Fraud Case : ‘আপনার স্বামীর বড্ড বিপদ!’ কথা শুনে কাজ করেই গায়েব ৫ লাখ, অভিনব প্রতারণা আসানসোলে – a woman fell victim to a scam and lost 5 lakh


স্বামীকে পুলিশ গ্রেফতার করেছে, এই ভয় দেখিয়ে এক অভিনব প্রতারণার কথা সামনে এল রেল শহর চিত্তরঞ্জনে। চিত্তরঞ্জন ইঞ্জিন কারখানার কর্মী ওয়াই আর মূর্তি। রেল শহরের ৫৪ নম্বর রাস্তায় থাকেন তিনি এবং তার স্ত্রী দুজনেই রেল আবাসনে থাকেন। বুধবার দুপুরে ওয়াই আর মূর্তি ডিউটি গিয়েছিলেন। বাড়িতে স্ত্রী জগদেশ্বরী দেবী একাই ছিলেন। সেই সময় এক ব্যক্তি তাঁর বাড়িতে যায় এবং দরজা নক করে। জগদীশ্বরী দেবীর দরজা খুললে ওই ব্যক্তি বলে, ‘আমি আপনার স্বামীর বন্ধু। একসঙ্গেই চাকরি করি। আপনার স্বামীকে পুলিশে ধরে নিয়ে গিয়েছে’।

Nadia News : জুয়ার ঠেক চলাকালীন ছাদ থেকে পড়ে মৃত্যু, নদিয়ার ঘটনায় রহস্য
জগদেশ্বরী দেবী অবাক হলে ওই ব্যক্তি জানায়, ‘আপনার স্বামী বিরুদ্ধে অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ নোটিশ চুরি করার অভিযোগ উঠেছে। সেই কারণে তাঁকে সহ আরও দুজনকে ধরেছে পুলিশ। আমি কোনও মতে লুকিয়ে পালিয়ে এসেছি। পুলিশ আপনার বাড়িতেও আসবে এবং আপনার বাড়ি থেকে সমস্ত মূল্যবান জিনিসপত্র বাজেয়াপ্ত করে নিয়ে চলে যাবে। তাই বাড়িতে থাকা সমস্ত মূল্যবান সম্পত্তি ও নথিপত্র সরিয়ে ফেলুন। যদি লুকোতে না পারছেন আমাকে দিয়ে দিন। আমি রেখে দিচ্ছি’।

Uttar 24 Parganas News : ঘরেই স্ত্রীকে কুপিয়ে খুন করে থানায় আত্মসমর্পণ, পিজি হাসপাতালের চিকিৎসকের কাণ্ডে চাঞ্চল্য
সরল বিশ্বাসে এক প্রতারকের কথায় তাকেই সমস্ত সোনার গয়না ও মূল্যবান সম্পত্তি দিয়ে দেন ওই মহিলা। আর এরপরেই সব কিছু খুইয়ে ফেলেন ওই গৃহবধূ। পরে জানতে পারেন পুরো ঘটনাটিই ভুয়ো। ঘটনাটি ঘটেছে চিত্তরঞ্জন থানার অন্তর্গত চিত্তরঞ্জন রেল শহরে ৫৪ নম্বর রাস্তায়। ওই গৃহবধূ বলেন, ‘ওই ব্যক্তি এসেই বলে সব কিছু দ্রুত লুকিয়ে ফেলুন। আমি সাময়িকভাবে বুঝতে পারিনি কী করব এবং কোথায় লুকাব। ওই ব্যক্তির কথা বিশ্বাস করে আমি তার কাছে জানতে চাই কোথায় লুকোব এই সমস্ত জিনিসপত্র?

Howrah Station : একরত্তিকে স্টেশনে ফেলে রেখে শিশুচুরির ‘প্লট’! হাওড়ায় আটক মা
তখন ওই ব্যক্তি আমাকে আশ্বাস দেয় আমি আপনার স্বামীর বন্ধু আমার কাছে এখন বর্তমানে জিনিসপত্রগুলো রেখে দিন। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে আমি জিনিসপত্রগুলো আপনাকে ফেরত দিয়ে দেব’। জগদেশ্বরী দেবী ওই ব্যক্তির কথায় বিশ্বাস করে তাকে জিনিসপত্র গুলি দিয়ে দেন। এবং ওই ব্যক্তি তারপর তাঁর বাড়ি থেকে চম্পট দেয়। কিছুক্ষণ পর স্বামীর মোবাইল ফোনে চেষ্টা করলে তিনি জানতে পারেন তাঁর স্বামী কারখানায় চাকরি করছেন এবং সবকিছুই ঠিকঠাক আছে।

Dakshin 24 Pargana News : উত্তেজনায় কামড়, স্ত্রীয়ের ঠোঁট ছিঁড়ল স্বামী! বাসন্তীর ঘটনায় ছিঃ ছিঃ প্রতিবেশীদের
তখন তিনি বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। এরপরে পুলিশের দ্বারস্থ হয়েছেন জগদেশ্বরী দেবী এবং তাঁর স্বামী ওয়াই আর মূর্তি। জগদেশ্বরী দেবী বলেন, ‘প্রায় পাঁচ লাখ টাকার জিনিসপত্র আমার খোওয়া গিয়েছে’। চিত্তরঞ্জন থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *