স্কুল খুলতেই ভেঙে পড়ল ছাদের চাঙড়! বড় দুর্ঘটনা থেকে রক্ষা, আতঙ্কে পড়ুয়ারা


স্কুল শুরুর ঠিক কয়েক মিনিট আগেই ভেঙে পড়ল স্কুলের ছাদের চাঙড়। জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছেন ছাত্রী থেকে শিক্ষিকারা। তুলকালাম কাণ্ড পশ্চিম মেদিনীপুর জেলার বালিকা বিদ্যালয়ে। স্থানীয় প্রশাসনের উপর অভিযোগ আঙুল তুলেছেন শিক্ষিকারা।

Paschim Medinipur News : পশ্চিম মেদিনীপুরে শতাব্দী প্রাচীন বাড়ি ভাঙার সময় মিলল সিন্দুক, ভিতরে কী রয়েছে?
পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের খড়ার পুরসভার হেমাঙ্গিনী হাইত বালিকা বিদ্যালয়ে দুর্ঘটনা। হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদের চাঙ্গর। স্কুল শুরু হওয়ার কিছু মুহূর্ত আগেই এই ঘটনা ঘটে। যে কোনও মুহূর্তে ঘটতে পারে বড়সড় বিপদ। স্কুলের এহেন পরিস্থিতিতে আতঙ্কে রয়েছে স্কুলের প্রধান শিক্ষিকা থেকে ছাত্রীরা। ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন সকলেই।

Paschim Medinipur : মাঠে কাজ করতে গিয়ে ঘটল মর্মান্তিক ঘটনা, পশ্চিম মেদিনীপুরে বজ্রাঘাতের বলি ৪
স্কুলের প্রধান শিক্ষিকা রেশমি চক্রবর্তী জানান, আমার স্কুলের প্রায় ৫০০ ছাত্রী। আজ যদি কারও কিছু ঘটনা ঘটে যেত। আমি কিভাবে মুখ দেখাতাম? এমনকি স্কুলের দীর্ঘদিন ধরে নেই ম্যানেজিং কমিটি, প্রশাসনের কাছে দাবি জানিয়েছি। কিন্তু কোনও সুরাহ মেলেনি বলে দাবি তাঁর।
স্কুল সূত্রে খবর, জরাজীর্ণ ভাঙাচোরা স্কুল বিল্ডিং এর মাঝেই জীবনের ঝুঁকি নিয়ে চলছে পঠন-পাঠন। জানা যায়, আজ স্কুল শুরুর ঠিক আগেই স্কুল বিল্ডিং এর তিন তালার ছাদের একটা বিরাট আকারের চাঙর ভেঙে পড়েছে। আর তাতেই শুরু হয়েছে চরম আতঙ্ক। আগামী দিনে স্কুল চলাকালীন যদি কোনও অংশ ভেঙে পড়ে তাহলে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা করছেন প্রত্যেকেই।

Paschim Medinipur News : দাসপুরে একাধিক পরিবারে পানীয় জল বন্ধ! ধর্মান্তরিত হওয়ার জের?
স্কুলের এক পড়ুয়া বলেন, আমরা স্কুলে এসেই জানতে পারলাম ছাদের একটা অংশ ভেঙে পড়েছে। আমরা খুব ভয় ভয়ে থাকি। আমরা দিদিমণিদের সেই কথা জানিয়েছি। এভাবে ক্লাস করা যায় না, ভয়ে থাকে আমাদের। আরেক পড়ুয়া জানায়, আমরা খুব ঝুঁকি নিয়ে ক্লাস করছি। স্কুলের তরফে কোনও সারাইয়ের কাজ করা হচ্ছে না। এভাবে চলতে থাকলে আমাদের অন্য স্কুলে ভরতি হতে হবে।

Paschim Medinipur News: শিক্ষকের অভাবে অথৈ জলে সবংয়ের পড়ুয়ারা

স্কুলের প্রধান শিক্ষিকা থেকে শুরু করে ছাত্র-ছাত্রী এমনকি অভিভাবক সকলেরই অভিযোগ দীর্ঘ কয়েক বছর ধরে স্কুলের বেহাল পরিস্থিতি মাঝেমধ্যেই ছাতের চাঙ্গর খসে ঘটেছে দুর্ঘটনা। এই নিয়ে একাধিকবার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও মেলেনি কোন সূরাহা। আজ এই ঘটনার পরে আতঙ্কিত, স্কুলের সকলে। খবর পেয়ে দ্রুত স্কুলে যান খড়ারের স্কুল পরিদর্শক বহ্নীশিখা দে দ্রুত স্কুলকে অন্য জায়গায় স্থানান্তরিত করার চিন্তাভাবনা নেওয়া হচ্ছে বলে তিনি জানিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *