Sujit Bose Summon By CBI : নিয়োগ দুর্নীতি মামলায় এবার সুজিত বোসকে CBI তলব – sujit bose west bengal minister summon by cbi in recruitment scam case


এবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় CBI তলব করল রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসুকে। সূত্রের খবর, আগামী ৩১ অগাস্ট বেলা ১১টা নাগাদ তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে। ইতিমধ্যেই তাঁকে নোটিশ পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এখন দেখার রাজ্যের এই মন্ত্রী হাজিরা দেন কিনা।

উল্লেখ্য, হুগলির প্রোমোটার অয়ন শীলের গ্রেফতারির পর তাঁর বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়ে পুরসভার নিয়োগ সংক্রান্ত একাধিক উল্লেখযোগ্য তথ্য পেয়েছিলেন গোয়েন্দারা। এরপরেই গোয়েন্দাদের আতশ কাচের নীচে ছিল পুর নিয়োগ দুর্নীতি।

Supreme Court: পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ডে সুপ্রিম কোর্টে রাজ্যের আর্জি খারিজ, CBI-ED তদন্তে সন্তুষ্ট আদালত
আর এই সূত্র ধরেই উঠে এসেছে দক্ষিণ দমদম পুরসভার নাম। ২০১৬ সালে দক্ষিণ দমদম পুরসভার উপপুরপ্রধান ছিলেন সুজিত বসু। এই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁকে ডেকে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। এই নিয়ে সুজিত বসুকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।

পুরসভা নিয়োগ দুর্নীতি মামলা ও সুপ্রিম কোর্ট…

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে গ্রেফতার করা হয়েছিল অয়ন শীলকে। তাঁর গ্রেফতারির পর বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়েছিলেন গোয়েন্দারা। এরপরেই পুরসভার নিয়োগ দুর্নীতি প্রসঙ্গ উঠে আসে। আর এই ঘটনাতেই কেন্দ্রীয় এজেন্সিকে তদন্ত করার অনুমতি দিয়েছিল কলকাতা হাইকোর্ট। মামলা গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্তও।

Justice Abhijit Ganguly : প্রাথমিক শিক্ষক পোস্টিং সংক্রান্ত মামলা : বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়ের উপর স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
কিন্তু, সেখানে রাজ্য স্বস্তি পায়নি। কেন্দ্রীয় এজেন্সির তদন্তে কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। পুর নিয়োগ দুর্নীতিতে তদন্ত জারি রেখেছে CBI। এবার এই মামলায় তলব করা হল সুজিত বসুকে। এই তলব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

‘এজেন্সি রাজনীতি’ তোপ…
এর আগে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের তাবড় তাবড় নেতারা অভিযোগ করেছিলেন কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করা হচ্ছে। তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে, এই অভিযোগও ওঠে। যদিও পালটা BJP-র দাবি ছিল CBI এবং ED নিজেদের কাজ করে চলেছে। এক্ষেত্রে রাজনীতির কোনও বিষয় নয়।
Partha Chatterjee : বাড়িতে অবৈধ চাকরির অফিস পার্থর: সিবিআই
যদিও কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করা প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ একাধিক বিরোধী নেতারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন।

বঙ্গ রাজনীতি এবং নিয়োগ দুর্নীতি…
শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু গ্রুপ সি-গ্রুপ ডি-গত দেড় বছরে তোলপাড় হয়েছে বঙ্গ রাজনীতি। SSC নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আপাতত তিনি রয়েছেন সংশোধনাগারেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *