Jangalmahal News : চাকরিপ্রার্থী তরুণ-তরুণীদের জন্য দারুণ সুযোগ! এবার কোচিং দেবে পুলিশ, রইল যোগাযোগের নম্বর – jhargram district police arranging lakshyavedh program for jangalmahal job seeker


এবার পুলিশের উদ্যোগে জঙ্গলমহলের কর্ম প্রত্যাশী তরুণ-তরুণীদের স্বপ্ন পূরণ করতে চলেছে। ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে এবার এল ‘লক্ষ্যভেদ’ কর্মসূচি। এক্ষেত্রে জঙ্গলমহল এলাকার যে সমস্ত তরুণ তরুণীরা চাকরির চেষ্টা করছেন, তাদের কোচিং ক্লাস দেওয়া শুরু করেছে ঝাড়গ্রাম জেলা পুলিশ। এর ফলে তাঁদের জীবনে প্রতিষ্ঠিত হতে সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

কি এই লক্ষ্যভেদ?
লক্ষ্যভেদ হল এমন এক সর্মসূচি, যেখানে চাকরির সন্ধানে থাকে তরুণ-তরুণীরাদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যোগ্যভাবে গড়ে তোলা হয়। আর সেই উদ্দেশে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে এক বিশেষ কোচিং ক্লাস। সেই কোচিং ক্লাসের নাম দেওয়া হয়েছে ‘লক্ষ্যভেদ’। যেখানে শিক্ষকের ভূমিকায় থাকছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং কর্মীরা। আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হতে চলেছে এই লক্ষ্যভেদের কোচিং ক্লাস।

WB Govt Job: রাজ্যের খাদ্য দফতরে শীঘ্রই ব্যাপক নিয়োগ, কোন পদে কী যোগ্যতা প্রয়োজন, জানুন সব তথ্য
ঝাড়গ্রাম জেলা পুলিশ এক নির্দেশিকা মারফত জানিয়েছে, কোচিং ক্লাসটি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে চলবে। যার ফলে জেলার প্রত্যন্ত এলাকার তরুণ-তরুণীরা সহজে বাড়িতে বসেই চাকরির প্রস্তুতি নিতে পারবেন। জানা গিয়েছে, পুলিশ অফিসার বিপ্লব হাজারী ভূগোল ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞান পড়াবেন। ইন্দ্রনীল গুপ্তা অর্থনীতি পড়াবেন। নব্যেন্দু দাস চাকরি প্রার্থীদের রিসনিং শেখাবেন। হীরক প্রামাণিক জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স পড়াবেন। অনিন্দিতা বসু পড়াবেন ইংরেজি। সুজয় দাস অঙ্ক করাবেন। রুটিং অনুযায়ী ক্লাসগুলি অনলাইনের মাধ্যমে করানো হবে।

Jangalmahal District Police

লক্ষ্যভেদ কর্মসূচি

ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহার উদ্যোগে ২০১৯ সালে এই লক্ষ্যভেদ কর্মসূচি প্রথম শুরু হয়। এই কর্মসূচির মাধ্যমে এখনও পর্যন্ত বহু তরুণ-তরুণী চাকরি পেয়েছেন। পঠন-পাঠনের মাধ্যমে চাকরির প্রস্তুতি দেওয়ার পাশাপাশি পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপাররাও ইন্টারভিউ নিয়ে থাকেন চাকরিপ্রার্থীদের। যার ফলে পরীক্ষায় পাশ করার পর ইন্টারভিউ হলেও চাকরি প্রার্থীদের বিন্দুমাত্র ভয় থাকে না। সফলতার সঙ্গে তারা প্রতিটি পদক্ষেপে উত্তীর্ণ হতে পারেন। এই বিষয়ে ঝাড়গ্রামের পুলিশ সুপার অরিজিৎ সিনহা বলেন, ‘আমরা চাই লক্ষ্যভেদ কর্মসূচি যেন আরও বেশি করে ঝাড়গ্রামে তরুণ-তরুণীদের পাশে দাঁড়াতে পারে। সেই জন্য এবার নতুন আঙ্গিকে লক্ষ্যভেদ কর্মসূচি হতে চলেছে।’

Jangalmahal District Police

লক্ষ্যভেদ কর্মসূচিতে চলছে কোচিং

WB Police Recruitment 2023: রাজ্য পুলিশে দারুণ কাজের সুযোগ, কোন পদে কী যোগ্যতা প্রয়োজন? জানুন খুঁটিনাটি
আগামী মাস থেকে শুরু হতে চলেছে লক্ষ্যভেদ কর্মসূচি। তার আগে প্রশিক্ষণ নিতে চাওয়া যে সমস্ত চাকরি প্রার্থীদের যোগাযোগ করতে হবে। যোগাযোগের জন্য ফোন নম্বরগুলি হল, কোর্স কো-অর্ডিনেটর – ৯১৪৭৮৮৮৭৪৩ এবং কন্ট্রোল রুম – ৯১৪৭৮৮৮৭৩৬।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *