যাদবপুরে সুর চড়িয়েও স্বরূপনগরে কলেজে CCTV লাগানোর বিরোধিতা, ভাঙচুরের অভিযোগ TMCP বিরুদ্ধে


যাদবপুর বিশ্ববিদ্যালয়ে CCTV লাগানো নিয়ে গণ্ডগোলের মাঝেই এবার স্বরূপনগর কলেজে CCTV লাগানো বিরোধিতার অভিযোগ। অভিযোগের তির TMCP ছাত্র ইউনিয়নের বিরুদ্ধে। বৃহস্পতিবার CCTV লাগানোর বিরোধিতা করে কলেজে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে।

Uttar 24 Pargana : রুট নিয়ে গোলমাল! টোটো-অটো চালকদের অশান্তির জেরে স্তব্ধ শ্যামনগর!
উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগরে শহিদ নুরুল ইসলাম কলেজে CCTV লাগানো নিয়ে চূড়ান্ত অশান্তি। TMCP ছাত্র পরিষদের সদস্যের বিরুদ্ধে CCTV লাগানোর বিরোধিতা করার অভিযোগ। এমনকি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলনের নামে কলেজে ভাঙচুর করার অভিযোগ ওঠে তাঁদের বিরুদ্ধে।
পালটা TMCP অভিযোগ, কলেজে মহিলা অধ্যাপকদের ঘরে এবং কমন রুম CCTV লাগানো হয়েছে, যেটা উচিত নয় বলে মনে করছেন তাঁরা। কলেজ কর্তৃপক্ষের তরফে একাধিক ইস্যু নিয়ে বৃহস্পতিবার একটি বৈঠক ডাকা হয়। বৈঠক ছেড়ে গিয়ে TMCP ইউনিয়নের সদস্যরা কলেজে ভাঙচুর চালায় বলে অভিযোগ ওঠে।

Dakshin 24 Pargana News : উত্তেজনায় কামড়, স্ত্রীয়ের ঠোঁট ছিঁড়ল স্বামী! বাসন্তীর ঘটনায় ছিঃ ছিঃ প্রতিবেশীদের
অন্যদিকে, কলেজের প্রিন্সিপাল জানান, এদিন একাধিক বিষয় নিয়ে বৈঠক ডাকা হয়েছিল। এর আগে কলেজে শ্লীলতাহানি সংক্রান্ত একটি বিষয়ে অভিযোগ উঠেছিল। এছাড়াও আরও একাধিক বিষয় আলোচনা ছিল। কিন্তু কিছু ছেলেমেয়ে বিরোধিতা করে। ভাঙচুর চালায়। তবে কারা এই ভাঙচুর করেছে সেই সম্বন্ধে নির্দিষ্ট করে কিছু বলেননি প্রিন্সিপাল।

Taki Municipality : টাকি পুরসভায় জোর কোন্দল, একযোগে পাঁচ TMC কাউন্সিলরের পদত্যাগ
বিষয়টি নিয়ে স্থানীয় বিধায়কের কাছেও দ্বারস্থ হন TMCP-র সদস্যরা। স্থানীয় তৃণমূল বিধায়ক এবং কলেজের পরিচালন সমিতির সদস্য বীণা মণ্ডল জানান, ছাত্র ছাত্রীরা মহিলা অধ্যাপকদের ঘিরে সিসিটিভি লাগানো নিয়ে আপত্তি জানিয়েছে। আসলে মহিলারা অনেকে সময় নিজেদের রুমে বসে কাপড় জামা ঠিক করেন। সেখানে সিসিটিভি লাগানো উচিত নয় বলেই এই বিরোধিতা দেখানো হয়েছে। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বিষয়টি ঠিক করা হবে বলে জানান তিনি।

Barasat Chit Fund Video : অভিনব চিটফান্ড! ‘ডলারে রিটার্ন’! সর্বস্ব খুইয়ে মাথায় হাত!

প্রসঙ্গত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া মৃত্যুর পরেই চর্চায় উঠে এসেছে সিসিটিভির প্রসঙ্গ। বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি না থাকার জন্যেই পড়ুয়ার মৃত্যু নিয়ে অকাট্য প্রমাণ জোগাড় করতে পুলিশকে অসুবিধায় পড়তে হচ্ছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি লাগানোর জন্য আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয়ের TMCP ইউনিট।
সেখানে উত্তর ২৪ পরগনার এই কলেজে তাঁদের তরফেই সিসিটিভি লাগানোর বিরোধিতা কেন করা হচ্ছে ? এই দ্বিচারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও, পুরো কলেজের গুরুত্বপূর্ণ অংশে সিসিটিভি লাগানোর জন্য তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের কোনও অসুবিধা নেই বলে জানানো হয়েছে তাঁদের তরফে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *