‘ব্যবহার করেছে, কোনও সুবিধা দেয়নি’, TMC পঞ্চায়েত সদস্যের সামনেই ঝাঁঝিয়ে উঠলেন গ্রামবাসী


Bhangar-এ তৃণমূলের অঞ্চল প্রধানের সামনেই ঝাঁঝিয়ে উঠলেন গ্রামবাসী। কোনও পরিষেবা পায়নি কেউ, উলটে তাঁদের ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনায় অস্বস্তিতে শাসক দলের সদস্যরা। গ্রামবাসীদের দাবি মেটানো হবে বলে পরে ব্যাখ্যা অঞ্চল প্রধানের।

Bhangar News : কলকাতা পুলিশের আওতায় ঢুকে গেল ভাঙড়, কোন থানায় কত ফোর্স?
‘পার্টির লোকজন শুধু ব্যবহার করেছে কোন সুবিধা আজ পর্যন্ত কেউ দেয়নি’ দাবি সেই গ্রামবাসীর। ভাঙড়ের ভগবানপুর অঞ্চলের সাতুলিয়া গ্রামের মর্জিনা খাতুনের সরাসরি অভিযোগ অঞ্চল প্রধানের কাছে। ভগবানপুর অঞ্চল প্রধান মারুফা বিবির স্বামী খইরুল ইসলামের কাছে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান ওই মহিলা।

Bhangar News : ভাঙড়ে কমছে না অশান্তি! বাড়ানো হল আরাবুল ইসলামের নিরাপত্তা
ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার নির্দেশে ভাঙড়ের ভগবানপুর অঞ্চলে ‘চলো গ্রাম যাই’ কর্মসূচি পালন করছে তৃণমূল কংগ্রেস নেতা খইরুল ইসলাম। সকাল সকাল এলাকার সাধারণ মানুষের বাড়িতে গিয়ে সরকারি কী কী সুবিধা পেয়েছেন, বা কোন সুবিধা পাইনি তা নিয়ে জিজ্ঞাসাবাদ করেন।
একটি ফর্মে তা লিপিবদ্ধও রাখছেন। জিরানগাছা, গাবতলা, সাতুলিয়াতে অধিকাংশ সাধারণ মানুষ বিশেষত বাড়ির মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্য সুরক্ষার সুবিধা পেলেও পাইনি কোনও আবাস যোজনার বাড়ি। যা নিয়ে ক্ষোভ এলাকার সাধারণ মানুষের।

Saokat Molla TMC : &amp#39;ড্রিঙ্ক করে মাতলামি…&amp#39;, ভাঙড়ের &amp#39;মদ্যপ&amp#39; নেতাদের &amp#39;সবক&amp#39; শেখানোর হুঁশিয়ারি সওকতের
সাতুলিয়া গ্রামের মর্জিনা বিবি বা জিরানগাছার সাকিলা বিবি সরকারি ঘর না পাওয়ার কথা জানিয়েছেন তাঁদের কাছে। মর্জিনা বিবি সরাসরি অভিযোগ করে বলেন, ‘তৃণমূলের দলের জন্য আমার স্বামী সারাজীবন খেঁটে গিয়েছে। দরকারে সব ব্যবহার করেছে। একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ কোন বাড়ির ব্যবস্থা করে দেয়নি।’ তাঁর দাবি, বৃষ্টি আসলেই তাই জলের মধ্যেই দিন যাপন করতে হয়। তৃণমূলের সঙ্গে থেকে কিছুই হয়নি তাই এবার ISF করেছেন বলে জানান মর্জিনা।

Bhangar Clash Video : ‘নওশাদ সিদ্দিকির নাম মুছে দিতে চায়’!

এবিষয়ে খইরুল ইসলাম বলেন, সাধারণ মানুষের সমস্যার কথা শুনেছি। খুব তাড়াতাড়ি সমাধান করে দেওয়া হবে। আগে কে কি করেছে জানি না। আমি অন্য রকম ভাবে পঞ্চায়েত চালাবো। আদর্শ পঞ্চায়েত গড়ে তুলব। আগামী দিনে এলাকাবাসীর চাহিদা অনুযায়ী সরকারি পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেন তিনি।
তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় বিরোধী দলের সদস্যরা। স্থানীয় এক ISF নেতা জানান, মানুষের এভাবে ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানোটা স্বাভাবিক। তৃণমূলের আমলে কোনও কাজ হয়নি। সে কারণেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে অভিযোগ করেছে। এরকম অভিযোগ আরও সহ্য করতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *