Diarrhea Symptoms : হু হু করে বাড়ছে ডায়ারিয়া আক্রান্তের সংখ্যা, অস্বীকার জেলা প্রশাসনের – block health department denied death due to diarrhea in bankura district


বাঁকুড়া জেলায় ডায়ারিয়ায় মৃত্যুর ঘটনা অস্বীকার করল ব্লক স্বাস্থ্য দফতর। এদিকে কী কারণে মৃত্যু হয়েছে, তা জানতে চাইলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুভাষ সরকার। উল্লেখ্য স্থানীয় সূত্রে দাবি, ডায়ারিয়ার প্রকোপে ছাতনায় গত ৬ দিনে মৃত্যু হয়েছে ৩ জনের। সেই কারণে এলাকা পরিদর্শনে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। জানা গিয়েছে, বর্ষার মাঝেই বাঁকুড়ার ছাতনায় থাবা বসিয়েছে ডায়ারিয়া।

ছাতনার তাঁতিপুকুর এলাকায় ইতিমধ্যেই ডায়ারিয়ায় আক্রান্ত হয়ে তিন জনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের দাবি। যদিও ডায়ারিয়ায় মৃত্যুর কথা স্বীকার করেনি ছাতনা ব্লক স্বাস্থ্য দফতর। আজ আবার নতুন করে ডায়ারিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ জন। তাঁতিপুকুর এলাকাবাসীদের সুবিধার্থে মেডিক্যাল টিম বসেছে এলাকায়, কারণ খুঁজতে এলাকার পুকুর ও পানীয় জলের নলকূপ থেকে জলের নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য দফতর।

Bankura News Today : বাঁকুড়ায় আতঙ্ক বাড়াচ্ছে ডায়ারিয়া! ৩ জনের মৃত্যু, মানতে নারাজ জেলা স্বাস্থ্যদফতর
তিনটি পুকুর এবং চার-পাঁচটি টিউবওয়েল থেকে জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছে ও দুটি খাবার জলের ট্যাংক দেওয়া হয়েছে এলাকাবাসীদের ব্যবহারের জন্য। আজ ছাতনা ব্লক স্বাস্থ্য আধিকারিক অর্চনা কুন্ডু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আজ নতুন করে পাঁচ জন আক্রান্ত হয়েছেন এবং তাঁরা সরবেড়িয়া হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের একজনকে বাঁকুড়া মেডিক্যাল কলেজে রেফার করা হয়েছে।’

Dengue Fever : ডেঙ্গিতে প্রথম মৃত্যু পশ্চিম বর্ধমান জেলায়! আতঙ্ক বাড়ছে আসানসোলেও
ডায়ারিয়াতে কোনও মৃত্যু হয়নি বলে তিনি জানান। এদিকে, আজ তাঁতিপুকুর এলাকা পরিদর্শনে যান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডঃ সুভাষ সরকার। গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। ব্লক স্বাস্থ্য দফতরের ডায়ারিয়াতে তিনজনের মৃত্যু এই বিষয়টিতে অস্বীকার প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘তাহলে মৃত্যুটা হল কিসে! সেটা বলুন? নাকি সেটা বলার ক্ষমতা নেই সরকারি আধিকারিকের। চোখের সামনে জলের মতো পরিষ্কার যে ডায়ারিয়াতে মৃত্যু হচ্ছে পরপর। আর আজকেও বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন, আর সরকার বলছে কিনা ডায়ারিয়াতে মৃত্যু হয়নি। তাহলে কিসে মৃত্যু হয়েছে সেই কারণটাও জানাতে হয়। এমনি এমনি তো কারোর মৃত্যু হতে পারে না।’

Dengue: মশার লার্ভা ধ্বংসে ড্রোনই অস্ত্র, হুগলিতে লাগামছাড়া ডেঙ্গি সংক্রমণের মাঝে অভিনব উদ্যোগ
সেই সঙ্গে তিনি স্বাস্থ্য দফতরকে অপদার্থ বলেও কটাক্ষ করেন। এদিকে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এখনও পর্যন্ত ৩ জন মারা গিয়েছেন। এই এলাকায় এখন ডায়ারিয়াই হচ্ছে। তাও ব্লক স্বাস্থ্য আধিকারিক কেন ডায়ারিয়াতে মৃত্যু হয়নি বললেন, তা আমরা বুঝতে পারছি না। খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি না পেলে আরও প্রাণ যেতে পারে অকালে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *