আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোচবিহার ও দার্জিলিং জেলায় তুমুল বৃষ্টির ব্যাপারে জানিয়েছে হাওয়া অফিস। জেলা জুড়ে প্রায় ১০০ মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।
আগামী শনিবার, ২৬ অগাস্ট দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের প্রতিটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের তরফে। রবিবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলে জানান হয়েছে। বিশেষত উত্তরবঙ্গের পার্বত্য এলাকা গুলিতে বিক্ষিপ্তভাবে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে বলে জানানো হয়।
জানা গিয়েছে, একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা উত্তরপ্রদেশ থেকে অসম পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। এই অক্ষরেখা সিকিন, বিহার ও উত্তরবঙ্গের উপর দিয়ে চলে গিয়েছে। এছাড়াও মৌসুমী অক্ষরেখা পটনা, দেওঘর হয়ে দক্ষিণবঙ্গের ডায়মন্ড হারবারের উপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়ে রয়েছে। যে কারণে দক্ষিণবঙ্গে মাঝারি বৃষ্টিপাতের পাশাপশি উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এদিন দার্জিলিং জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস এবং গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং জেলায় এদিন একাধিক জায়গায় ভারী বৃষ্টিপাত হয়েছে। দার্জিলিংয়ের পাতাবুং তুকভার টি এস্টেট এলাকায় শুক্রবার ধস নামে। এই ধসে চাপা পড়ে মৃত্যু হয় বাবুলাম রাই নামে তুকভার টি এস্টেটের এক বাসিন্দার বলে জানা গিয়েছে।
ভারী বৃষ্টির কারণে জল থৈ থৈ শিলিগুড়ির পুরসভার একাধিক এলাকা। ৩১ নম্বর ওয়ার্ডের অশোকনগর জলমগ্ন হয়ে পড়েছে। শিলিগুড়ি পুরসভার একাধিক ওয়ার্ডে জল জমার পরিস্থিতি তৈরি হয়েছে। আগামী দুদিন ভারী বৃষ্টিপাত হলে জলমগ্ন হওয়ার আশঙ্কাও রয়েছেন স্থানীয় বাসিন্দারা। যদিও, পুরসভার তরফে জমা জল বের করার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। দার্জিলিং জেলার পাশাপাশি আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছ বলে জানিয়েছে হাওয়া অফিস।