Bankura News : বন্ধের মুখে সরকারি স্কুল! বাঁকুড়ায় ‘অন্ধকার’ পড়ুয়াদের ভবিষ্যৎ – government school in bankura is on the verge of closure due to lack of teachers for 5 months


বাঁকুড়ার একটি স্কুলে নেই একজনও শিক্ষক। স্কুল বন্ধ প্রায় পাঁচ মাস ধরে। পঠন পাঠন থেকে পরীক্ষা এবং মিড ডে মিল রান্না সবকিছুই বন্ধ। স্কুলের ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারে এই অভিযোগ তুলে এবার ক্ষুব্ধ হয়েছেন অভিভাবক ও অভিভাবিকারা। একমাত্র অতিথি শিক্ষক অসুস্থ, তার জেরে স্কুলে বন্ধ পড়াশোনা থেকে পরীক্ষা। এই ঘটনা বাঁকুড়ার তালডাংরা ব্লকের সাতমৌলি চাঁদবিলা জুনিয়র হাইস্কুলের। প্রায় পাঁচ মাস ধরে বন্ধ স্কুল। বাতিল হয়েছে পড়ুয়াদের পরীক্ষাও। অবিলম্বে দ্রুত শিক্ষক নিয়োগের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা থেকে অভিভাবকেরা।

Paschim Medinipur News : শিক্ষাঙ্গন নাকি মৃত্যুফাঁদ! বিদ্যালয়ের ছাদ থেকে ভেঙে পড়ছে চাঙড়, আতঙ্কে পড়ুয়ারা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই স্কুলের একমাত্র অতিথি শিক্ষক অমিয় চক্রবর্তী গত চার মাস ধরে অসুস্থ রয়েছেন। সেই থেকে স্কুল বন্ধ। অষ্টম শ্রেণি পর্যন্ত ৩২ জন পড়ুয়ার ভবিষ্যৎ কি হবে, তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্কুল বন্ধের জেরে পড়ুয়াদের পরীক্ষা নেওয়ায় হয়নি, ফলে ক্ষোভ তৈরি হয়েছে অভিভাবকদের মধ্যে।

Paschim Medinipur : স্কুল খুলতেই ভেঙে পড়ল ছাদের চাঙড়! বড় দুর্ঘটনা থেকে রক্ষা, আতঙ্কে পড়ুয়ারা
অভিভাবকদের দাবি দ্রুত শিক্ষক নিয়োগ করে স্কুলে পঠন পাঠন স্বাভাবিক করার। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, অন্যান্য স্কুলে পড়াশোনার সঙ্গে পরীক্ষাও হচ্ছে আর তাঁদের স্কুল বন্ধ তাই খারাপ লাগছে। স্কুলের এক পড়ুয়ার অভিভাবিকা বনশ্রী রুইদাস বলেন, ‘স্কুলের পঞ্চম থেকে অষ্টম শ্রেনী পর্যন্ত থাকা ৩২ জন পড়ুয়ার কাছে এখন ভরসা শুধুমাত্র প্রাইভেট টিউশন।

WB School Teacher : শিক্ষিকাকে কুপ্রস্তাবের অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে! নিন্দার ঝড় রাজবল্লভপুর স্কুলে
অবিলম্বে স্কুলে স্থায়ী শিক্ষক নিয়োগ করে ফের পঠন পাঠন স্বাভাবিক ভাবে চালু না করলে ওই পড়ুয়াদের পঠন পাঠনে বড়সড় ক্ষতি হয়ে যাবে। ওপরমহলে বহুবার জানানো হয়েছে যে স্কুলে শিক্ষকের দরকার। এই স্কুলটি চালানো নিয়ে কারোর কোনও হোলদোলই নেই। ব্লক প্রশাসন বা স্কুল কর্তৃপক্ষ থেকে অভিভাবকরা এখনও পর্যন্ত কোনও সাড়া পায়নি বলে জানিয়েছেন তাঁরা। উল্লেখ্য, গত বছরই শিক্ষকের অভাবে বীরভূমের লাভপুর ব্লকে তিনটি উচ্চ প্রাথমিক স্কুল বন্ধ হয়ে গিয়েছে।

Birbhum News : নিত্যদিন দেরিতে স্কুলে ঢোকা! শিক্ষকদের বাইরে দাঁড় করিয়েই গেটে তালা ঝোলালেন অভিভাবকরা
ধুঁকছে অন্য বেশ কয়েকটি। এরকম ভাবে চললে রাজ্যে যে কত স্কুল বন্ধের মুখে পড়বে, সেই নিয়েই আশঙ্কিত রাজ্যের শিক্ষামহল। এক পড়ুয়া বলে, ‘আমরা বহুদিন স্কুলে ক্লাস করিনি। আমাদের পরীক্ষা হয়না এখানে। তাই বাড়িতেও ঠিকঠাক পড়া হয়না’। এদিকে, বিষয়টি নিয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক পীযূষ কান্তি বেরা বলেন, ‘খুব শীঘ্রই ওই স্কুলে শিক্ষক নিয়োগের ব্যবস্থা হবে। স্কুলের পঠন পাঠন স্বাভাবিক হবে’।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *