Famous Vlogger : দার্জিলিঙে ভুয়ো যৌনপল্লি! ভিডিয়ো করে বিপাকে বর্ধমানের ভ্লগার – bardhaman vlogger arrested for posting fake videos on darjeeling red light area


পুলিশের জালে পূর্ব বর্ধমানের ভ্লগার। পার্থ দাস হালদার নামে মেমারির বাসিন্দা ওই ভ্লগারকে গ্রেফতার করেছে দার্জিলিং জেলা পুলিশের সাইবার ক্রাইম শাখা। এই আইনজীবীর অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দার্জিলিঙের যৌনপল্লি সংক্রান্ত একটি ‘ভুয়ো’ ভিডিয়ো পোস্ট করার অভিযোগ উঠেছে। ‘Darjeeling Red Light Area, Nehru Road’ নামের ভিডিয়োটি নিয়ে বিতর্কের সূত্রপাত।

সূত্রের খবর, Mix Prank 2.0 নামের একটি সোশ্যাল মিডিয়া পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়। ভিডিয়োর ২ মিনিটি ২৮ সেকেন্ডে লামহাটা থেকে দার্জিলিংগামী একটি রাস্তার ছবি দেখানো হয়েছে। সেখানেই যৌনপল্লির উল্লেখ করা হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।

Recruitment Scam Case : শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জামিন পেলেন নীলাদ্রি, চার শিক্ষকও
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ওই রাস্তা ছোটো ছোটো পোশাকে বেশ কিছু তরুণী দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের যৌনকর্মী বলে ভিডিয়োতে দাবি করা হয়েছে। এই রাস্তা দার্জিলিঙের নয় বলে অভিযোগ। অজানা কোনও জায়গার ভিডিয়ো দার্জিলিঙের নাম দিয়ে চালানো হচ্ছে বলে অভিযোগ। ১০ অগস্ট সোশ্যাল মিডিয়া থেকে ওই পোস্টটি মুছে ফেলানো হয়।

Jadavpur University News : WhatsApp-এ ‘নির্দেশ’, সৌরভকে বাঁচাতে নতুন গ্রুপ! বিস্ফোরক সরকারি আইনজীবী
এরপরই ফোন নম্বরের সূত্র ধরে ভ্লগারের খোঁজ মেলে। পার্থ নামে ২২ বছর বয়সী মেমারি ওই তরুণকে নোটিশ পাঠিয়ে তলব করা হয়। তদন্তকারী পুলিশ আধিকারিকের সামনে তিনি তাঁর দোষ স্বীকার করেন। তারপরই তাঁকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার গ্রেফতারির পর তাঁকে আদালতে পেশ করা হয়। ৫০০ টাকা ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারক।

Partha Chatterjee : বাড়িতে অবৈধ চাকরির অফিস পার্থর: সিবিআই
সরকারি আইনজীবী পঙ্কজ প্রসাদ এ প্রসঙ্গে বলেন, ‘তথ্য বিকৃতি করে দার্জিলিং নিয়ে ভুয়ো ভিডিয়ো তৈরি করেছিলেন ওই ভ্লগার। তা সোশ্যাল মিডিয়ায় একটি পেজ থেকে পোস্ট করা হয়। তাঁর বিরুদ্ধে ভারতীন দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু হয়েছিল। আদালতে পেশ করার পর শুনানি শেষে বিচারক ৫০০ টাকা ব্যক্তিগত বন্ডে তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে। এই জামিন শর্তসাপেক্ষ। তদন্তকারী অফিসার ডাকলেই তাঁকে হাজির হতে হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *