঘোষপাড়া রোড চৌরঙ্গী কালীবাড়ী মোড়ে অটো চালকরা প্রায় ৩০ মিনিটেরও বেশি অবরোধ করেন। বেশ কিছুক্ষণ এই অবরোধ চলার পর নোয়াপাড়া থানার পুলিশ এসে অবরোধ ছাড়িয়ে দেয় এবং অটো চালকদের নোয়াপাড়া থানায় দেখা করতে বলা হয়।

Dakshin 24 Pargana : সেতু ভেঙে খালে যাত্রীবাহী টোটো! কুলপিতে ভয়ঙ্কর ঘটনা
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অটো চালকরা এই বিষয়ে নিজেদের আপত্তির কথা জানান। এই রুটের এক অটো চালক বলেন, ‘যেদিন থেকে এখানে টোটোর দাপাদাপি শুরু হয়েছে, সেদিন থেকে আমাদের নাজেহাল অবস্থা। ঠিকঠাক যাত্রী পাওয়া যাচ্ছে না। সব যাত্রী ওরাই আগে এসে তুলে নিচ্ছে। কম টাকাতে নিয়ে যাচ্ছে তাই যাত্রীরাও টোটোতে গন্তব্যে চলে যাচ্ছেন। এছাড়াও আমাদের ঘোষপাড়া রোডের পিন কল থেকে চৌরঙ্গী মোড় পর্যন্ত যেতে দিচ্ছে না এই টোটো চালকরা।

Rapido : ₹10 টাকা পিকআপ চার্জ, কমবে কমিশন! ইনকাম বাড়তে চলেছে র‌্যাপিডো ক্যাপ্টেনদের
ফলে গলি দিয়ে অটো নিয়ে যেতে গিয়ে ভিতরের বাসিন্দাদের সঙ্গে বচসা বাঁধছে’। যদিও এক টোটো চালক সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। বলেন, ‘আমরা কোনও যাত্রীকে জোর করে গাড়িতে তুলি না। যদি কেউ স্বেচ্ছায় টোটোতে যেতে চান তাহলে আমরা তো তাঁদের নামিয়ে দিতে পারিনা।

Salt Lake Bus Route : হারানো বাসরুট ফিরে আসুক, চায় সল্টলেক
আর তাড়াতাড়ি যাওয়ার জন্য গলির ভিতর দিয়ে অটোগুলি নিজেরাই যায়। আমরা যেতে বলিনি’। এদিকে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মাঝে মধ্যে অটো টোটোর এই ঝামেলার কারণে এখানে যানবাহন বন্ধ থাকে। আর আমাদের ঝক্কি পোহাতে হয়। এর একটা সুরাহা করুক প্রশাসন’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *