Kolkata East West Metro : বড় খবর! শনিবার এই দুই স্টেশনের মাঝে সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা – east west metro service will be suspended on saturday 26 august 2023 for integrated safety test


একের পর এক রুটের সম্প্রসারণের লক্ষ্যে লাগাতার কাজ করে চলেছে মেট্রো কর্তৃপক্ষ। বিভিন্ন করিডরে একসঙ্গে কাজ চালাচ্ছে মেট্রো। এবার ইন্টিগ্রেটেড সেফটি টেস্টের জন্য বন্ধ রাখা হচ্ছে মেট্রো পরিষেবা। মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা এবং এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দানের লাইনের মাঝে হতে চলেছে ইন্টিগ্রেটেড সেফটি টেস্ট। আর সেই কারণে আগামী ২৬ অগাস্ট শনিবার সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা পর্যন্ত গ্রিন লাইন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেট্র কর্তৃপক্ষ জানাচ্ছে, হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদা লাইনের জন্য এই কাজ খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যাত্রী ও পুলিশ প্রশাসন-সহ প্রত্যেকের সহযোগিতার আবেদন জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। প্রসঙ্গত, এই কাজের জন্য গত ১৯ তারিখও এই রুটে বন্ধ রাখা হয়েছিল মেট্রো পরিষেবা। এছাড়া রবিবার এমনিতেও এই লাইনে পরিষেবা বন্ধ থাকে। তাই সেই দিক থেকে দেখতে গেলে, গত সপ্তাহের মতো এই সপ্তাহেও পরপর ২ দিন বন্ধ থাকবে সল্টলেক সেক্টর ফাইভ-শিয়ালদা লাইনের মেট্রো চলাচল।

Ruby To New Garia Metro : রুবি থেকে নিউ গড়িয়া পৌঁছে যাবেন আরও সহজে! সর্বোচ্চ গতিতে সফল ট্রায়াল রান মেট্রোর
এদিকে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডোরেও জোরকদমে কাজ চালাচ্ছে কর্তৃপক্ষ। গতকাল সম্পন্ন হয় কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) মেট্রো স্টেশনের মধ্যে ট্রায়াল রান। সেই ট্রায়াল রানে উপস্থিত ছিলেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি। গোটা বিষয়টি নিজে দাঁড়িয়ে থেকে দেখেন জিএম। ট্রায়াল রানের পর সন্তোষ প্রকাশ করতে দেখা যায় তাঁকে।

ট্রায়াল রানে ফিরতি পথে হেমন্ত মুখোপাধ্যায় থেকে যাত্রা শুরু হয় দুপুর ১টা ২৪ মিনিটে। ট্রেনটি কবি সুভাষ স্টেশনে পৌঁছায় দুপুর ১টা ৩২ মিনিটে। এই সময় সর্বোচ্চ ৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছোটানো হয় মেট্রো। যার ফলে মাত্র ৮ মিনিটেই হেমন্ত মুখপাধ্যায় থেকে কবি সুভাষ পৌঁছে যায় মেট্রোটি। এক্ষেত্রে মেট্রো জানাচ্ছে এই লাইনে সর্বোচ্চ ৮০ কিলোমিটার বেগে ছুটতে পারবে ট্রেন।

Kolkata Airport Metro : বিমানবন্দর থেকে কবে চালু মেট্রো? দিনক্ষণ ঘোষণা জেনারেল ম্যানেজারের
অন্যদিকে গত মঙ্গলবার কবি সুভাষ থেকে জয় হিন্দ (বিমানবন্দর) স্টেশন পর্যন্ত অরেঞ্জ লাইনের সম্পূর্ণ কাজ পরিদর্শন করেন মেট্রোর জেনারেল ম্যানেজার। সংবাদমাধ্যমের সামনে তিনি আশাপ্রকাশ করেন, চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত পৌঁছান সম্ভব হবে। তারপর আগামী বছরের জুন মাসের মধ্যে সেক্টর ফাইভের আইটি পার্ক পর্যন্ত এগিয়ে যেতে পারে মেট্রোর কাজ। তারপর ওই বছরেরই ডিসেম্বরের মধ্যে মেট্রোর কাজ সিটি সেন্টার টু পর্যন্ত এগিয়ে যাবে বলে আশা তাঁর। আর ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে বিমানবন্দর পর্যন্ত এগিয়ে যাবে মেট্রো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *