ICDS Centre : অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে পোকা! তুমুল বিক্ষোভ বাগদায় – allegation of insects in anganwadi center food in uttar 24 parganas


উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের কনিয়াড়া ২ নং গ্রাম পঞ্চায়েতের ঘাটপাতিলা গ্রামের ৬২ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দিদিমণির বিরুদ্ধে পোকা খাওয়ার দেওয়ার অভিযোগ উঠল। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রিতা টিকাদার নামের দিদিমণি বাচ্চাদেরকে পোকা খাবার দিচ্ছেন এবং তিনি সঠিক সময়ে স্কুলে আসেন না। বারংবার অভিযোগ জানানো সত্বেও সমস্যার সুরাহা হয়নি বলে দাবি তাঁদের।

গ্রামবাসীদের আরও অভিযোগ, তাঁরা তাঁদের সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং দিদিমণিকে জানালে ওই দিদিমণি তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। শুধু তাই নয়, দিদিমণির স্বামী গ্রামবাসীদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি প্রদর্শন করেন বলেও অভিযোগ উঠেছে। এই বিষয়ে ক্ষুব্ধ এক গ্রামবাসী বলেন, ‘ওই দিদিমণি স্কুলে ঠিকভাবে পড়ান না, বাচ্চাদেরকে পোকা খাবার দেন। ওনাকে অভিযোগ জানাতে এলে তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। আমরা এই দিদিমনির অপসারণ চাইছি।’

ICDS Centre : নোংরা জলে ডুবে রাস্তা! অস্বাস্থ্যকর পরিবেশে ICDS কেন্দ্রে যেতে নিত্য সমস্যা, বিক্ষোভ গ্রামবাসীদের
শুক্রবার সকালে গ্রামবাসীরা ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমণি রিতা টিকাদারকে আটকে রেখে ক্ষোভ জানাতে থাকেন। গ্রামবাসীদের অভিযোগ, সেই সময়ই ওই দিদিমণি ঘুর পথে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। যদিও ওই দিদিমণি পালিয়ে যেতে চাননি বলে দাবি করেছেন।

গ্রামবাসীদের অভিযোগ, সম্পূর্ণ ভিত্তিহীন বলেও জানিয়েছেন তিনি। ছাত্র-ছাত্রীদের পোকা খাবার দেওয়া প্রসঙ্গে ৬২ নং অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দিদিমনি রীতা টিকাদার বলেন, ‘যে খাবার আসে আমি সেই খাবারই দিই। আমাকে যেমন নির্দেশ দেওয়া হয় আমি তেমন ভাবেই চলি। এই বিষয়ে আমার কোনও হাত নেই।’

Mid Day Meal : মিড ডে মিলের চালে কিলবিল করছে পোকা? শোরগোল সাগরপাড়ায়
আরও এক গ্রামবাসী বলেন, ‘রান্নায় কাঁচা তেলের গন্ধে কেউ খেতে পারে না। কেন্দ্রের কর্মী প্রায়ই দেরি করে আসেন। সকালে বাচ্চারা টিফিনের কৌটো নিয়ে কেন্দ্রে যায়। কর্মী না থাকলে ছেলেরা খেলতে চলে যায়। পরে তারা কেন্দ্রে গেলে খাবার দেওয়া হয় না। এছাড়া, অঙ্গনওয়াড়ি কর্মী ছেলেমেয়েদের নজরে রাখেন না। কেউ অসুস্থ হলে খোঁজখবর নেন না। যখন তখন অঙ্গনওয়াড়ি কেন্দ্র ছুটি দেওয়া হয়। কোনও ঠিক নেই। বাচ্চারা অনেকদিনই খাবার পায় না। আর যা খাবার রান্না হয়, তা মুখে তোলা যায় না।’

ICDS : অকেজো টিউবওয়েল- পুকুরের জলে মিড ডে মিল রান্না, নামখানায় বেহাল অবস্থা ICDS সেন্টারের
এদিকে, এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের এক সদস্য বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি। কেউ অভিযোগ করেননি। ওঁদের বক্তব্য খতিয়ে দেখে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার কথা বলব।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *