Madan Mohan Temple : পর্যটক টানতে নয়া উদ্যোগ, ফ্যাসাড লাইটে সেজে উঠবে মদনমোহন মন্দির – madanmohan temple in cooch behar will be decorated with facade lights


এই সময়, কোচবিহার: রাতের অন্ধকারে নতুন আলোয় সেজে উঠবে রাজার শহর কোচবিহারের মদনমোহন মন্দির। এতদিন রাতে নিরাপত্তার প্রয়োজনে সাধারণ আলো ব্যবহার হলেও তাতে এই রাজআমলের মন্দিরটির সৌন্দর্য সম্পূর্ণ ভাবে ফুটে উঠত না। তাই এবারে দেবোত্তর ট্রাস্ট বোর্ডের পরিকল্পনা অনুযায়ী, মন্দির সেজে উঠবে ফ্যাসাড লাইটে। ঐতিহ্যের কথা মাথায় রেখে ধবধবে সাদা আলোয় ফুটে উঠবে মদনমোহন মন্দির।

Tarapith Kali Temple : তারাপীঠে বড় বদল! অন্যত্র সরিয়ে ফেলা হচ্ছে মা তারার মূর্তি, কারণ কী?
দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, ‘মদনমোহন ঠাকুর ও মন্দিরকে ঘিরে রাজআমল থেকে ভক্তদের আবেগ ও শ্রদ্ধা রয়েছে। এই মন্দিরকে ঘিরে সারাবছর দেশের নানা প্রান্ত থেকে পর্যটকরা আসেন। রাতেও কোচবিহারের শহরের মাঝে এই মন্দিরের শোভা যাতে ফুটে ওঠে তাই নতুন আলোয় সেজে উঠছে মন্দির।’

Ayodhya Ram Mandir Photo : অপেক্ষার অবসান! কবে হবে রামলালার অভিষেক? দিনক্ষণ প্রকাশ্যে
১৮৮৫ থেকে ১৮৮৯ সালের মধ্যে কোচবিহারের মহারাজা নৃপেন্দ্রনারায়ণ শহরের মাঝে এই মন্দির তৈরি করেছিলেন, যাতে সাধারণ ভক্তরা দর্শনের সুযোগ পান। এই মন্দির অন্যতম রাজার শহরের পর্যটনকেন্দ্র। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকার এই মদনমোহন মন্দিরের সৌন্দর্যায়নের জন্য প্রায় ২০ লক্ষ টাকা বরাদ্দ করেছে।

Digha News : রাবণের উপর ক্রুদ্ধ হয়ে লঙ্কেশ্বরী আসেন দিঘায়, আজও পূজিত হন মহাসমারোহে
এই টাকায় রাজআমলের এই মন্দির ও মন্দির লাগোয়া আনন্দময়ী ধর্মশালায় ফ্যাসাড লাইটিং হবে। আলো সরাসরি চোখের উপর পড়বে না। বরং স্থাপত্যকে হাইলাইট করবে। দেবোত্তর ট্রাস্ট বোর্ড মনে করছে আধুনিক আলোয় মন্দির সেজে উঠলে ও পরিকাঠামো রক্ষণাবেক্ষণ হলে আরও বেশি পর্যটক আসবে এই রাজার শহর কোচবিহারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *