Chandannagar Court : মিথ্যে সাক্ষী দেওয়ার জের! নিপীড়িত শিশুর বাবাকেই কারাদণ্ড চন্দননগর আদালতের – chandannagar court sentenced child father to jail for giving false witness in pocso case


এক অভিনব আদেশের সাক্ষী থাকল চন্দননগর আদালত। পকসো মামলায় মিথ্যে স্বাক্ষী দেওয়ায় নিপিড়ীত শিশুর বাবাকেই কারাদণ্ড দিল চন্দননগর আদালত। দৃষ্টান্ত মূলক এই রায়ে স্বাক্ষী আদালতে মিথ্যে বলতে ভয় পাবে দাবি করেছে পুলিশ। উল্লেখ্য, পুলিশি তদন্তে এবং বিচারকের সামনে গোপন জবান বন্দী দেওয়ার সময় শিশুর উপর যৌন নিপীড়ন চালানো হয়েছে বলে জানিয়েছিলেন ওই শিশুর বাবা মা। পরে সেই মামলার স্বাক্ষ্য গ্রহণের সময় বিরূপ হয়ে যান তাঁরা।

আদালতে শপথ নিয়ে তাঁরা বলেন, ‘অভিযুক্ত কোনও অপরাধ করেনি।’ অভিযুক্তকে বাঁচানোর চেষ্টা করেন। যদিও পুলিশি তদন্ত ও অন্যান্য স্বাখ্য প্রমানে দোষী সাব্যস্ত হয় অভিযুক্ত প্রৌঢ়। আদালত অভিযুক্তকে দুটি পৃথক ধারায় যাবজীবন ও দশ বছরের জেলের সাজা দেয়। পকসো মামলায় ৫০ হাজার টাকা জরিমানাও করে।

Pingla Blast : পিংলার বাজি কারখানায় বিস্ফোরণের ৮ বছর পার, অভিযুক্ত ৩ জনের ১৫ বছরের কারাদণ্ড
৩৭৬/এ, বি ধারায় কুড়ি হাজার টাকা জরিমানা করা হয় এবং সেই টাকা শিশুকে দিতে হবে বলে জানান চন্দননগরের অতিরিক্ত জেলা দায়রা বিচারক কাজি আবুল হাসেম। জানা গিয়েছে, ২০১৯ সালের ২১ নভেম্বর চন্দননগর থানায় অভিযোগ দায়ের করেন বছর চারেকের এক শিশুর বাবা। ঘটনার দিন বিকেলে কলুপুকুর এলাকায় তাঁর মেয়ে খেলতে গিয়েছিল।

Calcutta High Court: CCTV ফুটেজ আনার পরামর্শ পুলিশের! ক্রিকেটার পঙ্কজ রায়ের বাড়ির পরিচারিকা নিগ্রহ মামলায় ব্যাপক ক্ষুব্ধ হাইকোর্ট
প্রতিবেশী প্রৌঢ় অমৃত সাউ শিশুকে তাঁর বাড়িতে নিয়ে গিয়ে যৌন নিপীড়ন করে বলে অভিযোগ করা হয়। পুলিশ পকসো ও ৩৭৬/এ, বি ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। অভিযুক্ত গ্রেফতার হয়। ১৮ আগস্ট ২০২৩ এই মামলায় প্রৌঢ়কে চন্দননগর আদালত দোষী সাব্যস্ত করে। পরেরদিন সাজা ঘোষণা হয়।

যে গুরুতর অভিযোগ এনে নিজেই এফ আই আর করেছিলেন শিশুর বাবা, সেই মামলায় স্বাক্ষ্য দেওয়ার সময় শিশুর বাবা ও মা দুজনেই মিথ্যে স্বাক্ষ্য দেন বলে অভিযোগ। আদালত শিশুর বাবাকে বুধবার পাঁচ দিনের জেলের সাজা শোনায়। আদালতে দাঁড়িয়ে মিথ্যে স্বাক্ষ্য দেওয়ায় অপরাধে এই সাজা পান তিনি।

Capital Punishment: অন্তঃসত্ত্বা স্ত্রী, শিশু সহ বন্ধুকে নৃশংসভাবে খুন! জিয়াগঞ্জ হত্যাকাণ্ডে দোষীকে সর্বোচ্চ সাজা আদালতের
চন্দননগর পুলিশের ডিসিপি বিদিত রাজ বুন্দেশ এই ঘটনার জেরে বলেন, ‘এই রায় একটা দৃষ্টান্ত। এর ফলে আদালতে মিথ্যে স্বাক্ষী দিয়ে মামলাকে প্রভাবিত করা এবং আদালতকে ভুল পথে পরিচালিত করা থেকে বিরত থাকবে স্বাক্ষীরা। শিশুর উপর নিপীড়ন হয়েছিল এটা তদন্তে স্পষ্ট হয়। তা সত্ত্বেও ওই শিশুর বাবা তদন্তকে ভুল পথে চালিত করেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *