New Barrackpore Municipality : জল যন্ত্রণার সমস্যার সমাধান শেষ! নববারাকপুরে জোরকদমে চলছে আন্ডার গ্রাউন্ড হাইড্রেনের কাজ – underground hydrant work is going on full swing in new barrackpore


বর্ষা আসতেই শহর জুড়ে রেললাইনের পূর্ব ও পশ্চিম পাড়ে জল জমে যায় রাস্তায়। মাঝারি ও ভারী বৃষ্টিতে জলমগ্ন অবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে শহরবাসী। চলাচলের অসুবিধা হয় সাধারণ মানুষের। নগরবাসীদের নরক যন্ত্রণার ভোগান্তি থেকে সুরাহা দিতে নববারাকপুর পুরসভা শহরের ড্রেনেজ সিস্টেমের আমূল পরিবর্তনের ভাবনাচিন্তা শুরু করে। পরিকল্পনা মাফিক বর্ষার আগেই শুরু করেছে আন্ডার গ্রাউন্ড হাই ড্রেন নির্মাণের কাজ।

নববারাকপুর পুরসভার উদ্যোগে হয়েছে পুরসভার ৩নং ওয়ার্ডের সাড়ে সাত নম্বর রেললাইন ধার ধরে শুরু হয়েছে বিরাট হাইড্রেনের নির্মাণের কাজ। শেষ হবে ৮নং রেলগেট সংলগ্ন নোয়াইখালে গিয়ে। জোরকদমে কাজ চলছে। কেএমডিএ-র এক কোটি টাকার বরাদ্দ এই স্লাব সমেত হাই ড্রেনের কাজ শেষ পর্যায়ে।

Bandel Church Accident: ব্যান্ডেল চার্চের সামনে ‘মরণ ফাঁদ’, রাস্তা ধসে একের পর এক দুর্ঘটনা
স্টেশন সংলগ্ন শনি মন্দিরের সামনে থেকে ও বিরাট হাই ড্রেনে স্লাব সমেত উচু করে করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী সমিতির সদস্যরা ও সহায়তা করেছে নিকাশি সংস্কার আমূল পরিবর্তনে। সাধারণ মানুষের সুবিধার্থে বর্ষার সময় ভোগান্তি কিছুটা কমবে বলে আশাবাদী স্হানীয় ৩নং ওয়ার্ডের বাসিন্দারা।

অপরদিকে ৪নং ওয়ার্ডে আন্ডার গ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের নির্মাণ কাজ ও চলছে জোরকদমে। নববারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহার উদ্যোগে ৪নং ওয়ার্ডের পুর প্রতিনিধি কৃষ্ণা বোসের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ সরকারের পুর ও নগরোন্নয়ন দফতরের পরিকল্পনায় কেএমডিএ-র ইঞ্জিনিয়ার কন্ট্রাকদের সহযোগিতায় ৪নং ওয়ার্ডের জলভাঙা অঞ্চল থেকে মধ্যমগ্রাম নোয়াই খাল সংলগ্ন কাঠের ব্রিজের আগে পর্যন্ত হবে আন্ডার গ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের নির্মাণ।

Mohanpur Bridge Load Test : বন্ধ মেদিনীপুরে ঢোকার একমাত্র ব্রিজ, সোমেও ভোগান্তি? জানুন জেলা পুলিশের নির্দেশিকা
ইতিমধ্যেই পঞ্চাশ শতাংশ হাই ড্রেনে কাজ শুরু হয়েছে। প্রবীর সাহা বলেন, ‘দুর্গাপুজোর আগেই ৮নং রেলগেট পার্শ্বস্থ মাঠের পাশ থেকে ড্রেন এবং উলটোদিকে কাঠের সেতুর আগে পর্যন্ত PWD রাস্তা ড্রেন কেটে দুটি সংযোগ করে দেওয়া হবে। বাকি কাজ আগামী ডিসেম্বরের শেষে অর্থাৎ চলতি বছরে বিরাট আন্ডার গ্রাউন্ড হাই ড্রেনেজ সিস্টেমের কাজ সম্পূর্ণ রূপে নির্মাণ সম্পন্ন হবে। এর ফলে দীর্ঘদিনের জলমগ্ন অবস্থা বিশেষ করে ৪নং ওয়ার্ডে রেললাইন ধারে, ১২নং ওয়ার্ডের দক্ষিণ মাসুন্দা সতীনসেন নগর বিস্তীর্ণ এলাকার মানুষ অনেকাংশে সুরাহা পাবেন।’

Hooghly News : ব্যবসায়ীর কলার ধরে তোলা দাবি TMC কাউন্সিলরের স্বামীর! প্রকাশ্যে CCTV ফুটেজ
পুরসভার চেয়ারম্যান প্রবীর সাহা আরও বলেন, ‘নববারাকপুরবাসী যাতে ভালো থাকেন তার জন্য শহরের ড্রেনেজ সিস্টেমের আমূল পরিবর্তন করা হল। কেএমডিএ-র বড় প্রজেক্ট। বর্ষার আগেই শুরু হয়েছে। একটু সময় লাগবে। দ্রুত গতিতে কাজ চলছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *