PG Hospital Kolkata : ব্রেন ডেথে মরণোত্তর অঙ্গদানের সিদ্ধান্ত, নবজীবন পাবে ৪ – a brain dead young man is going to undergo organ donation today at pg hospital kolkata


এই সময়, বারাসত: বাইক দুর্ঘটনার পর গত দুদিন কলকাতার পিজি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন স্বরূপনগর গয়েশপুরের জগদীশ মণ্ডল (৪৮)। কিন্তু শেষ রক্ষা হয়নি। বুধবার বিকেলে জগদীশের ব্রেন ডেথ হয়েছে বলে ঘোষণা করেন চিকিৎসক। ব্রেন ডেথ হলেও অন্যান্য অঙ্গ ভালো থাকায় পরিবারের লোকজন জগদীশের মরণোত্তর অঙ্গদানের সিদ্ধান্ত নেন। আজ, শুক্রবার জগদীশের হার্ট, কিডনি, লিভার, স্কিন ও কর্নিয়া তোলা হবে। প্রতিস্থাপনও হবে এ দিনই।

Calcutta Medical College and Hospital : নিঃশ্বাসে বাঁশির আওয়াজ, মৃতপ্রায় খুদে! বিরল অস্ত্রোপচারে আরমানকে বাঁচাল মেডিক্যাল কলেজ
পরিবার সূত্রে জানা গিয়েছে, জগদীশ কলকাতার কালীঘাট বাজারে একটি চিকেন শপে সেলসম্যান ছিলেন। স্ত্রী এবং ছেলে, মেয়ে নিয়ে ছিল জগদীশের সংসার। গত সোমবার দোকান থেকে বের হয়ে রাস্তার বিপরীতে একটি হোটেলে দুপুরের খাবার খেতে যাচ্ছিলেন তিনি। রাস্তা পার হওয়ার সময়ে দ্রুত গতির একটা বাইক নিয়ন্ত্রণ হারিয়ে জগদীশকে ধাক্কা মারে। পড়ে যান তিনি। চালক তাঁর মাথা এবং হাতের উপর দিয়েই বাইকে চালিয়ে পালায়। ফলে আরও গুরুতর ভাবে জখম হন তিনি।

Moloy Ghatak: বিধানসভাতেই হঠাৎ অসুস্থ আইনমন্ত্রী মলয় ঘটক, ভর্তি হাসপাতালে
স্থানীয়রা জগদীশকে উদ্ধার করে পিজি হাসপাতালে নিয়ে আসেন। অবস্থার অবনতি হওয়ায় ক্রিটিকাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন তিনি। টানা দু’দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর বুধবার বিকেলে ব্রেন ডেথ ঘোষণা করেন চিকিৎসকরা। চিকিৎসকের কথা অনুযায়ী অন্যান্য অঙ্গগুলো ভালো থাকায় জগদীশের পরিবারের লোকজন মরণোত্তর অঙ্গদানের সিদ্ধান্ত নেন। তাঁদের সিদ্ধান্তের কথা হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। মরণোত্তর অঙ্গদানের জন্য বৃহস্পতিবার সকাল থেকে তোরজোড় শুরু হয়।

জগদীশের দাদা দেবাশিস মণ্ডল বলেন, ‘ভাইকে তো আর ফিরে পাব না। তাই ব্রেন ডেথ ঘোষণার পর আমরা তাঁর অঙ্গদানের সিদ্ধান্ত নিয়েছি। অঙ্গদানের মাধ্যমে আরও পাঁচ জনের শরীরে ভাই বেঁচে থাকবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *