Chandrayaan 3 Update : চন্দ্রযানের ‘ওজন’ মাত্র ৯০ কেজি, ‘দাম’ ৪৫ হাজার, ব্যাপারটা কী? – durgapur sweet businessman has made chandrayaan 3 by kheer


চাঁদের বুকে সফল ভাবে অবতরণ করেছে চন্দ্রযান। সেই সাফল্য আনন্দের সঙ্গে উদযাপন করছে গোটা দেশ। এই সাফল্যের জন্য ইসরোকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই তালিকায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন ক্ষেত্রের মানুষজন।

এবার ভারতের চন্দ্রজয়কে অন্যরকমভাবে উদযাপন করতে দেখা গেল দুর্গাপুরের মামড়া বাজারে। এলাকার প্রসিদ্ধ এক মিষ্টান্ন ব্যবসায়ী ৯০ কেজি ক্ষীর দিয়ে বানিয়ে ফেললেন চন্দ্রযান। ১৫ দিন ধরে ওই ক্ষীরের চন্দ্রযান বানানো হয়েছে। সেটি প্রকাশ্যে আনা হয় গত ১৫ অগাস্ট। তবে গতকালের পর থেকে ব্যাপক ভিড় জমেছে ক্ষীরের ওই চন্দ্রযান দেখতে।

Chandrayaan 3 : ‘জয় হোক’, চন্দ্রযানের সাফল্যে টুইট মমতার! ইসরোকে শুভেচ্ছা অভিষেক-শুভেন্দুর
ক্ষীরের চন্দ্রযানটি বানিয়ে রাখা হয়েছে দোকানের সামনে, যা দেখতে ভিড় জমাচ্ছেন বহু মানুষ। দূরদূরান্ত থেকে মানুষ গিয়ে ছবি তুলছেন, এমনকী সেলফি পর্যন্ত তুলছেন ক্ষীরের চন্দ্রযানের সঙ্গে। চন্দ্রযানের ওপরে রয়েছে হোয়াইট চকোলেটের আস্তরণ, যা আরও আকর্ষণীয় করে তুলেছে সেটিকে।

এই বিষয়ে ওই মিষ্টান্ন ব্যবসায়ী দেবাশিস ঘোষ জানাচ্ছেন, ‘চন্দ্রযান সফল হয়েছে। এটা আমরা ১৫ অগাস্ট উদ্বোধন করেছি। কিন্তু এটা যে ভাইরাল হবে বা এত মানুষের ভিড় হবে তা আমাদের জানা ছিল না। চন্দ্রযান ল্যান্ডিংয়ের পর আমরা নিজেরাও গর্বিত বোধ করছি। বিভিন্ন জায়গা থেকে গাড়ি করে এসে মানুষ দেখতে চাইছেন। মানুষ আসছেন, ভীষণভাবে ভিড় জমাচ্ছেন। কেউ কেউ পুজোর মণ্ডপের সামনে রেখে উদযাপন করতে চাইছেন।’ ৯০ কেজি ওজনের এই ক্ষীরের চন্দ্রযান তৈরি করতে প্রায় ৪৫ হাজার টাকা খরচ হয়েছে বলেই জানান ওই মিষ্টান্ন ব্যবসায়ী।

Chandrayaan-3 Landing: নির্ধারিত সময়ের মিনিটখানেক আগেই চাঁদ জয়, বিক্রমের অবতরণ নিয়ে মুখ খুলল ইসরো
প্রসঙ্গত, উৎক্ষেপণের পর দীর্ঘ পথ পেরিয়ে গতকালই চাঁদের বুকে নেমেছে চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম। নির্ধারিত সময়ের একটু আগেই চাঁদের পৃষ্ঠ ছুঁয়ে ফেলে ল্যান্ডার। আর সঙ্গে সঙ্গে আনন্দ উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে ওঠে গোটা দেশ। ল্যান্ডার বিক্রমের অবতরণের দৃশ্য লাইভ দেখেন গোটা দেশবাসী। অন্যদিকে দেশে না থাকলেও বিদেশের মাটিতে দাঁড়িয়ে ভার্চুয়ালি ইসরোয় উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চন্দ্রযানের অবতরণের পর প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যর্থতা থেকে শিক্ষা নিয়েই এই সাফল্য।’ অন্যদিক ল্যান্ডারের অবতরণের কয়েক ঘণ্টার মধ্যেই সেখান থেকে বেরিয়ে আসে রোভার প্রজ্ঞান। ইতিমধ্যেই চাঁদের বুকে নিজের কাজ শুরু করে দিয়েছে সেটি। চন্দ্রযানের সাফল্য মহাকাশ গবেষণার মানচিত্রে ভারতের সামনে নয়া দিগন্ত খুলে দিল বলেই মনে করছেন বিজ্ঞানীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *