Raiganj News : ঋণে জর্জরিত হয়ে নিজের বাড়িতেই চুরি! পুলিশের হাতে ধরা পড়ে হাজতবাস – raiganj police arrest man for theft his own house


পরিকল্পনা মাফিক নিজের বাড়িতে চুরির ঘটনা ঘটিয়েও শেষ রক্ষা হল না। পুলিশের জালে ধরা পড়ল খোদ বাড়ির মালিক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ শহরের বকুলতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সুরেশ আগরওয়াল। সোমবার ধৃতকে রায়গঞ্জ মহকুমা আদালতে তোলা হয়।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে একথা জানান রায়গঞ্জ পুলিশ জেলার ডেপুটি পুলিশ সুপার (সদর) রিপন বল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ আগষ্ট রায়গঞ্জ শহরের বকুলতলা এলাকার বাসিন্দা সুরেশ আগরওয়ালের স্ত্রী পায়েল আগরওয়াল হেমতাবাদে বোনের বাড়িতে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন স্বামী সুরেশ আগরওয়াল। রাত হয়ে যাওয়ায় স্ত্রীকে আনতে গিয়েছিলেন সুরেশবাবু।

Mobile Trafficking : আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের পর্দাফাঁস! নরেন্দ্রপুরে ধৃত ১
তারপর বাড়িতে এসে দেখেন বাড়ি ঢোকার গেটটি ছিল খোলা। ঘরে ঢুকে দেখেন আলমারিতে থাকা সমস্ত সোনা গয়না চুরি হয়ে গিয়েছে। খবর দেওয়া হয় রায়গঞ্জ থানার পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন রায়গঞ্জ থানার পুলিশ। এই চুরি ঘটনায় রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন সুরেশবাবুর শ্যালিকা পদ্ম মঙ্গার। ওই অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ থানার পুলিশ তদন্তে নামে পুলিশ।

Mid Day Meal : টোটোয় বস্তা তুলেই ধাঁ! মিড ডে মিলের চাল চোর ধরল গ্রামবাসীরা, হইচই দুর্গাপুরে
তদন্তে নেমে গত ২০ আগষ্ট সুরেশ বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। সুরেশবাবুকে জেরা করলে চুরির কথা স্বীকার করেন তিনি। গত ২১ আগস্ট তাঁকে রায়গঞ্জ জেলা আদলতে তোলা হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় জেলা আদালত। এবং চুরি যাওয়া গয়না গুলো উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনায় রায়গঞ্জ পুলিশ জেলার ডেপুটি পুলিশ সুপার (সদর) রিপন বল বলেছেন, ‘নিজের বাড়িতে নিজেই চুরি করে সুরেশ আগরওয়াল। সুরেশ আগরওয়াল ঋনে জর্জরিত ছিলেন বলে তিনি নিজের বাড়িতে চুরি করেছেন।’ এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।

Raiganj News: মদের আড্ডায় ডেকে পুরুষাঙ্গ কেটে নেওয়ার অভিযোগ, চাঞ্চল্যকর অভিযোগ তাহেরপুরে
আরও বলেন, ‘এই গোটা ঘটনা সুরেশ একা ঘটিয়েছেন বলে মনে হয়না। সঙ্গে কেউ না কেউ ছিল। সেই বিষয়ে তদন্ত হচ্ছে। তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এর বেশি কিছু এখন বলা সম্ভব নয় কারণ তদন্ত চলছে।’ গোটা ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে শহরজুড়ে। এদিকে, পুলিশী সাফল্যকে কুর্নিশ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। যে কোনও অপরাধের মোকাবিলায় যে রায়গঞ্জ পুলিশ সিদ্ধস্ত, তা এক বাক্যে স্বীকার করছেন শহরের নাগরিকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *