জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুয়ারে এশিয়া কাপ (Asia Cup 2023)। কাপযুদ্ধ শুরু ৩১ অগস্ট থেকে। চলবে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত। ২৩ অগস্ট বুধবার থেকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে শুরু হচ্ছে জাতীয় শিবির। এনসিএ-তে জড়ো হয়েছেন রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) শিষ্য়রা! সাত দিনের এই ক্যাম্পের প্রথম দিন থেকেই রয়েছেন টিম ইন্ডিয়ার দুই সুপারস্টার বিরাট কোহলি ও রোহিত শর্মা (Virat Kohli & Rohit Sharma)। বিরাট-রোহিত গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ওয়ানডে সিরিজ খেলার পর থেকেই রয়েছেন লম্বা ছুটিতে। তাদের ব্রেক এবার শেষ। জাতীয় দলের হয়ে ডিউটিতে দেশের প্রাক্তন ও বর্তমান অধিনায়ক। এনসিএ-তে পা দিয়েই বিরাট চমকে দিলেন। ফের বুঝিয়ে দিলেন যে, ফিটনেস যদি শিল্প হয়, তাহলে তিনি পিকাসো, আবারও সেই কথা বুঝিয়ে দিলেন ব্যাটিং মায়েস্ত্রো।
আরও পড়ুন: Asia Cup 2023: বুধেই শুরু সলতে পাকানো, সারা হবে মহাশত্রু বধের ছক, জড়ো হচ্ছেন বিরাট-রোহতিরা
একথা সকলেরই জানা যে, ভারতীয় দলে ফিটনেসের মাপকাঠি ইয়ো ইয়ো টেস্ট (Yo-Yo Test)। আর এই পরীক্ষায় পাশ করলেই জাতীয় দলে পাওয়া যাবে সুযোগ। মাঠের মধ্যে দু’টি কোন রাখা হয়। একটি কোন থেকে আরেকটি কোনের দূরত্ব ২০ মিটার। আর সেই নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করতে হবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে। আর এই রানিং অ্যারোবিকস ফিটনেস পরীক্ষায় ১৬.২ পেলেই পাশ করা যায়। সেখানে ৩৪ বছরের কোহলির নম্বর এল ১৭.২। কোহলি নিজেই ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে সেই বার্তা দিয়েছেন। এই খবর জানার পরেই বাইশ গজে তাক লেগেছে। ঘটনাচক্রে কোহলি ভারতীয় দলে অধিনায়ক থাকাকালীন ইয়ো ইয়ো পরীক্ষা করেছিলেন বাধ্যতামূলক। তাঁর ১৯ পাওয়ার রেকর্ডও রয়েছে। বিরাট শুধু একজন ‘ফিটনেস ফ্রিক’ই নন! তিনি ভারতীয় দলের ফিটনেসের সংজ্ঞাটাই বদলে দিয়েছেন। গোটা বিশ্বের ক্রিকেটারদের কাছে অনুপ্রেরণা বিরাটের ফিটনেস মন্ত্র।
গত সোম দুপুরে অজিত আগরকরের নির্বাচক কমিটি এশিয়া কাপের দল ঘোষণা করে দিয়েছে। ১৭ সদস্যের শক্তিশালী স্কোয়াড হয়েছে রোহিত শর্মা , শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিশান, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি , মহম্মদ সিরাজ , কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণা। স্ট্যান্ড-বাইতে রয়েছেন সঞ্জু স্যামসন। চোট-আঘাত সারিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন শ্রেয়স-রাহুল।
আরও পড়ুন: PIC: প্রকাশ্যে অনুষ্কার সঙ্গে বিরাটের বিশেষ ছবি! কাজের পদ্ধতি নিয়ে খোঁচা সূর্যকুমারের
