ছাত্রী খুনে শিলিগুড়িতে ১২ ঘণ্টার বনধ, রাস্তায় গাড়ি কম! দুর্ভোগে পর্যটকরা


Siliguri জুড়ে ১২ ঘণ্টার বনধের ডাক দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ। ছাত্রী মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার সকাল বনধের প্রভাব গোটা শহর জুড়ে। কমে গিয়েছে গাড়ির সংখ্যা। দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে পর্যটকদের। বন্ধ রয়েছে বিধান মার্কেট। তবে কোনও অপ্রীতিকর ঘটনার খবর এখনও পর্যন্ত নেই।

Student Death : স্কুল ছাত্রীকে খুনের ঘটনার প্রতিবাদ মিছিল, উত্তেজনা শিলিগুড়িতে
ছাত্রী খুনের ঘটনায় শিলিগুড়িতে ১২ ঘণ্টার বনধের সকাল থেকে বন্ধ শহরের বহু বাজার। পাহাড়ের গাড়ি সংখ্যায় কম চলছে। সকাল থেকে শহরের অন্যতম বড় বাজার বিধান মার্কেট পুরোপুরিভাবে বন্ধ। ফলত পুজোর আগে আর্থিক ক্ষতির মুখেও পড়তে হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। পাশাপাশি, গাড়ির সংখ্যা অনেকটা কমে যাওয়ায় দুর্ভোগের মুখে পড়ছেন সাধারণ যাত্রী থেকে শুরু করে পর্যটকরা। দার্জিলিং বেড়াতে যাওয়া এক পর্যটক বলেন, ‘আমাদের গাড়ি পেতে আজকে একটু মুশকিল হল। সপ্তাহের শেষ তিনদিন দার্জিলিং যাওয়ার জন্য এসেছিলাম। তবে আগে জানতাম না এখানে কোনও বনধ আছে। এসে মুশকিলে পড়লাম।’

Siliguri News Today : যৌন নির্যাতনে বাধা দিতেই হত্যা? শিলিগুড়িতে স্কুল ছাত্রীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার যুবক
প্রসঙ্গত, গত সোমবার বিকেলে মাটিগাড়ায় এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় খাপরাইল মোড় এলাকায় একটি পরিত্যক্ত জমি থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। স্কুল ছাত্রীর মাথা থেঁতলানো দেহ পাওয়া যায়। পুলিশের প্রাথমিক অনুমান ইট দিয়ে মেরে খুন করা হয় ছাত্রীকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ি এলাকা জুড়ে।

Siliguri Student Murder Case: স্কুল ইউনিফর্ম পরা ছাত্রীর দেহ উদ্ধার ঘিরে শোরগোল শিলিগুড়িতে, বন্ধুদের জিজ্ঞাসাবাদ
মেয়েটির পরিবার সূত্রে জানা যায়, ওই ছাত্রী একাদশ শ্রেণিতে পাঠরত ছিল। ছাত্রীটি একটি নেপালি মাধ্যম স্কুলে পড়তো। সোমবার সে অন্যান্য দিনের মতো স্কুলে যায়। সেখান থেকে স্কুল ছুটির পর বের হয়। কিন্তু সে আর বাড়ি ফিরে যায়নি হলে পরিবারের দাবি। পরে খাপরাইল মোড় সংলগ্ন এলাকায় একটি জমিতে ছাত্রীর মৃতদেহ উদ্ধার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর তদন্তে নামে মাটিগাড়া থানার পুলিশ। এসওজি ও গোয়েন্দা বিভাগ ঘটনার তদন্তে যুক্ত হয়।

Siliguri News: ‘নিখোঁজ মেয়র’! পরিষেবার দাবিতে পোস্টার ওয়ার্ডে!

পরে ঘটনার সঙ্গে যুক্ত এক যুবককে গ্রেফতার করে পুলিশ। যৌন নির্যাতন বাধা দেওয়ার কারণে ওই মেয়েটিকে সে হত্যা করেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ধৃতের যুবকের নাম মহম্মদ আব্বাস। পুলিশ এলাকার সিসিটিভি ফুটজে খতিয়ে দেখে ওই যুবকের সন্ধান পায়। পুলিশ এক জায়গায় দেখতে পায় স্কুল ছাত্রীর সঙ্গে ওই যুবককে। যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়। এরপরেই মহম্মদ আব্বাসকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *